কলকাতা, 12 মার্চ: অর্জুন সিংয়ের বিজেপিতে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে ৷ সে বিষয়ে বঙ্গ বিজেপির তরফে এখনও কিছু স্পষ্ট করে জানানো না হলেও, একে অর্জুনের বোধোদয় বলছেন সুকান্ত মজুমদার ৷ আর অর্জুনের প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মত, কোনও নেতা বারবার দলবদল করলে তাঁর প্রতি সাধারণ মানুষের বিরূপ মনোভাব সৃষ্টি হয় ৷
ব্যারাকপুর থেকে সাংসদ অর্জুন সিং-কে এ বার প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস । ব্রিগেডের জনগর্জন সভায় প্রার্থী তালিকা ঘোষণার পর ক্ষোভের সুর শোনা গিয়েছে অর্জুনের গলায় । শুরু হয়ে যায় তাঁর ফের দলবদলের জল্পনা ৷ আজ সকালে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে ব্যারাকপুরের সাংসদ জানিয়ে দেন যে, তিনি দল ছাড়ছেন । তিনি ব্যারাকপুর থেকেই আসন্ন লোকসভা নির্বাচনে দাঁড়ানোরও ইঙ্গিত দিয়েছেন তিনি । বিজেপিতেই তাঁর 'ওয়াপসি' হতে চলেছে নাকি তিনি নির্দল হয়ে লড়বেন, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে ৷ যদিও ইতিমধ্যেই তাঁর ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে বসেছে নরেন্দ্র মোদির ছবি ৷
বিজেপি সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অর্জুনকে নিয়ে প্রশ্নের জবাবে বলেন, যদি কোনও নেতা এভাবে বারবার দলবদল করেন, তাহলে সেই নেতার প্রতি সাধারণ মানুষের মনে একটা বিরূপ মনোভাব তৈরি হয় এবং যেই দল তাঁকে বারবার নিচ্ছে সেই দলের প্রতিও একটা বিরূপ প্রভাব তৈরি হয় ।
বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই জানিয়ে দিয়েছিলেন যে, বিজেপি আর পচা আলু নেবে না । তাই জোড়া ফুল থেকে বড় নেতা নয় বরং কর্মী নিতেই অনেক বেশি আগ্রহী বিজেপি । অর্জুন সিং-কে নেওয়া হবে কি না বা তিনি ব্যারাকপুর থেকে বিজেপির টিকিটে নির্বাচন লড়বেন কি না, তা দলের সংসদীয় কমিটি ঠিক করবে বলে আজ জানিয়েছেন সুকান্ত মজুমদার ।
তিনি বলেন, অর্জুন সিং আগের লোকসভা নির্বাচনের বিজেপির টিকিটে জিতেছিলেন । তারপর তিনি আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । এখন তাঁর বোধোদয় হয়েছে । তিনি স্বীকার করছেন যে তাঁর তৃণমূল ফিরে যাওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল । যদিও বিজেপি আগেই বলেছিল যে, তাঁর তৃণমূলে ফিরে যাওয়া ঠিক হচ্ছে না । কারণ বিজেপি মানুষের কথা ভাবে । মানুষের পাশে থাকে । বিজেপি মানুষকে সঠিক পথ দেখাতে পারে ।"
সুকান্ত মজুমদার এ দিন বলেন যে, অর্জুন সিংয়ের সঙ্গে বিজেপির অনেকদিন ধরেই যোগাযোগ রয়েছে । আসন্ন লোকসভা নির্বাচনে কি তাহলে ব্যারাকপুর থেকে অর্জুন সিং বিজেপি প্রার্থী হচ্ছেন ? এই বিষয়ে সুকান্ত মজুমদার জানান যে, তিনি বিজেপির প্রার্থী হবেন কি না সে বিষয়ে সংসদীয় কমিটি সিদ্ধান্ত নেবে ।
আরও পড়ুন: