সিমলা, 27 ফেব্রুয়ারি: অঙ্কের হিসেবে হিমাচল প্রদেশ থেকে সরাসরি জিতে রাজ্যসভায় চলে যাওয়া উচিত ছিল কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভির ৷ কিন্তু জয়ের কোনও সম্ভাবনা না থাকা সত্ত্বেও সেখানে হর্ষ মহাজন প্রার্থী করে আপাত নিরীহ রাজ্যসভার ভোটে টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি করে দিয়েছে বিজেপি ৷ মঙ্গলবার দিনভর বিধায়করা ভোট দেওয়ার পর ক্রস ভোটিংয়ের জল্পনা শুরু হয়েছে ৷ একটি সূত্র থেকে ইটিভি ভারত জানতে পেরেছে যে 9 জন বিধায়ক ক্রস ভোটিং করেছেন ৷ সেই তালিকায় কংগ্রেস ছাড়াও নির্দল বিধায়করা রয়েছেন ৷ অন্য একটি সূত্রের খবর, 6 থেকে 9 জন ক্রস ভোটিং করেছেন ৷
ফলে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত চিন্তায় কংগ্রেস ৷ কিন্তু প্রশ্ন হল, তারা যদি অভিষেক মনু সিংভিকে জেতাতে সক্ষমও হয়, তার পরও নিশ্চিন্ত হতে পারবে ? কারণ, সত্যিই যদি ক্রস ভোটিং হয় ! আর সেই ভোটিংয়ে কংগ্রেসের বিধায়করা যদি বিজেপির প্রার্থীকে ভোট দেন ! তাহলে সংশ্লিষ্ট বিধায়করা কি আর কংগ্রেসের সঙ্গে থাকবেন ? সেক্ষেত্রে কি হিমাচল প্রদেশে কংগ্রেস সরকার সংখ্যালঘু হয়ে যাবে না ?
বিজেপি অবশ্য মঙ্গলবার দিনভর এই নিয়ে কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়েছে ৷ হিমাচল বিধানসভার বিরোধী দলনেতা জয়রাম ঠাকুরকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল ৷ জানতে চাওয়া হয়েছিল যে বিজেপি কি কংগ্রেস সরকারের বিরুদ্ধে অনাস্থা আনবে ? উত্তরে তিনি বলেন, "আগামিকাল বাজেট পেশ করা হবে । আমরা আগামিকাল বাজেট নিয়ে আলোচনা করব ৷ তারপর সেখানকার পরিস্থিতি দেখব । কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ।"
উল্লেখ্য, হিমাচল প্রদেশ বিধানসভায় 68টি আসন ৷ সরকারের পতন ঠেকাতে 35 জন বিধায়কের সমর্থন দরকার ৷ কংগ্রেস 40 আসনে জিতে তিনজন নির্দল বিধায়কের সমর্থন নিয়ে সরকার গড়েছিল 2023 সালের শেষে৷ সেখানে বিজেপি বিধায়কের সংখ্যা 25 ৷ এখন কংগ্রেস থেকে ছ’জন বিধায়ক যদি বেরিয়ে আসেন, তাহলে সেখানে কংগ্রেসের সংখ্যা হবে 34 ৷ সেক্ষেত্রে নির্দলদের সঙ্গে নিয়ে সরকারের পতন আটকাতে হয়তো পারবেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ৷
কিন্তু মঙ্গলবার রাজ্যসভার ভোটে ক্রস ভোটিংয়ের ছয়ের বেশি হয়ে গেলে রাজ্যের ক্ষমতা থাকা নিয়ে চাপ বাড়তে পারে কংগ্রেসের উপর ৷ তাই আপাতত রাজ্যসভার ভোটের ফল ঘোষণার দিকে তাকিয়ে কংগ্রেস ৷ তার পরই বোঝা যাবে যে দিনভরের যে টানটান উত্তেজনা ভোট ঘিরে রইল, তা কি ফলাফল প্রকাশেই থেমে যাবে, নাকি তা জিইয়ে থাকবে আরও কয়েকদিন ৷
উল্লেখ্য, হিমাচলে রাজ্যসভার ভোটে জিততে প্রার্থীকে 35টি ভোট পেতে হবে ৷ এবার যদি 9 জনের কম বিধায়ক ক্রস ভোটিং করেন, তাহলে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত ৷ কিন্তু যদি 9 জন বিধায়ক ক্রস ভোটিং করেন ও সমস্ত ভোট বৈধ বলে বিবেচিত হয়, তাহলে বিজেপি ও কংগ্রেস প্রার্থীদের ভোট হবে 34-34 ৷
হিমাচলের মুখ্য নির্বাচনী আধিকারিক মণীশ গর্গ জানিয়েছেন, ভোটের সংখ্যা সমান হলে, 'ড্র অফ লটস' পদ্ধতি গ্রহণ করা হবে । এতে উভয় প্রার্থীর সম্মতি নেওয়া হবে । এরপর উভয় প্রার্থীর নামে স্লিপ দেওয়া হবে এবং যে প্রার্থীর স্লিপ উঠে আসবে, তাঁকে বিজয়ী বলে গণ্য করা হবে । মণীশ গর্গ আরও জানান, নির্বাচনী প্রক্রিয়ার নিয়ম অনুসারে, সমান সংখ্যক ভোটের ক্ষেত্রে 'ড্র অফ লটস' পদ্ধতি গ্রহণ করা হয় ।
আরও পড়ুন: