নয়াদিল্লি, 26 জানুয়ারি: বিহারের রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে দোলাচলে ৷ নীতীশ কুমার ফের একবার বিজেপির সঙ্গে হাত মেলানোর অপেক্ষায় বলে জল্পনা চলছে ৷ এই পরিস্থিতিতে মাত্র 19টি বিধায়ক নিয়ে জল মাপছে প্রদেশ কংগ্রেস ৷ যেখানে নীতীশ মহাজোট থেকে বেরিয়ে গেলে নিজেদের সংখ্যা নিয়ে ময়দানে নামার আশায় রয়েছে কংগ্রেস ৷ এই পরিস্থিতিতে শীর্ষ নেতৃত্বকে সবরকম খবর সরবরাহ করছেন, বিহারের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস পর্যবেক্ষক মোহন প্রকাশ ৷ সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির সঙ্গে তিনি যোগাযোগ রেখে চলেছেন বলে প্রদেশ কংগ্রেস সূত্রে খবর ৷
কংগ্রেস বিধায়ক শাকিল আহমেদ ইটিভি ভারতকে জানিয়েছেন, "আমরা এই মুহূর্তে, নজর রাখা ও অপেক্ষা করার পরিস্থিতিতে রয়েছি ৷ এখানে অনেক জল্পনা-কল্পনা চলছে, যে নীতীশ মহাজোট ভেঙে বেরিয়ে যেতে পারেন ৷ এই পরিস্থিতি আমি বিশেষ কিছু মন্তব্য করতে পারব না ৷ আমরা তখনই কিছু বলতে পারব, যখন কোনও ঘটনা ঘটবে ৷" কিন্তু তাঁর দাবি, নীতীশ মহাজোট ছাড়লেও, কোনওরকম ঝামেলা হবে বলে মনে করছেন না তিনি ৷ তাও নীতীশের মহাজোট ছেড়ে বেরিয়ে যাওয়ায় কোনও রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে, তার মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকছে আরজেডির নেতৃত্বাধীন মহাজোট ৷
কিন্তু প্রশ্ন হল, কোন আত্মবিশ্বাসে নিজেদের এতটা গুরুত্ব দিচ্ছে কংগ্রেস ? কারণ তাদের হাতে বিধায়ক সংখ্যা মাত্র 19 ৷ আর জেডিইউর বিধায়ক 45 জন এবং আরজেডির সদস্য সংখ্যা 79 ৷ সেখানে জেডিইউ বেরিয়ে গেলে 45 আসনের ঘাটতি পূরণ কংগ্রেসের পক্ষে করা কোনও মতেই সম্ভব নয় ৷ সিপিআই (এমএল)- 12, সিপিআই 2 ও সিপিআইএমের 1টি বিধায়ক রয়েছে ৷ জেডিইউকে বাদ দিলে সব মিলিয়ে 115টি আসন থাকছে মহাজোটের কাছে ৷ যেখানে বিহারে সরকার গঠনের সংখ্যা হল 122 ৷ যেখানে বিজেপির 78 আসন নিয়ে এনডিএর বিধায়ক সংখ্যা এই মুহূর্তে 86 ৷ আর জেডিইউয়ের 45 বিধায়ককে যোগ করলে আসন সংখ্যা দাঁড়াবে 131টি ৷
নামপ্রকাশে অনিচ্ছুক কংগ্রেসের এক শীর্ষনেতা ইটিভি ভারতকে জানিয়েছেন, "যদি নীতীশ কুমার মহাজোট থেকে বেরিয়ে যান এবং বিজেপির সঙ্গে যান, তাহলে বিধানসভায় সরকার গঠন পুরোপুরি পরিসংখ্যানের খেলা হয়ে দাঁড়াবে ৷ আমাদের হিসেব অনুযায়ী, জেডিইউকে বাদ দিলে আমাদের অন্তত 8 জন বিধায়ক কম হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ক্ষেত্রে ৷ যদি প্রয়োজন হয়, এই সংখ্যা আমরা জোগাড় করতে পারব ৷ কারণ, বেশ কয়েকজন অসন্তুষ্ট জেডিইউ বিধায়ক আরজেডির সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ আর হয়তো তাঁরা দলবদল করতে পারেন ৷ আর এক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষ আরজেডির, তাই আমরা পরিসংখ্যানের খেলায় এই মুহূর্তে অনেকটাই এগিয়ে রয়েছি ৷ আর এটাই নীতীশকে কিছুটা চাপে রেখেছে, জোট ভেঙে বেরিয়ে যাওয়ার ভাবনার ক্ষেত্রে ৷"
অন্যদিকে শোনা যাচ্ছে, বিজেপি, কংগ্রেসের কয়েকজন বিধায়ককে নিজেদের দিকে করে নিয়েছে ৷ সেই সম্ভাবনা পুরোপুরি খারজি করে দিয়েছে ওই সূত্র ৷ ওই সূত্রের দাবি , কংগ্রেসের 19 জন বিধায়ক দলের সঙ্গেই রয়েছেন ৷ তাঁরা সকলে 29 ও 30 জানুয়ারি রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র প্রস্তুতিতে ব্যস্ত ৷ 29 জানুয়ারি পশ্চিমবঙ্গে থেকে রাহুলের এই যাত্রা বিহারের পুর্নিয়া জেলায় ঢুকবে ৷
আরও পড়ুন: