ETV Bharat / politics

নাম না-করে 'বহিরাগত' রাজু বিস্তাকে ভোট না-দেওয়ার আবেদন মমতার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mamata Banerjee: পাহাড়ে বিজেপি তথা রাজু বিস্তাকে একটা ভোটও না-দেওয়ার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবার শিলিগুড়িতে নির্বাচনী প্রচার থেকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের বিষয়ে বিজেপিকে হুংকার দিতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 1:07 PM IST

নাম না করে 'বহিরাগত' রাজু বিস্তাকে ভোট না দেওয়ার আবেদন মমতার

দার্জিলিং, 17 এপ্রিল: দার্জিলিং লোকসভা আসনে দ্বিতীয়বারের জন্য বিজেপি প্রার্থী করেছে রাজু বিস্তাকে । এবার এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে এসে নাম না-করে 'বহিরাগত' রাজু বিস্তাকে একটিও ভোট না-দেওয়ার আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন,"এবার বিজেপিকে একটা ভোটও নয় । মাটিগাড়া, নকশালবাড়ি ও ফাঁসিদেওয়ার মানুষ বিজেপিকে অনেক দিয়েছেন । আর নয় । বারবার আপনারা বহিরাগতকে ভোট দেন ৷ কিন্তু এবার আপনাদের স্থানীয় কাছের মানুষকে ভোট দিন। তাঁকে আপনারা সবসময় পাশে পাবেন।"

মঙ্গলবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামার সমর্থনে শিলিগুড়িতে প্রচারে আসেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিন তিনি শিলিগুড়ির মহাত্মা গান্ধি চক থেকে বাঘাযতীন পার্ক ময়দান পর্যন্ত মিছিল করে প্রচার সারেন । তারপর বাঘাযতীন পার্ক ময়দানে এ দিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন । এ দিন একদিকে মিছিলে আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে নাচে পা মেলান তিনি । পাশাপাশি ঐক্যের বার্তা দিতে এ দিন বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চেও মমতা আদিবাসী, খ্রিস্টান, কামতাপুর, মুসলিম, শিখ, গোর্খা সম্প্রদায়ের সঙ্গে নাচেগানে মেতে ওঠেন ।

Mamata Banerjee
গোপাল লামার সমর্থনে শিলিগুড়িতে প্রচারে মুখ্যমন্ত্রী

এ দিন মিছিলের পর মুখ্যমন্ত্রী রবীন্দ্র মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান । ফের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সরব হন তিনি । খোলা মঞ্চ থেকেই হুঙ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ক্ষমতায় এলে নাকি তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বলেছে । ক্ষমতা থাকলে বন্ধ করে দেখাক । মায়ের আঁচলের তলায় বড় হয়েছো । মায়েদের অভিশাপ, তোদের কলঙ্কিত করবে, তোদের দেশ থেকে তাড়াবে । তোরা দেশেও ক্ষমতায় আসবি না । আর বাংলায় তো জিরো হবে । দুশোটা আসন পাবে না ।"

পাশাপাশি এ দিন সিএএ, এনআরসি ও ইউনিফর্ম সিভিল কোড নিয়ে গেরুয়া শিবিরকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, "এরা সিএএ করে, এনআরসি করে আপনাদের অধিকার কেড়ে নেবে । আপনাদের কোন অস্তিত্ব থাকবে না । সব কেড়ে নেবে । এই বিজেপিকে একটাও ভোট দেবেন না ।" এছাড়াও এ দিন ফের বাংলায় সিপিএম কংগ্রেস জোটের বিরুদ্ধে বার্তা দেন মমতা । তিনি বলেন, "বাংলায় সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না । তারা একসঙ্গে লড়ছে । ওরা অন্যান্য জায়গায় করুক আমার আপত্তি নেই । বাংলায় বিজেপির বিরুদ্ধে আমাদের লড়তে দিন, আমাদের বাঁচতে দিন । দেশকে বাঁচাতে দিন ।"

Mamata Banerjee
শিলিগুড়িতে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়

তবে মুখ্যমন্ত্রীর এ দিনের মঞ্চে দেওয়া বক্তব্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ফাঁসিদেওয়া ও নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র নিয়ে । কারণ মহকুমা পরিষদ নির্বাচনে ওই দুই বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে জয়ী করলেও 2021 সালের বিধানসভা নির্বাচনে ওই দুটি আসনই পায় বিজেপি । শুধু তাই নয়, 2019 সালের লোকসভা নির্বাচনেও ওই দুই আসন থেকে লিড নিয়েছিল বিজেপি । সেজন্য মঙ্গলবার মঞ্চ থেকে সরাসরি বিজেপিকে ভোট না দেওয়ার আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন:

  1. তিন কেন্দ্র ফিরে পেতে মরিয়া তৃণমূল সুপ্রিমো! উত্তরে মমতা-ম্যাজিকে ফুটবে ঘাসফুল ?
  2. মুখ্যমন্ত্রীর কপ্টারের ব্লেডে লেগে 2 ভাগ তৃণমূল সমর্থকের টুপি
  3. 'আমার গাড়ি দেখে চোর বলছে, জিভ টেনে ছিঁড়ে নিতাম'; ময়নাগুড়ি থেকে হুঁশিয়ারি মমতার

নাম না করে 'বহিরাগত' রাজু বিস্তাকে ভোট না দেওয়ার আবেদন মমতার

দার্জিলিং, 17 এপ্রিল: দার্জিলিং লোকসভা আসনে দ্বিতীয়বারের জন্য বিজেপি প্রার্থী করেছে রাজু বিস্তাকে । এবার এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে এসে নাম না-করে 'বহিরাগত' রাজু বিস্তাকে একটিও ভোট না-দেওয়ার আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন,"এবার বিজেপিকে একটা ভোটও নয় । মাটিগাড়া, নকশালবাড়ি ও ফাঁসিদেওয়ার মানুষ বিজেপিকে অনেক দিয়েছেন । আর নয় । বারবার আপনারা বহিরাগতকে ভোট দেন ৷ কিন্তু এবার আপনাদের স্থানীয় কাছের মানুষকে ভোট দিন। তাঁকে আপনারা সবসময় পাশে পাবেন।"

মঙ্গলবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামার সমর্থনে শিলিগুড়িতে প্রচারে আসেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিন তিনি শিলিগুড়ির মহাত্মা গান্ধি চক থেকে বাঘাযতীন পার্ক ময়দান পর্যন্ত মিছিল করে প্রচার সারেন । তারপর বাঘাযতীন পার্ক ময়দানে এ দিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন । এ দিন একদিকে মিছিলে আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে নাচে পা মেলান তিনি । পাশাপাশি ঐক্যের বার্তা দিতে এ দিন বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চেও মমতা আদিবাসী, খ্রিস্টান, কামতাপুর, মুসলিম, শিখ, গোর্খা সম্প্রদায়ের সঙ্গে নাচেগানে মেতে ওঠেন ।

Mamata Banerjee
গোপাল লামার সমর্থনে শিলিগুড়িতে প্রচারে মুখ্যমন্ত্রী

এ দিন মিছিলের পর মুখ্যমন্ত্রী রবীন্দ্র মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান । ফের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সরব হন তিনি । খোলা মঞ্চ থেকেই হুঙ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ক্ষমতায় এলে নাকি তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বলেছে । ক্ষমতা থাকলে বন্ধ করে দেখাক । মায়ের আঁচলের তলায় বড় হয়েছো । মায়েদের অভিশাপ, তোদের কলঙ্কিত করবে, তোদের দেশ থেকে তাড়াবে । তোরা দেশেও ক্ষমতায় আসবি না । আর বাংলায় তো জিরো হবে । দুশোটা আসন পাবে না ।"

পাশাপাশি এ দিন সিএএ, এনআরসি ও ইউনিফর্ম সিভিল কোড নিয়ে গেরুয়া শিবিরকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, "এরা সিএএ করে, এনআরসি করে আপনাদের অধিকার কেড়ে নেবে । আপনাদের কোন অস্তিত্ব থাকবে না । সব কেড়ে নেবে । এই বিজেপিকে একটাও ভোট দেবেন না ।" এছাড়াও এ দিন ফের বাংলায় সিপিএম কংগ্রেস জোটের বিরুদ্ধে বার্তা দেন মমতা । তিনি বলেন, "বাংলায় সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না । তারা একসঙ্গে লড়ছে । ওরা অন্যান্য জায়গায় করুক আমার আপত্তি নেই । বাংলায় বিজেপির বিরুদ্ধে আমাদের লড়তে দিন, আমাদের বাঁচতে দিন । দেশকে বাঁচাতে দিন ।"

Mamata Banerjee
শিলিগুড়িতে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়

তবে মুখ্যমন্ত্রীর এ দিনের মঞ্চে দেওয়া বক্তব্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ফাঁসিদেওয়া ও নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র নিয়ে । কারণ মহকুমা পরিষদ নির্বাচনে ওই দুই বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে জয়ী করলেও 2021 সালের বিধানসভা নির্বাচনে ওই দুটি আসনই পায় বিজেপি । শুধু তাই নয়, 2019 সালের লোকসভা নির্বাচনেও ওই দুই আসন থেকে লিড নিয়েছিল বিজেপি । সেজন্য মঙ্গলবার মঞ্চ থেকে সরাসরি বিজেপিকে ভোট না দেওয়ার আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন:

  1. তিন কেন্দ্র ফিরে পেতে মরিয়া তৃণমূল সুপ্রিমো! উত্তরে মমতা-ম্যাজিকে ফুটবে ঘাসফুল ?
  2. মুখ্যমন্ত্রীর কপ্টারের ব্লেডে লেগে 2 ভাগ তৃণমূল সমর্থকের টুপি
  3. 'আমার গাড়ি দেখে চোর বলছে, জিভ টেনে ছিঁড়ে নিতাম'; ময়নাগুড়ি থেকে হুঁশিয়ারি মমতার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.