দার্জিলিং, 17 এপ্রিল: দার্জিলিং লোকসভা আসনে দ্বিতীয়বারের জন্য বিজেপি প্রার্থী করেছে রাজু বিস্তাকে । এবার এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে এসে নাম না-করে 'বহিরাগত' রাজু বিস্তাকে একটিও ভোট না-দেওয়ার আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন,"এবার বিজেপিকে একটা ভোটও নয় । মাটিগাড়া, নকশালবাড়ি ও ফাঁসিদেওয়ার মানুষ বিজেপিকে অনেক দিয়েছেন । আর নয় । বারবার আপনারা বহিরাগতকে ভোট দেন ৷ কিন্তু এবার আপনাদের স্থানীয় কাছের মানুষকে ভোট দিন। তাঁকে আপনারা সবসময় পাশে পাবেন।"
মঙ্গলবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামার সমর্থনে শিলিগুড়িতে প্রচারে আসেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিন তিনি শিলিগুড়ির মহাত্মা গান্ধি চক থেকে বাঘাযতীন পার্ক ময়দান পর্যন্ত মিছিল করে প্রচার সারেন । তারপর বাঘাযতীন পার্ক ময়দানে এ দিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন । এ দিন একদিকে মিছিলে আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে নাচে পা মেলান তিনি । পাশাপাশি ঐক্যের বার্তা দিতে এ দিন বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চেও মমতা আদিবাসী, খ্রিস্টান, কামতাপুর, মুসলিম, শিখ, গোর্খা সম্প্রদায়ের সঙ্গে নাচেগানে মেতে ওঠেন ।
এ দিন মিছিলের পর মুখ্যমন্ত্রী রবীন্দ্র মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান । ফের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সরব হন তিনি । খোলা মঞ্চ থেকেই হুঙ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ক্ষমতায় এলে নাকি তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বলেছে । ক্ষমতা থাকলে বন্ধ করে দেখাক । মায়ের আঁচলের তলায় বড় হয়েছো । মায়েদের অভিশাপ, তোদের কলঙ্কিত করবে, তোদের দেশ থেকে তাড়াবে । তোরা দেশেও ক্ষমতায় আসবি না । আর বাংলায় তো জিরো হবে । দুশোটা আসন পাবে না ।"
পাশাপাশি এ দিন সিএএ, এনআরসি ও ইউনিফর্ম সিভিল কোড নিয়ে গেরুয়া শিবিরকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, "এরা সিএএ করে, এনআরসি করে আপনাদের অধিকার কেড়ে নেবে । আপনাদের কোন অস্তিত্ব থাকবে না । সব কেড়ে নেবে । এই বিজেপিকে একটাও ভোট দেবেন না ।" এছাড়াও এ দিন ফের বাংলায় সিপিএম কংগ্রেস জোটের বিরুদ্ধে বার্তা দেন মমতা । তিনি বলেন, "বাংলায় সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না । তারা একসঙ্গে লড়ছে । ওরা অন্যান্য জায়গায় করুক আমার আপত্তি নেই । বাংলায় বিজেপির বিরুদ্ধে আমাদের লড়তে দিন, আমাদের বাঁচতে দিন । দেশকে বাঁচাতে দিন ।"
তবে মুখ্যমন্ত্রীর এ দিনের মঞ্চে দেওয়া বক্তব্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ফাঁসিদেওয়া ও নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র নিয়ে । কারণ মহকুমা পরিষদ নির্বাচনে ওই দুই বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে জয়ী করলেও 2021 সালের বিধানসভা নির্বাচনে ওই দুটি আসনই পায় বিজেপি । শুধু তাই নয়, 2019 সালের লোকসভা নির্বাচনেও ওই দুই আসন থেকে লিড নিয়েছিল বিজেপি । সেজন্য মঙ্গলবার মঞ্চ থেকে সরাসরি বিজেপিকে ভোট না দেওয়ার আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন: