বীরভূম, 26 এপ্রিল: বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন ৷ আয়বহির্ভূত সম্পত্তির একটি মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না-পাওয়ায় দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়েছে বলে জানিয়েছে কমিশন ৷ তবে মনোনয়ন বাতিলের পরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর ৷
এ দিন মনোনয়নপত্র স্ক্রুটিনির দিন ছিল ৷ এ দিন এমন কিছু একটা হতে পারে, তা আগেই আঁচ করেছিল বিজেপি ৷ সেই আশঙ্কা থেকেই দেবতনু ভট্টাচার্যকেও প্রার্থী করে বিজেপি । শুক্রবার কমিশন দেবাশিস ধরের মনোনয়নপত্র বাতিল করায়, হাইকোর্টে যাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা । বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করেছিল বিজেপি ।
2021 সালে বিধানসভা নির্বাচন চলাকালীন তিনি কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন ৷ নির্বাচনের দিন শীতলকুচিতে বুথে ঝামেলার সময় গুলি চালান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় 4 জনের ৷ এই ঘটনায় তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধর নির্বাচন কমিশনকে যে রিপোর্ট দেন, তাতে নাকি অখুশি ছিল রাজ্য সরকার ৷ অভিযোগ, এরপরেই দেবাশিস ধরকে সাসপেন্ড করা হয় ৷
এমনকি, 2022 সালে তাঁর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগও ওঠে ৷ যার তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সিআইডি ৷ দেবাশিস ধরের বাড়ি-সহ বিভিন্ন ডেরায় হানা দেন তদন্তকারী অফিসাররা । এখনও সেই মর্মে দুটি মামলা চলছে ৷ সেই মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না-পাওয়ায় দেবাশিস ধরের মনোনয়ন পত্র বাতিল করে দিল নির্বাচন কমিশন ৷
13 মে চতুর্থ দফায় বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচন । সে জন্য গত 25 এপ্রিল সিউড়ি জেলাশাসকের দফতরে বিজেপির প্রতীকে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন দেবতনু ভট্টাচার্যকে ৷ কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিল করায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন দেবাশিস ধর ৷
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ৷ তবে তাঁর দাবি, বিজেপি প্রার্থী যিনিই হোন, জিতবেন তিনিই ৷ শতাব্দীর কথায়, "খারাপ লাগছে । যে দলেরই হোক, এত দিন ধরে উনি প্রচার করলেন । একটা মানসিক প্রস্তুতি তো থাকে সবার ৷ সেই জায়গা থেকে মনোবল ভেঙে যায় ৷ যদিও উনি প্রার্থী থাকলেও আমিই জিততাম, এখনও আমিই জিতব ৷"
আরও পড়ুন: