ETV Bharat / politics

বামেদের আসন কংগ্রেসকে ছাড়া হবে না, সাফ জানিয়ে দিলেন বিমান বসু - Lok Sabha Election - LOK SABHA ELECTION

Biman Bose on Congress: যেসব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বামেরা তার কয়েকটিতে কংগ্রেস প্রার্থী দিতে চাইছে ৷ সেটা হতে পারে না বলে স্পষ্ট জানালেন বিমান বসু ৷ তবে অন্য আসনে দেখা যেতে পারে বলেও জানান তিনি ৷

Biman Bose
Biman Bose
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 9:32 PM IST

বিমান বসু

মালদা, 24 মার্চ: কংগ্রেস মালদার দু'টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে ৷ কংগ্রেসের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে বামফ্রন্ট ৷ কিন্তু বেশ কিছু আসনে বামেদের প্রার্থী ঘোষণা করা হলেও কংগ্রেস সেইসব আসন দাবি করছে ৷ ওই আসনগুলি কংগ্রেসকে ছাড়া হবে না বলে রবিবার সাফ জানিয়ে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷

দলের সাংগঠনিক সভায় অংশ নিতে ঝটিকা সফরে মালদা এসেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ সিএএ নিয়েও মুখ খোলেন তিনি ৷ তাঁর বক্তব্য, ভোটের মুখে সিএএ লাগু করে গোটা দেশে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় সরকার ৷ এদিন সকালে বন্দে ভারত এক্সপ্রেসে মালদা আসেন বামফ্রন্টের চেয়ারম্যান ৷ সিপিআইএমের সাংগঠনিক কর্মীসভা শেষ করে বিকেলে ওই ট্রেনেই কলকাতা ফিরে যান তিনি ৷ সভায় যোগ দিতে যাওয়ার আগে কংগ্রেসের সঙ্গে নির্বাচনী আসন আঁতাত প্রসঙ্গে তিনি বলেন, “মালদার দুটি আসনে কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করেছে ৷ তাদের আটটি আসনের মধ্যে এই জেলাতেই দুটি আসন রয়েছে ৷ আমরা সেটা মেনে নিচ্ছি ৷ কিন্তু আমরা যেসব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছি, তার কয়েকটিতে কংগ্রেস প্রার্থী দিতে চাইছে ৷ সেটা হতে পারে না ৷ তবে অন্য আসনে দেখা যেতে পারে ৷ আমরা কংগ্রেসের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা করতে চাই ৷ শুধু কংগ্রেস নয়, যারা বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, তাদের সবার সঙ্গেই আমরা সমঝোতা করতে চাই ৷ তৃণমূল আর বিজেপির আঁতাত আমরা ভাঙতে চাই ৷”

বিমান আরও বলেন, “পুরুলিয়ায় সম্প্রতি ফরওয়ার্ড ব্লক আলাদা করে প্রার্থী ঘোষণা করেছে ৷ সেটা রাজ্য বামফ্রন্টে অবশ্য এখনও অনুমোদিত হয়নি ৷ এনিয়ে খানিক টানাপোড়েন চলছে ৷ বিষয়টি নিয়ে আমরা কথা বলব ৷ আমরা ঐক্যবদ্ধ প্রয়াসে সার্বিকভাবে আসন সমঝোতা করতে চাই ৷ এখন প্রচার করা হচ্ছে, আগে রাম, পরে বাম ৷ এটাও আমরা ভাঙতে চাই ৷ আর এখানে তৃণমূল প্রার্থী সিএএ নিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্প সম্পর্কিত কী কথা বলছেন জানি না ৷ তবে সিএএ নিয়ে কোনও কনসেন্ট্রেশন ক্যাম্প বা কয়েদে ভরে রাখার সুযোগ নেই ৷ কিন্তু ভোটের মুখে সিএএ লাগু করার কী প্রয়োজন ছিল ? আইন তৈরি করতে ওদের ছয় বছর লেগে গেল ৷ তারপর ভোটের মুখে লাগু করা হল ৷ এতে ওরা মানুষের মধ্যে বিভ্রান্তিমূলক প্রচার করার সুযোগও করে দিল ৷ আর যারা দেশের নাগরিক, তারা আবার তার প্রমাণ দিতে যাবে কেন ? আমরা এর বিরোধিতা করি ৷”

আরও পড়ুন:

  1. সৃজনের প্রচারে পা মেলালেন যাদবপুরের প্রাক্তন বাম সাংসদ সুজন
  2. দিল্লিতে বৈঠক, বঙ্গে বাম-কংগ্রেস জোটের সমাধান!

বিমান বসু

মালদা, 24 মার্চ: কংগ্রেস মালদার দু'টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে ৷ কংগ্রেসের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে বামফ্রন্ট ৷ কিন্তু বেশ কিছু আসনে বামেদের প্রার্থী ঘোষণা করা হলেও কংগ্রেস সেইসব আসন দাবি করছে ৷ ওই আসনগুলি কংগ্রেসকে ছাড়া হবে না বলে রবিবার সাফ জানিয়ে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷

দলের সাংগঠনিক সভায় অংশ নিতে ঝটিকা সফরে মালদা এসেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ সিএএ নিয়েও মুখ খোলেন তিনি ৷ তাঁর বক্তব্য, ভোটের মুখে সিএএ লাগু করে গোটা দেশে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় সরকার ৷ এদিন সকালে বন্দে ভারত এক্সপ্রেসে মালদা আসেন বামফ্রন্টের চেয়ারম্যান ৷ সিপিআইএমের সাংগঠনিক কর্মীসভা শেষ করে বিকেলে ওই ট্রেনেই কলকাতা ফিরে যান তিনি ৷ সভায় যোগ দিতে যাওয়ার আগে কংগ্রেসের সঙ্গে নির্বাচনী আসন আঁতাত প্রসঙ্গে তিনি বলেন, “মালদার দুটি আসনে কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করেছে ৷ তাদের আটটি আসনের মধ্যে এই জেলাতেই দুটি আসন রয়েছে ৷ আমরা সেটা মেনে নিচ্ছি ৷ কিন্তু আমরা যেসব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছি, তার কয়েকটিতে কংগ্রেস প্রার্থী দিতে চাইছে ৷ সেটা হতে পারে না ৷ তবে অন্য আসনে দেখা যেতে পারে ৷ আমরা কংগ্রেসের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা করতে চাই ৷ শুধু কংগ্রেস নয়, যারা বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, তাদের সবার সঙ্গেই আমরা সমঝোতা করতে চাই ৷ তৃণমূল আর বিজেপির আঁতাত আমরা ভাঙতে চাই ৷”

বিমান আরও বলেন, “পুরুলিয়ায় সম্প্রতি ফরওয়ার্ড ব্লক আলাদা করে প্রার্থী ঘোষণা করেছে ৷ সেটা রাজ্য বামফ্রন্টে অবশ্য এখনও অনুমোদিত হয়নি ৷ এনিয়ে খানিক টানাপোড়েন চলছে ৷ বিষয়টি নিয়ে আমরা কথা বলব ৷ আমরা ঐক্যবদ্ধ প্রয়াসে সার্বিকভাবে আসন সমঝোতা করতে চাই ৷ এখন প্রচার করা হচ্ছে, আগে রাম, পরে বাম ৷ এটাও আমরা ভাঙতে চাই ৷ আর এখানে তৃণমূল প্রার্থী সিএএ নিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্প সম্পর্কিত কী কথা বলছেন জানি না ৷ তবে সিএএ নিয়ে কোনও কনসেন্ট্রেশন ক্যাম্প বা কয়েদে ভরে রাখার সুযোগ নেই ৷ কিন্তু ভোটের মুখে সিএএ লাগু করার কী প্রয়োজন ছিল ? আইন তৈরি করতে ওদের ছয় বছর লেগে গেল ৷ তারপর ভোটের মুখে লাগু করা হল ৷ এতে ওরা মানুষের মধ্যে বিভ্রান্তিমূলক প্রচার করার সুযোগও করে দিল ৷ আর যারা দেশের নাগরিক, তারা আবার তার প্রমাণ দিতে যাবে কেন ? আমরা এর বিরোধিতা করি ৷”

আরও পড়ুন:

  1. সৃজনের প্রচারে পা মেলালেন যাদবপুরের প্রাক্তন বাম সাংসদ সুজন
  2. দিল্লিতে বৈঠক, বঙ্গে বাম-কংগ্রেস জোটের সমাধান!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.