কলকাতা, 3 মে: রাজ্য বিধানসভায় বাম-কংগ্রেসের আসন শূন্য । যা নিয়ে শাসক তৃণমূল তো বটেই, বিজেপিও তীব্র কটাক্ষ করে । 'শূন্য পাওয়া দল' বলে কটাক্ষ করা হয় । এবার সেই 'শূন্য' অস্ত্র দিয়েই বিরোধীদের কুপোকাত করার হুঁশিয়ারি দিলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । শুক্রবার কলকাতা প্রেস ক্লাব আয়োজিত 'মিট প্রেস' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বাম নেতা বিমান বসু । প্রথমেই নিজের বক্তব্য পেশ করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি । বিমান বসু বলেন, "বোঝাপড়া করে আমরা 42টি আসনে লড়াই করছি । দ্বিমেরু রাজনীতির ভীত নড়বড়ে করে দিয়েছি । তা সময় দিন তা টপাস করে পড়বে । শূন্য বলে অবজ্ঞার করেন বাম-কংগ্রেসকে । শূন্য থেকে শূন্যের জন্ম হয় । কিন্তু, রাজনীতি তে তা হয় না। শূন্য বলে আর অহঙ্কার করতে পারবে না । 4 তারিখে তা দেখতে পারবেন । মালুম পাবেন আপনারা, গণনা যখন শেষ হবে বুঝতে পারবেন ।"
একইভাবে দেশেও বামেদের আসন বাড়বে বলে দাবি করেছেন বিমান বসু । তিনি বলেন, "দেশে আগের বার যে 10-11 টা ছিল, এবার সেটা অনেকটাই বাড়বে । এমন এমন রাজ্য থেকে বাড়বে ,তা সাংবাদিকদের গবেষণা করতে হবে । বাংলার ফল যা হবে, তা তো ভাবতে পারিনি বলতে হবে । 4 জুন দেখতে পাবেন ।" সেলিমের প্রার্থী হওয়ার বিষয়ে বিমানের বক্তব্য, "সেলিম এর আগে এমপি, এমএলএ ছিলেন । ব্যক্তি মানুষের পছন্দ থাকতেই পারে । এটা পার্টিকে বোঝাতে হয়েছে । কয়েকজনকে নিয়ে বসতে হয়েছিল ।"
জোটের বিষয়ে বিমানের বক্তব্য, "দ্বিমেরু রাজনীতির অবসান ঘটাতে আমরা কিছুটা হলেও এগিয়ে । একারণেই প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে কংগ্রেস-তৃণমূল-বাম । আমাদের লক্ষ্য বিজেপিকে পরাস্ত করো । আমরা কোনোদিনই বলিনি বিজেপিকে সমৰ্থন করো । এবার যদি বিজেপি আসে, তারা সংবিধান পরিবর্তন করবে । অদ্ভুত ব্যাপার মোদি বলছেন মিলিজুলি সরকার আসলে সংবিধান বদলায় । তিনি মনুবাদী প্রচার করে মানুষকে ভাগ করতে চাইছেন । তিনি নিজে যা করছেন, তা বাম-কংগ্রেসের উপর চাপাচ্ছেন ।’’
বিমান আরও বলেন, ‘‘যিনি মনুবাদী দর্শন মানেন, তিনি কখনও এসসি, এসটি, ওবিসি-এক নজরে দেখতে পারেন না । তৃণমূলও সুকৌশলী মিথ্যে কথা বলে যাচ্ছেন । ওদের মুখপাত্র বলেছেন । 2021 সালের আগে থেকেই তৃণমূল নেতৃত্ব জানত । তাই, পার্থ চট্টোপাধ্যায়কে আর শিক্ষামন্ত্রী করা হয়নি । অথচ, মুখ্যমন্ত্রী বলছেন, আমি এসব জানতাম না । সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছে । অথচ, তিনি বলছেন আমি তা জানতাম না ।’’
তিনি আরও বলেন, ‘‘আজকেও এসএসসি অফিসের সামনে অবস্থান হচ্ছে । এই অবস্থা হবে কেন ? যাঁরা শূন্য খাতা জমা দিয়েছেন তাঁরা পাশ করেছেন । এটা মন্ত্রিসভার কেউ জানতেন না, তৃণমূলের কেউ জানতেন না, এটা হতে পারে না । কুণাল ঘোষ বলে দিয়েছেন, চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে । চাকরি নিয়ে ছিনিমিনি হয়েছে ।"
আরও পড়ুন: