ETV Bharat / politics

'শূন্য' অস্ত্রেই বিরোধীদের কুপোকাতের হুঁশিয়ারি বিমানের - Biman Basu - BIMAN BASU

Biman Basu: 2019 সালের লোকসভা নির্বাচন ও 2021 সালের বিধানসভা নির্বাচনে বামেরা বাংলায় কোনও আসন জিততে পারেনি ৷ সেই কারণে তাদের 'শূন্য পাওয়া দল' বলে অনেকেই কটাক্ষ করেন ৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর দাবি, এবার পরিস্থিতি বদল হবে ৷ ভালো ফল করবে বামেরা ৷

Biman Basu
বিমান বসু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 8:10 PM IST

Updated : May 3, 2024, 9:24 PM IST

বিমান বসু (নিজস্ব ভিডিয়ো)

কলকাতা, 3 মে: রাজ্য বিধানসভায় বাম-কংগ্রেসের আসন শূন্য । যা নিয়ে শাসক তৃণমূল তো বটেই, বিজেপিও তীব্র কটাক্ষ করে । 'শূন্য পাওয়া দল' বলে কটাক্ষ করা হয় । এবার সেই 'শূন্য' অস্ত্র দিয়েই বিরোধীদের কুপোকাত করার হুঁশিয়ারি দিলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । শুক্রবার কলকাতা প্রেস ক্লাব আয়োজিত 'মিট প্রেস' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বাম নেতা বিমান বসু । প্রথমেই নিজের বক্তব্য পেশ করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি । বিমান বসু বলেন, "বোঝাপড়া করে আমরা 42টি আসনে লড়াই করছি । দ্বিমেরু রাজনীতির ভীত নড়বড়ে করে দিয়েছি । তা সময় দিন তা টপাস করে পড়বে । শূন্য বলে অবজ্ঞার করেন বাম-কংগ্রেসকে । শূন্য থেকে শূন্যের জন্ম হয় । কিন্তু, রাজনীতি তে তা হয় না। শূন্য বলে আর অহঙ্কার করতে পারবে না । 4 তারিখে তা দেখতে পারবেন । মালুম পাবেন আপনারা, গণনা যখন শেষ হবে বুঝতে পারবেন ।"

একইভাবে দেশেও বামেদের আসন বাড়বে বলে দাবি করেছেন বিমান বসু । তিনি বলেন, "দেশে আগের বার যে 10-11 টা ছিল, এবার সেটা অনেকটাই বাড়বে । এমন এমন রাজ্য থেকে বাড়বে ,তা সাংবাদিকদের গবেষণা করতে হবে । বাংলার ফল যা হবে, তা তো ভাবতে পারিনি বলতে হবে । 4 জুন দেখতে পাবেন ।" সেলিমের প্রার্থী হওয়ার বিষয়ে বিমানের বক্তব্য, "সেলিম এর আগে এমপি, এমএলএ ছিলেন । ব্যক্তি মানুষের পছন্দ থাকতেই পারে । এটা পার্টিকে বোঝাতে হয়েছে । কয়েকজনকে নিয়ে বসতে হয়েছিল ।"

জোটের বিষয়ে বিমানের বক্তব্য, "দ্বিমেরু রাজনীতির অবসান ঘটাতে আমরা কিছুটা হলেও এগিয়ে । একারণেই প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে কংগ্রেস-তৃণমূল-বাম । আমাদের লক্ষ্য বিজেপিকে পরাস্ত করো । আমরা কোনোদিনই বলিনি বিজেপিকে সমৰ্থন করো । এবার যদি বিজেপি আসে, তারা সংবিধান পরিবর্তন করবে । অদ্ভুত ব্যাপার মোদি বলছেন মিলিজুলি সরকার আসলে সংবিধান বদলায় । তিনি মনুবাদী প্রচার করে মানুষকে ভাগ করতে চাইছেন । তিনি নিজে যা করছেন, তা বাম-কংগ্রেসের উপর চাপাচ্ছেন ।’’

বিমান আরও বলেন, ‘‘যিনি মনুবাদী দর্শন মানেন, তিনি কখনও এসসি, এসটি, ওবিসি-এক নজরে দেখতে পারেন না । তৃণমূলও সুকৌশলী মিথ্যে কথা বলে যাচ্ছেন । ওদের মুখপাত্র বলেছেন । 2021 সালের আগে থেকেই তৃণমূল নেতৃত্ব জানত । তাই, পার্থ চট্টোপাধ্যায়কে আর শিক্ষামন্ত্রী করা হয়নি । অথচ, মুখ্যমন্ত্রী বলছেন, আমি এসব জানতাম না । সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছে । অথচ, তিনি বলছেন আমি তা জানতাম না ।’’

তিনি আরও বলেন, ‘‘আজকেও এসএসসি অফিসের সামনে অবস্থান হচ্ছে । এই অবস্থা হবে কেন ? যাঁরা শূন্য খাতা জমা দিয়েছেন তাঁরা পাশ করেছেন । এটা মন্ত্রিসভার কেউ জানতেন না, তৃণমূলের কেউ জানতেন না, এটা হতে পারে না । কুণাল ঘোষ বলে দিয়েছেন, চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে । চাকরি নিয়ে ছিনিমিনি হয়েছে ।"

আরও পড়ুন:

  1. তৃণমূল-বিজেপিকে হারিয়ে গণতন্ত্র রক্ষার ডাক বামেদের ইস্তাহারে
  2. 'মমতা তৃণমূলকে বামপন্থী মোড়কে ঢেকে বিভ্রান্তি ছড়িয়েছেন', কটাক্ষ বিমান বসুর
  3. ঊনআশির সমর্থনে পথে তিরাশি, প্রদীপের পাশে দাঁড়িয়ে প্রচারে ঝড় বিমানের

বিমান বসু (নিজস্ব ভিডিয়ো)

কলকাতা, 3 মে: রাজ্য বিধানসভায় বাম-কংগ্রেসের আসন শূন্য । যা নিয়ে শাসক তৃণমূল তো বটেই, বিজেপিও তীব্র কটাক্ষ করে । 'শূন্য পাওয়া দল' বলে কটাক্ষ করা হয় । এবার সেই 'শূন্য' অস্ত্র দিয়েই বিরোধীদের কুপোকাত করার হুঁশিয়ারি দিলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । শুক্রবার কলকাতা প্রেস ক্লাব আয়োজিত 'মিট প্রেস' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বাম নেতা বিমান বসু । প্রথমেই নিজের বক্তব্য পেশ করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি । বিমান বসু বলেন, "বোঝাপড়া করে আমরা 42টি আসনে লড়াই করছি । দ্বিমেরু রাজনীতির ভীত নড়বড়ে করে দিয়েছি । তা সময় দিন তা টপাস করে পড়বে । শূন্য বলে অবজ্ঞার করেন বাম-কংগ্রেসকে । শূন্য থেকে শূন্যের জন্ম হয় । কিন্তু, রাজনীতি তে তা হয় না। শূন্য বলে আর অহঙ্কার করতে পারবে না । 4 তারিখে তা দেখতে পারবেন । মালুম পাবেন আপনারা, গণনা যখন শেষ হবে বুঝতে পারবেন ।"

একইভাবে দেশেও বামেদের আসন বাড়বে বলে দাবি করেছেন বিমান বসু । তিনি বলেন, "দেশে আগের বার যে 10-11 টা ছিল, এবার সেটা অনেকটাই বাড়বে । এমন এমন রাজ্য থেকে বাড়বে ,তা সাংবাদিকদের গবেষণা করতে হবে । বাংলার ফল যা হবে, তা তো ভাবতে পারিনি বলতে হবে । 4 জুন দেখতে পাবেন ।" সেলিমের প্রার্থী হওয়ার বিষয়ে বিমানের বক্তব্য, "সেলিম এর আগে এমপি, এমএলএ ছিলেন । ব্যক্তি মানুষের পছন্দ থাকতেই পারে । এটা পার্টিকে বোঝাতে হয়েছে । কয়েকজনকে নিয়ে বসতে হয়েছিল ।"

জোটের বিষয়ে বিমানের বক্তব্য, "দ্বিমেরু রাজনীতির অবসান ঘটাতে আমরা কিছুটা হলেও এগিয়ে । একারণেই প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে কংগ্রেস-তৃণমূল-বাম । আমাদের লক্ষ্য বিজেপিকে পরাস্ত করো । আমরা কোনোদিনই বলিনি বিজেপিকে সমৰ্থন করো । এবার যদি বিজেপি আসে, তারা সংবিধান পরিবর্তন করবে । অদ্ভুত ব্যাপার মোদি বলছেন মিলিজুলি সরকার আসলে সংবিধান বদলায় । তিনি মনুবাদী প্রচার করে মানুষকে ভাগ করতে চাইছেন । তিনি নিজে যা করছেন, তা বাম-কংগ্রেসের উপর চাপাচ্ছেন ।’’

বিমান আরও বলেন, ‘‘যিনি মনুবাদী দর্শন মানেন, তিনি কখনও এসসি, এসটি, ওবিসি-এক নজরে দেখতে পারেন না । তৃণমূলও সুকৌশলী মিথ্যে কথা বলে যাচ্ছেন । ওদের মুখপাত্র বলেছেন । 2021 সালের আগে থেকেই তৃণমূল নেতৃত্ব জানত । তাই, পার্থ চট্টোপাধ্যায়কে আর শিক্ষামন্ত্রী করা হয়নি । অথচ, মুখ্যমন্ত্রী বলছেন, আমি এসব জানতাম না । সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছে । অথচ, তিনি বলছেন আমি তা জানতাম না ।’’

তিনি আরও বলেন, ‘‘আজকেও এসএসসি অফিসের সামনে অবস্থান হচ্ছে । এই অবস্থা হবে কেন ? যাঁরা শূন্য খাতা জমা দিয়েছেন তাঁরা পাশ করেছেন । এটা মন্ত্রিসভার কেউ জানতেন না, তৃণমূলের কেউ জানতেন না, এটা হতে পারে না । কুণাল ঘোষ বলে দিয়েছেন, চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে । চাকরি নিয়ে ছিনিমিনি হয়েছে ।"

আরও পড়ুন:

  1. তৃণমূল-বিজেপিকে হারিয়ে গণতন্ত্র রক্ষার ডাক বামেদের ইস্তাহারে
  2. 'মমতা তৃণমূলকে বামপন্থী মোড়কে ঢেকে বিভ্রান্তি ছড়িয়েছেন', কটাক্ষ বিমান বসুর
  3. ঊনআশির সমর্থনে পথে তিরাশি, প্রদীপের পাশে দাঁড়িয়ে প্রচারে ঝড় বিমানের
Last Updated : May 3, 2024, 9:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.