হায়দরাবাদ, 3 ফেব্রুয়ারি: ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান, ভারতরত্ন পাচ্ছেন ভারতীয় জনতা পার্টির নেতা লালকৃষ্ণ আদবানি ৷ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন ৷ তার পর থেকে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন সকলে ৷ তাছাড়া চর্চা শুরু হয়েছে আদবানির দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়েও ৷
লালকৃষ্ণ আদবানিকে ভারতবাসী তাঁর ব্যাপক বুদ্ধিমত্তা, নীতি-নৈতিকতার দিক থেকে দৃঢ়তা এবং শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের ধারণার জন্য চেনে ৷ এর জন্য তিনি বহুবার প্রশংসিত হয়েছেন । প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ী তাঁর সম্পর্কে একবার জানিয়েছিলেন যে আদবানি কখনও তাঁর জাতীয়বাদী আদর্শের সঙ্গে আপস করেননি ৷ পরিস্থিতি বিচার করে সবসময়ই তিনি রাজনৈতিক প্রতিক্রিয়া দিতেন ৷
1927 সালের 8 নভেম্বর ব্রিটিশ ভারতের করাচিতে (বর্তমানে পাকিস্তান) জন্ম হয় লালকৃষ্ণ আদবানির ৷ তিনি বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য ৷ বাজপেয়ী জমানায় ভারতের উপ-প্রধানমন্ত্রীও (2002-04) ছিলেন । তিনি 1980 সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘতম সময়ের জন্য ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন । প্রায় তিন দশকের সংসদীয় ক্যারিয়ার ৷ বাজপেয়ীর সরকার উপ-প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী (1999-2004)।
একনজরে দেখে নেওয়া যাক, তাঁর রাজনৈতিক জীবন
- 8 নভেম্বর, 1927: বর্তমানে পাকিস্তানের করাচিতে জন্ম ৷ বাবার নাম- কিষেনচাঁদ ও মায়ের নাম- জ্ঞানিদেবী ৷
- 1936-1942: করাচির সেন্ট প্যাট্রিক্স স্কুলে পড়াশোনা৷ ম্যাট্রিকুলেশন পর্যন্ত প্রতিটি ক্লাসে প্রথম হতেন ।
- 1942: স্বয়ংসেবক হিসেবে আরএসএসে যোগদান করেন ।
- 1942: ভারত ছাড়ো আন্দোলনের সময় হায়দরাবাদের (বর্তমানে পাকিস্তানে) দয়ারাম গিদুমাল ন্যাশনাল কলেজে ভরতি হন ।
- 1944: করাচির মডেল হাইস্কুল শিক্ষকতা শুরু ৷
- 12 সেপ্টেম্বর, 1947: দেশভাগের বিভাজনের সময় প্রপেলার বিমানে সিন্ধু থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন ।
- 1947-1951: করাচি শাখায় আরএসএসের সেক্রেটারি হিসাবে আলওয়ার, ভরতপুর, কোটা, বুন্দি ও ঝালাওয়ারে সংগঠনের কাজ করেন ৷
- 1957 সালের প্রথম দিকে: অটলবিহারী বাজপেয়ীকে সহায়তা করার জন্য দিল্লিতে স্থানান্তরিত হন ।
- 1958-63: দিল্লি রাজ্য জনসংঘের সম্পাদক হন ৷
- 1960-1967: সহকারী সম্পাদক হিসাবে জনসংঘের রাজনৈতিক পত্রিকা অর্গানাইজারে যোগদান করেন ।
- 25 ফেব্রুয়ারি, 1965: কমলা আদবানিকে বিয়ে করেন৷ তাঁর দুই সন্তান প্রতিভা ও জয়ন্ত ।
- এপ্রিল 1970: রাজ্যসভার সাংসদ হন ।
- ডিসেম্বর 1972: ভারতীয় জনসংঘের সভাপতি নির্বাচিত হন ।
- 26 জুন 1975: জরুরি অবস্থার সময়ে বেঙ্গালুরুতে (তখন ব্যাঙ্গালোর) গ্রেফতার করা হয় তাঁকে ৷ ভারতীয় জনসংঘের অন্যান্য সদস্যদের সঙ্গে বেঙ্গালুরুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় ।
- মার্চ 1977 থেকে জুলাই 1979: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৷
- 1980-86: বিজেপির সাধারণ সম্পাদকের পদে ছিলেন ৷
- মে 1986: ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সভাপতি ৷
- 3 মার্চ, 1988: পুনরায় বিজেপির সভাপতি নির্বাচিত হন ।
- 1990: সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রাম রথযাত্রা শুরু হয় ।
- 1997: ভারতের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য স্বর্ণজয়ন্তী রথযাত্রা শুরু হয় ।
- 1998- 2004: অটলবিহারী বাজপেয়ীর সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ৷
- জুন 2002-মে 2004: অটলবিহারী বাজপেয়ীর সরকারে উপ-প্রধানমন্ত্রী ৷
রাম জন্মভূমি আন্দোলন: আদবানির কর্মজীবনের অনেক উল্লেখযোগ্য মুহূর্তগুলির মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল 1990-এর দশক ৷ যখন তিনি রাম জন্মভূমি আন্দোলনের মুখ হিসেবে সামনে আসেন ৷ 1990 সালের 25 সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে রাম রথযাত্রা গুজরাতের সোমনাথ থেকে শুরু হয় ৷ 10 হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে 30 অক্টোবর অযোধ্যায় শেষ হওয়ার কথা ছিল ওই যাত্রা । এর উদ্দেশ্য ছিল রামমন্দির নির্মাণের প্রচারে সমর্থন আদায় করা ।
আরও পড়ুন: