ETV Bharat / politics

সরকারি কর্মী মারধরেও সিদ্ধহস্ত শাহজাহান ! পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না-নেওয়ার অভিযোগ

Sheikh Shahjahan Allegedly Beats Government Employees: শেখ শাহজাহানের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের মারধরের অভিযোগ প্রকাশ্যে এল ৷ তা নিয়ে 2 বছর আগে ন্যাজাট থানায় এফআইআর হলেও, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে ৷ এমনকী সরকারি আধিকারিকের অফিসে ঢুকে ভাঙচুরের অভিযোগও রয়েছে শাহজাহান-বাহিনীর বিরুদ্ধে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 5:08 PM IST

সন্দেশখালি, 28 ফেব্রুয়ারি: 55 দিন পেরিয়ে গেলেও অধরা সন্দেশখালি-কাণ্ডের প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান ৷ তিনি গ্রেফতার না হওয়ায় দ্বীপ অঞ্চলের মানুষের মধ্যে ক্ষোভবিক্ষোভ আরও বাড়ছে ৷ সেসবের মধ্যে নয়া অভিযোগ সামনে এল শাহজাহানের বিরুদ্ধে ৷ অভিযোগ, বছর দুয়েক আগে রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের চার কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর করছিলেন শাহজাহান ৷ এই ঘটনায় তাঁর বিরুদ্ধে ন্যাজাট থানায় এফআইআরও দায়ের হয়েছিল ৷ কিন্তু, ওইটুকুই সার ! অভিযোগ পুলিশ এরপর আর কোনও পদক্ষেপই নেয়নি ৷

সূত্রের খবর, 2022 সালের 25 জুন শাহজাহানের বিরুদ্ধে ন‍্যাজাট থানায় সরকারি কর্মীদের মারধরের অভিযোগ দায়ের হয় ৷ অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছিল, শাহজাহানের নির্দেশে সন্দেশখালির সরবেড়িয়ায় রাজ‍্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের কাস্টমার সেন্টারে হানা দেয় একদল দুষ্কৃতী ৷ সেখানে স্টেশন ম্যানেজারের ঘরে ঢুকে পড়ে বেশ কয়েকজন ৷ তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ৷ শুধু তাই নয়, ওই অফিসের চার কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধরও করা হয় ৷ ঘটনাস্থলে নাকি শেখ শাহজাহান নিজেও উপস্থিত ছিলেন ৷

সেই ঘটনায় মারধর, বেআইনিভাবে জমায়েত, আঘাত, চুরি, সরকারি অফিসে বেআইনিভাবে প্রবেশ করে গণ্ডগোল পাকানো-সহ বেশকিছু ধারায় এফআইআর হয়েছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে ৷ শাহজাহান-সহ হামলাকারী কয়েকজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 147, 148, 149, 186, 447, 353, 332, 333, 326, 307, 427 ও 506 ধারায় মামলা দায়ের করে পুলিশ ৷ ব‍্যস ওই পর্যন্তই ! অভিযোগ, মামলার তদন্তে কোনও অগ্রগতি হয়নি। গ্রেফতার তো দূরের কথা অভিযুক্ত শেখ শাহজাহানকে ডেকে জিজ্ঞাসাবাদও করেনি পুলিশ !

এখানেই শেষ নয়, শাহজাহানের বিরুদ্ধে উঠেছে পুলিশকে মারধরেরও অভিযোগ উঠেছে ৷ বিদ্যুতের বিল বেশি আসছে, এই অভিযোগে শাহজাহানের নেতৃত্বে বাসন্তী হাইওয়ের সরবেড়িয়া মোড়ে অবরোধ করেছিল তাঁর অনুগামীরা ৷ অবরোধের জেরে অ্যাম্বুল্যান্স-সহ যানবাহন আটকে পড়ে ৷ অভিযোগ পাথরও ছোড়া হয় ৷ এমনকী পুলিশকে অবরোধকারীদের একাংশ মারধরও করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় ন্যাজাট থানায় অভিযোগ দায়ের হয় ৷ জাতীয় সড়ক আইন, রাজ্য সড়ক আইন ও সরকারি সম্পত্তি ভাঙচুর প্রতিরোধ আইনে মামলাও রুজু করে পুলিশ ৷ কিন্তু, সেই সময় কোনও তদন্ত হয়নি বলে অভিযোগ ৷ পরবর্তী সময়ে এই অভিযোগগুলি আদালতে জমা দেওয়া হয়েছে ইডির তরফে ৷

আরও পড়ুন:

  1. 'তদন্তে স্থগিতাদেশ, শাহজাহানকে গ্রেফতারিতে নয়', স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের
  2. মঙ্গলবার মধ্যরাত থেকে পুলিশের ‘সুরক্ষিত হেফাজতে’ রয়েছেন শাহজাহান, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
  3. শাহজাহানের গ্রেফতারি নিয়ে সময়সীমা দিয়েও পিছু হটলেন কুণাল, পুলিশ ঠিক ধরবে বলে আস্থা প্রকাশ তৃণমূলের মুখপাত্রের

সন্দেশখালি, 28 ফেব্রুয়ারি: 55 দিন পেরিয়ে গেলেও অধরা সন্দেশখালি-কাণ্ডের প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান ৷ তিনি গ্রেফতার না হওয়ায় দ্বীপ অঞ্চলের মানুষের মধ্যে ক্ষোভবিক্ষোভ আরও বাড়ছে ৷ সেসবের মধ্যে নয়া অভিযোগ সামনে এল শাহজাহানের বিরুদ্ধে ৷ অভিযোগ, বছর দুয়েক আগে রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের চার কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর করছিলেন শাহজাহান ৷ এই ঘটনায় তাঁর বিরুদ্ধে ন্যাজাট থানায় এফআইআরও দায়ের হয়েছিল ৷ কিন্তু, ওইটুকুই সার ! অভিযোগ পুলিশ এরপর আর কোনও পদক্ষেপই নেয়নি ৷

সূত্রের খবর, 2022 সালের 25 জুন শাহজাহানের বিরুদ্ধে ন‍্যাজাট থানায় সরকারি কর্মীদের মারধরের অভিযোগ দায়ের হয় ৷ অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছিল, শাহজাহানের নির্দেশে সন্দেশখালির সরবেড়িয়ায় রাজ‍্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের কাস্টমার সেন্টারে হানা দেয় একদল দুষ্কৃতী ৷ সেখানে স্টেশন ম্যানেজারের ঘরে ঢুকে পড়ে বেশ কয়েকজন ৷ তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ৷ শুধু তাই নয়, ওই অফিসের চার কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধরও করা হয় ৷ ঘটনাস্থলে নাকি শেখ শাহজাহান নিজেও উপস্থিত ছিলেন ৷

সেই ঘটনায় মারধর, বেআইনিভাবে জমায়েত, আঘাত, চুরি, সরকারি অফিসে বেআইনিভাবে প্রবেশ করে গণ্ডগোল পাকানো-সহ বেশকিছু ধারায় এফআইআর হয়েছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে ৷ শাহজাহান-সহ হামলাকারী কয়েকজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 147, 148, 149, 186, 447, 353, 332, 333, 326, 307, 427 ও 506 ধারায় মামলা দায়ের করে পুলিশ ৷ ব‍্যস ওই পর্যন্তই ! অভিযোগ, মামলার তদন্তে কোনও অগ্রগতি হয়নি। গ্রেফতার তো দূরের কথা অভিযুক্ত শেখ শাহজাহানকে ডেকে জিজ্ঞাসাবাদও করেনি পুলিশ !

এখানেই শেষ নয়, শাহজাহানের বিরুদ্ধে উঠেছে পুলিশকে মারধরেরও অভিযোগ উঠেছে ৷ বিদ্যুতের বিল বেশি আসছে, এই অভিযোগে শাহজাহানের নেতৃত্বে বাসন্তী হাইওয়ের সরবেড়িয়া মোড়ে অবরোধ করেছিল তাঁর অনুগামীরা ৷ অবরোধের জেরে অ্যাম্বুল্যান্স-সহ যানবাহন আটকে পড়ে ৷ অভিযোগ পাথরও ছোড়া হয় ৷ এমনকী পুলিশকে অবরোধকারীদের একাংশ মারধরও করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় ন্যাজাট থানায় অভিযোগ দায়ের হয় ৷ জাতীয় সড়ক আইন, রাজ্য সড়ক আইন ও সরকারি সম্পত্তি ভাঙচুর প্রতিরোধ আইনে মামলাও রুজু করে পুলিশ ৷ কিন্তু, সেই সময় কোনও তদন্ত হয়নি বলে অভিযোগ ৷ পরবর্তী সময়ে এই অভিযোগগুলি আদালতে জমা দেওয়া হয়েছে ইডির তরফে ৷

আরও পড়ুন:

  1. 'তদন্তে স্থগিতাদেশ, শাহজাহানকে গ্রেফতারিতে নয়', স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের
  2. মঙ্গলবার মধ্যরাত থেকে পুলিশের ‘সুরক্ষিত হেফাজতে’ রয়েছেন শাহজাহান, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
  3. শাহজাহানের গ্রেফতারি নিয়ে সময়সীমা দিয়েও পিছু হটলেন কুণাল, পুলিশ ঠিক ধরবে বলে আস্থা প্রকাশ তৃণমূলের মুখপাত্রের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.