ETV Bharat / lifestyle

তিলোত্তমার জিয়া নস্টাল ! কলকাতার চালচিত্রে অক্ষয় হলুদ ট্যাক্সি থেকে কফি হাউস - KOLKATA AND NOSTALGIA

তিলোত্তমার ব়ন্ধ্রে রয়েছে রঙিন ছবির বর্ণনা ৷ এমন কিছু জিনিস যা কলকাতার আজও নস্টালজিয়ার বৈশিষ্ঠ্য ৷ এক নজরে দেখে নিন কলকাতার ঐতিহ্য ৷

kolkata nostalgic
তিলোত্তমার নস্টালজিয়া (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Dec 5, 2024, 4:35 PM IST

চোখ বন্ধ করলে কলকাতার চারপাশে শুধু রঙিন ছবির ঠিকানা ৷ যার জন্য এই তিলোত্তমাকে রঙিন ছবির ঠিকানা বললেও ভুল হবে না ৷ কলকাতার এমনকিছু জিনিস যা আপনাকে নস্টালজিক করে দেবে ৷ কেও যদি কলকাতা প্রথম যান অবশ্যই জেনে রাখা প্রয়োজন ৷ জেনে নিন, তিলোত্তমার সেই ঐতিহ্যগুলি কী কী ?

হলুদ ট্যাক্সি (Yellow Taxi): এটি কলকাতার অন্যতম নস্টালজিক একটি আকর্ষণ ৷ 1908 সালে শহর কলকাতায় প্রথম এই ট্যাক্সি দেখা যায় ৷ হয়তো শিগগিরই চিরতরে হারিয়ে যাবে কলকাতার অন্যতম ঐতিহ্য ৷ কলকাতাকে ঘুরে দেখার এটি এক অন্যতম আকর্ষণ ৷ দক্ষিণ কলকাতায় খুব একটা দেখা না গেলেও মধ্য ও উত্তর কলকাতার আজও এই ট্যাক্সি বর্তমান ৷ এ যেন কলকাতার এক পরিচয় ৷

Yellow Taxi
হলুদ ট্যাক্সি (নিজস্ব চিত্র)

সম্প্রতি বিখ্যাত পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ কলকাতায় এসে তাঁর ইনস্টাগ্রাম পোস্টে কিছু হলুদ ট্যাক্সিতে ছবি শেয়ার করেছেন ৷

হাওড়া ব্রিজ (Howrah Bridge): কলকাতার গেটওয়ে বলা হয় হাওড়া ব্রিজকে ৷ 1943 সালে এই ব্রিজ প্রতিষ্ঠিত হয় ৷ এটি বিশ্বের কাছে কলকাতার অন্যতম পরিচয় ৷ হাওড়া ব্রিজ হল হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগরক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম । এই ব্রিজে বিভিন্ন সিনেমারও শুটিং হয়েছে ৷

কলকাতা ট্রাম (Kolkata Tram):

Kolkata Tram
কলকাতা ট্রাম (নিজস্ব চিত্র)
এই ট্রাম পরিষেবা প্রথম চালু হয় 1873 সালে । প্রথমে ঘোড়ার সাহায্যে ট্রাম চালানো হত ৷ পরবর্তীকালে 1902 সালে বিদ্যুতের ব্যবহার হয় । এটি কলকাতার অন্যতম ঐতিহ্যর মধ্যে একটি ৷ যা আপনাকে নস্টালজিক করে তুলবে ৷ যা এখন বিলুপ্তির পথে ৷

কলেজ স্ট্রিট (College Street): 'বেস্ট অফ এশিয়া' তালিকায় ভারতের উল্লেখযোগ্য স্থানের স্বীকৃতি পায় কলেজ স্ট্রিট ৷ কলেজ স্ট্রিট কলকাতার প্রধান বই প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র । তাই এই অঞ্চলটিকে বইপাড়া বলা হয় ।

কলকাতা কফি হাউস (Indian Coffee House): কলেজ স্ট্রিট কফি হাউস বা ইন্ডিয়ান কফি হাউস হল উত্তর কলকাতার এক ঐতিহ্যময় জায়গা ৷ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিপরীতে অবস্থিত একটি কফি হাউস বা রেঁস্তোরা । যা কলকাতার ভারতীয় কফি হাউসের উল্লেখযোগ্য শাখা । নিকটতম বিশ্ববিদ্যালয় গুলির ছাত্রছাত্রীদের ভিড় করা ছাড়াও নামিদামী বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, গায়ক, রাজনীতিবিদ, পেশাদার, ব্যবসায়ী ও বিদেশি পর্যটকদের আড্ডা দেওয়ার অবারিত জায়গা হিসাবে এটি খ্যাত ।

হাতে টানা রিক্সা (Hand pulled Rickshaws): কলকাতার অন্যতম আকর্ষণ এই হাতে টানা রিক্সা । যা কলকাতার ঐতিহ্যে আরও একটি নস্টালজিয়ার স্থান পায় ৷ এখন এর সংখ্যা হাতে গোণা ৷

Hand pulled Rickshaws
হাতে টানা রিক্সা (নিজস্ব চিত্র)

জোড়াসাঁকো ঠাকুরবাড়ি: জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি । এই বাড়িটি বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় হিসাবে গণ্য করা হয় ৷ 1784 খ্রিস্টাব্দে নীলমণি ঠাকুর এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নির্মাণ করেন । 1861 সালে এখানেই জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ৷

চোখ বন্ধ করলে কলকাতার চারপাশে শুধু রঙিন ছবির ঠিকানা ৷ যার জন্য এই তিলোত্তমাকে রঙিন ছবির ঠিকানা বললেও ভুল হবে না ৷ কলকাতার এমনকিছু জিনিস যা আপনাকে নস্টালজিক করে দেবে ৷ কেও যদি কলকাতা প্রথম যান অবশ্যই জেনে রাখা প্রয়োজন ৷ জেনে নিন, তিলোত্তমার সেই ঐতিহ্যগুলি কী কী ?

হলুদ ট্যাক্সি (Yellow Taxi): এটি কলকাতার অন্যতম নস্টালজিক একটি আকর্ষণ ৷ 1908 সালে শহর কলকাতায় প্রথম এই ট্যাক্সি দেখা যায় ৷ হয়তো শিগগিরই চিরতরে হারিয়ে যাবে কলকাতার অন্যতম ঐতিহ্য ৷ কলকাতাকে ঘুরে দেখার এটি এক অন্যতম আকর্ষণ ৷ দক্ষিণ কলকাতায় খুব একটা দেখা না গেলেও মধ্য ও উত্তর কলকাতার আজও এই ট্যাক্সি বর্তমান ৷ এ যেন কলকাতার এক পরিচয় ৷

Yellow Taxi
হলুদ ট্যাক্সি (নিজস্ব চিত্র)

সম্প্রতি বিখ্যাত পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ কলকাতায় এসে তাঁর ইনস্টাগ্রাম পোস্টে কিছু হলুদ ট্যাক্সিতে ছবি শেয়ার করেছেন ৷

হাওড়া ব্রিজ (Howrah Bridge): কলকাতার গেটওয়ে বলা হয় হাওড়া ব্রিজকে ৷ 1943 সালে এই ব্রিজ প্রতিষ্ঠিত হয় ৷ এটি বিশ্বের কাছে কলকাতার অন্যতম পরিচয় ৷ হাওড়া ব্রিজ হল হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগরক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম । এই ব্রিজে বিভিন্ন সিনেমারও শুটিং হয়েছে ৷

কলকাতা ট্রাম (Kolkata Tram):

Kolkata Tram
কলকাতা ট্রাম (নিজস্ব চিত্র)
এই ট্রাম পরিষেবা প্রথম চালু হয় 1873 সালে । প্রথমে ঘোড়ার সাহায্যে ট্রাম চালানো হত ৷ পরবর্তীকালে 1902 সালে বিদ্যুতের ব্যবহার হয় । এটি কলকাতার অন্যতম ঐতিহ্যর মধ্যে একটি ৷ যা আপনাকে নস্টালজিক করে তুলবে ৷ যা এখন বিলুপ্তির পথে ৷

কলেজ স্ট্রিট (College Street): 'বেস্ট অফ এশিয়া' তালিকায় ভারতের উল্লেখযোগ্য স্থানের স্বীকৃতি পায় কলেজ স্ট্রিট ৷ কলেজ স্ট্রিট কলকাতার প্রধান বই প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র । তাই এই অঞ্চলটিকে বইপাড়া বলা হয় ।

কলকাতা কফি হাউস (Indian Coffee House): কলেজ স্ট্রিট কফি হাউস বা ইন্ডিয়ান কফি হাউস হল উত্তর কলকাতার এক ঐতিহ্যময় জায়গা ৷ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিপরীতে অবস্থিত একটি কফি হাউস বা রেঁস্তোরা । যা কলকাতার ভারতীয় কফি হাউসের উল্লেখযোগ্য শাখা । নিকটতম বিশ্ববিদ্যালয় গুলির ছাত্রছাত্রীদের ভিড় করা ছাড়াও নামিদামী বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, গায়ক, রাজনীতিবিদ, পেশাদার, ব্যবসায়ী ও বিদেশি পর্যটকদের আড্ডা দেওয়ার অবারিত জায়গা হিসাবে এটি খ্যাত ।

হাতে টানা রিক্সা (Hand pulled Rickshaws): কলকাতার অন্যতম আকর্ষণ এই হাতে টানা রিক্সা । যা কলকাতার ঐতিহ্যে আরও একটি নস্টালজিয়ার স্থান পায় ৷ এখন এর সংখ্যা হাতে গোণা ৷

Hand pulled Rickshaws
হাতে টানা রিক্সা (নিজস্ব চিত্র)

জোড়াসাঁকো ঠাকুরবাড়ি: জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি । এই বাড়িটি বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় হিসাবে গণ্য করা হয় ৷ 1784 খ্রিস্টাব্দে নীলমণি ঠাকুর এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নির্মাণ করেন । 1861 সালে এখানেই জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.