বহরমপুর, 10 অক্টোবর: মহিষাসুর নাকি সন্দীপ ঘোষ ! প্রথম দেখাতে চিনতে ভুল হতে পারে আপনারও ৷ দর্শনার্থীরা বলছেন, মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের খাগড়া অঞ্চলে গেলে দেখা মিলবে সন্দীপ ঘোষ-রূপী মহিষাসুরের ৷
স্বর্গধাম সেবক সংঘের পুজো এবারে মহিষাসুরের জন্য খবরের শিরোনামে । কারণ দর্শকদের মতে, এই পুজোয় অসুরের মুখের আদলের সঙ্গে মিল রয়েছে আরজি কর-কাণ্ডে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ৷ যা নজর কাড়ছে পুজো মণ্ডপে আসা দর্শকদের ৷ ইতিমধ্যে সন্দীপ ঘোষের মুখের আদলে অসুরের ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যদিও শিল্পীর দাবি, এটা সম্পূর্ণ কাকতালীয় ৷ তাঁরা ইচ্ছাকৃতভাবে সন্দীপ ঘোষের আদলে অসুরের মুখ গড়েননি ৷
শিল্পী অসীম পাল বলেন, "আমরা কখনওই সন্দীপ ঘোষের আদলে মহিষাসুরের মুখ করিনি ৷ যেটা হয়েছে সেটা সম্পূর্ণ কাকতালীয় ও অনিচ্ছাকৃতভাবে ৷ তবে আমার মনে হয় অসুরের সঙ্গে সন্দীপ ঘোষের মুখের অমিল আছে ৷ জানি না কেন দর্শকের দেখে মনে হচ্ছে ওটা সন্দীপ ঘোষের আদলে তৈরি ৷ এখানে আমরা কোনও প্রতিবাদ করছি না এবং অসুরকে আমরা সন্দীপ ঘোষ হিসাবে দেখছি না ।"
শিল্পী যাই দাবি করুন, দর্শকদের বেশ মন কাড়ছে এই মহিষাসুর ৷ দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় করছেন স্বর্গধাম সেবক সংঘের পুজোতে কেবল মহিষাসুরকে দেখতে ৷ এমন এক দর্শক অর্চিষ্মান ঘোষের কথায়, "আমরা মহিষাসুরকে দেখতে এসেছি ৷ এখানকার মহিষাসুরকে আরজি কর-কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষের মতো দেখতে ৷ অসুরকে দেখে ভালো লাগছে ৷ মা দুর্গা বা নারী শক্তি যেন এভাবে অসুরদের বধ করে ৷ এর মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে ৷"
আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সন্দীপ ঘোষ ৷ তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে সিবিআই ৷ এই মুহূর্তে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি ৷ এর পাশাপাশি আরজি কর হাসপাতালে দুর্নীতিতেও নাম জড়িয়েছে প্রাক্তন অধ্যক্ষের ৷ তারও তদন্ত করছে সিবিআই ৷ সেই মামলায় প্রথমে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷