ETV Bharat / international

নিজ্জার হত্যাকাণ্ডে 3 ভারতীয় নাগরিককে গ্রেফতার ! আরও জড়িত থাকার সন্দেহ পুলিশের - Nijjar Murder Case

Khalistan Separatist Nijjar Murder Case: গত বছর সারেতে খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জারকে হত্যার ঘটনা ঘটে ৷ এই হত্যাকাণ্ডে তিন ভারতীয় নাগরিককে শুক্রবার গ্রেফতার করা হয়েছে । এমনটাই দাবি কানাডিয়ান পুলিশের ৷

Nijjar Murder Case
নিজ্জার হত্যাকাণ্ড (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 2:05 PM IST

অটোয়া, 4 মে: খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জার হত্যা মামলায় তিন ভারতীয় নাগরিককে গ্রেফতার করল কানাডিয়ান পুলিশ ৷ ধৃতরা ভারত সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত একটি হিট স্কোয়াডের সদস্য বলে পুলিশের দাবি ৷ কানাডিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের তদন্ত এখনও শেষ হয়নি এবং এই হত্যাকাণ্ডে আরও অনেকে জড়িত । তাদের খোঁজ চলছে ৷

নিজ্জার হত্যাকাণ্ডে ধৃত তিনজন হলেন করণ ব্রার (22), কমলপ্রীত সিং (22) এবং করণপ্রীত সিং (28) ৷ তাঁর সকলেই এডমন্টনে থাকতেন ৷ ধৃত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যা এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে ৷ ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের (আইএইচআইটি) দায়িত্বপ্রাপ্ত অফিসার সুপারিনটেনডেন্ট মনদীপ মুকার বলেছেন, "নিজ্জার হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে তদন্ত এখানেই শেষ নয় । আমরা নিশ্চিত যে এই ঘটনায় অন্যরাও জড়িত আছে ৷ যাদের এই হত্যাকাণ্ডে ভূমিকা রয়েছে এবং আমরা তাদের প্রত্যেককে শনাক্ত ও গ্রেফতার করব ৷"

ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এবং এডমন্টন পুলিশ সার্ভিসের সদস্যদের সহায়তায় আইএইচআইটি তদন্তকারীরা শুক্রবার সকালে নিজ্জারকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে । রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার ডেভিড তেবোউল বলেছেন, "সংগ্রহ করা প্রমাণের প্রকৃতি সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে পারব না এবং নিজ্জার হত্যার পেছনের উদ্দেশ্য সম্পর্কেও আমরা এখনই কিছু বলতে পারব না ।"

18 জুন 2023 সালে ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে একটি গুরুদ্বারের বাইরে হরদীপ সিং নিজ্জারকে হত্যা করা হয় । তিনি একজন কানাডিয়ান নাগরিক ছিলেন । নিজ্জারের বিরুদ্ধে ভারতে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ ভারত সরকারের মোস্ট ওয়ান্টেডের খাতায় তাঁর নাম রয়েছে ৷ নিজ্জার হত্যাকাণ্ডে ভারতকে কাঠগড়ায় তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ পালটা দিল্লির তরফে দাবি করা হয়, ভারত এই হত্যাকাণ্ডে জড়িত তার প্রমাণ দিক কানাডা সরকার ৷

নিজ্জার হত্যাকাণ্ডকে ঘিরে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্কের অবনতি হয় ৷ পরবর্তীকালে কানাডা ভারত থেকে 41 কূটনীতিবিদ এবং তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরত নিয়ে চলে আসে । পালটা ভারতও গত বছর ট্রুডোর অভিযোগের পর সাময়িকভাবে কানাডার নাগরিকদের ভিসা প্রদান স্থগিত করে দেয় । তবে কয়েক সপ্তাহ পর আবার ভিসা পরিষেবা চালু হয় । গত বছরের সেপ্টেম্বরে নিজ্জার হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার অভিযোগ তোলেন ট্রুডো ।

আরও পড়ুন:

  1. নিজ্জারের বিরুদ্ধে গোপন স্মারকলিপি জারি করেনি ভারত, সংবাদমাধ্যমের রিপোর্টকে খারিজ নয়াদিল্লির
  2. নিজ্জার হত্যাকাণ্ডে তদন্ত শেষের আগেই অপরাধী ঘোষিত ভারত, দাবি ভারতীয় রাষ্ট্রদূতের
  3. 'নিজ্জার-খুনে ভারতের জড়িত থাকার প্রমাণ দিক কানাডা', লন্ডনে মন্তব্য বিদেশমন্ত্রীর

অটোয়া, 4 মে: খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জার হত্যা মামলায় তিন ভারতীয় নাগরিককে গ্রেফতার করল কানাডিয়ান পুলিশ ৷ ধৃতরা ভারত সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত একটি হিট স্কোয়াডের সদস্য বলে পুলিশের দাবি ৷ কানাডিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের তদন্ত এখনও শেষ হয়নি এবং এই হত্যাকাণ্ডে আরও অনেকে জড়িত । তাদের খোঁজ চলছে ৷

নিজ্জার হত্যাকাণ্ডে ধৃত তিনজন হলেন করণ ব্রার (22), কমলপ্রীত সিং (22) এবং করণপ্রীত সিং (28) ৷ তাঁর সকলেই এডমন্টনে থাকতেন ৷ ধৃত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যা এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে ৷ ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের (আইএইচআইটি) দায়িত্বপ্রাপ্ত অফিসার সুপারিনটেনডেন্ট মনদীপ মুকার বলেছেন, "নিজ্জার হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে তদন্ত এখানেই শেষ নয় । আমরা নিশ্চিত যে এই ঘটনায় অন্যরাও জড়িত আছে ৷ যাদের এই হত্যাকাণ্ডে ভূমিকা রয়েছে এবং আমরা তাদের প্রত্যেককে শনাক্ত ও গ্রেফতার করব ৷"

ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এবং এডমন্টন পুলিশ সার্ভিসের সদস্যদের সহায়তায় আইএইচআইটি তদন্তকারীরা শুক্রবার সকালে নিজ্জারকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে । রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার ডেভিড তেবোউল বলেছেন, "সংগ্রহ করা প্রমাণের প্রকৃতি সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে পারব না এবং নিজ্জার হত্যার পেছনের উদ্দেশ্য সম্পর্কেও আমরা এখনই কিছু বলতে পারব না ।"

18 জুন 2023 সালে ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে একটি গুরুদ্বারের বাইরে হরদীপ সিং নিজ্জারকে হত্যা করা হয় । তিনি একজন কানাডিয়ান নাগরিক ছিলেন । নিজ্জারের বিরুদ্ধে ভারতে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ ভারত সরকারের মোস্ট ওয়ান্টেডের খাতায় তাঁর নাম রয়েছে ৷ নিজ্জার হত্যাকাণ্ডে ভারতকে কাঠগড়ায় তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ পালটা দিল্লির তরফে দাবি করা হয়, ভারত এই হত্যাকাণ্ডে জড়িত তার প্রমাণ দিক কানাডা সরকার ৷

নিজ্জার হত্যাকাণ্ডকে ঘিরে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্কের অবনতি হয় ৷ পরবর্তীকালে কানাডা ভারত থেকে 41 কূটনীতিবিদ এবং তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরত নিয়ে চলে আসে । পালটা ভারতও গত বছর ট্রুডোর অভিযোগের পর সাময়িকভাবে কানাডার নাগরিকদের ভিসা প্রদান স্থগিত করে দেয় । তবে কয়েক সপ্তাহ পর আবার ভিসা পরিষেবা চালু হয় । গত বছরের সেপ্টেম্বরে নিজ্জার হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার অভিযোগ তোলেন ট্রুডো ।

আরও পড়ুন:

  1. নিজ্জারের বিরুদ্ধে গোপন স্মারকলিপি জারি করেনি ভারত, সংবাদমাধ্যমের রিপোর্টকে খারিজ নয়াদিল্লির
  2. নিজ্জার হত্যাকাণ্ডে তদন্ত শেষের আগেই অপরাধী ঘোষিত ভারত, দাবি ভারতীয় রাষ্ট্রদূতের
  3. 'নিজ্জার-খুনে ভারতের জড়িত থাকার প্রমাণ দিক কানাডা', লন্ডনে মন্তব্য বিদেশমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.