মস্কো, 9 জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ জানালেন, ভারতের উন্নতিতে একাধিক গুরুত্বপূর্ণ কাজ করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেকারণে জনগণ তাঁকে ফের দেশের নেতা হিসেবে মনোনীত করেছেন ৷
ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য সোমবার মস্কো পৌঁছন মোদি ৷ বিমানবন্দরে তাঁকে মহাসমারহে স্বাগত জানায় রাশিয়ার সরকার ৷ এদিন নিজের সরকারি বাসভবন নভো-ওগারিওভোতে মোদিকে একান্ত নৈশভোজে আমন্ত্রণ জানান পুতিন ৷ সেখানে পুতিন বলেন, "প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন ৷ তবে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই ৷ আপনার দীর্ঘ কয়েক বছরের কাজের ফলস্বরূপ দেশের জনগণ এই সিদ্ধান্ত নিয়েছেন ৷"
A meeting of two close friends and trusted partners.
— Randhir Jaiswal (@MEAIndia) July 8, 2024
PM @narendramodi welcomed by President Vladimir Putin of Russia at his official residence at Novo-Ogaryovo for a private engagement.
An occasion for the two leaders to cherish & celebrate 🇮🇳-🇷🇺 friendship. pic.twitter.com/g3DuNyowHG
তিনি আরও বলেন, "আপনি একজন অত্যন্ত কর্মঠ ব্যক্তি ৷ আপনার নিজস্ব কিছু ধারণা এবং মতামত রয়েছে ৷ ভারত তথা ভারতবাসীর হিতে আপনি সময় নষ্ট না করে যেকোনও সিদ্ধান্ত নিতে পারেন ৷" স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতে সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে ৷ সেই প্রসঙ্গে পুতিন জানান, দেশের স্বার্থে নিজের পুরো জীবন উৎসর্গ করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ দেশের মানুষ সেই বিষয়টি বুঝতে পেরেছেন ৷
পুতিনের আমন্ত্রণ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মোদি ৷ তিনি লেখেন, "আগামীকাল দু'দেশের আলোচনার অপেক্ষায় রয়েছি ৷ আমার বিশ্বাস এই আলোচনার মাধ্যমে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক দূর এগিয়ে যাবে ।" এদিনের একান্ত সাক্ষাৎকারকে "দুই ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত বন্ধুর বৈঠক" বলে উল্লেখ করে বিদেশমন্ত্রক ৷
Gratitude to President Putin for hosting me at Novo-Ogaryovo this evening. Looking forward to our talks tomorrow as well, which will surely go a long way in further cementing the bonds of friendship between India and Russia. pic.twitter.com/eDdgDr0USZ
— Narendra Modi (@narendramodi) July 8, 2024
উল্লেখ্য, 2022 সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মস্কো সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার সকালে নয়াদিল্লি থেকে রওনা দেওয়ার আগে মোদি বলেন, "ভারত এবং রাশিয়ার মধ্যে শক্তি, নিরাপত্তা, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য ও জনগণের মধ্যে বিনিময়ের ক্ষেত্র-সহ বিশেষ কৌশলগত অংশীদারিত্ব গত দশ বছরে অনেক এগিয়েছে ৷ আমি আমার বন্ধু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার সমস্ত দিক পর্যালোচনা এবং বিভিন্ন আঞ্চলিক ও বিশ্বের অন্য ইস্যু নিয়ে দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়ার অপেক্ষায় রয়েছি ৷ আমরা একটি শান্তিপূর্ণ এবং স্থিতিশীল অঞ্চলের জন্য সহায়ক ভূমিকা পালন করতে চাই ।" এই আবহে দু'দেশের এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলে দাবি ওয়াকিবহাল মহলের ৷