ETV Bharat / international

অস্ট্রিয়া পৌঁছে চ্যান্সেলারের সঙ্গে নৈশভোজ মোদির, সোশাল মিডিয়ায় পোস্ট করলেন 'সেলফি' - PM Modi Visits Austria

PM Modi at Austria: মস্কো সফর সেরে অস্ট্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভিয়েনায় পৌঁছে চ্যান্সেলার কার্ল নেহামারের সঙ্গে নৈশভোজ সারলেন তিনি ৷ বুধবার দু'দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন দুই দেশের নেতা ৷

PM Modi at Austria
অস্ট্রিয়ার চ্যান্সিলরের সঙ্গে মোদি (মোদির এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 8:14 AM IST

Updated : Jul 10, 2024, 9:27 AM IST

ভিয়েনা, 10 জুলাই: মস্কো সফর সেরে অস্ট্রিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভিয়েনায় পৌঁছে সেদেশের চ্যান্সেলার কার্ল নেহামারের সঙ্গে সারলেন নৈশভোজ ৷ ছবিও তুললেন কার্লের সঙ্গে ৷ এক্স হ্যান্ডেলের পোস্টে লিখলেন, "উষ্ণ অভ্যর্থনার জন্য চ্যান্সেলারকে ধন্যবাদ ৷ আগামীকালের আলোচনার জন্য অপেক্ষা করছি ৷ ভবিষ্য়তে বিশ্বের উন্নতি স্বার্থে দুই দেশ এভাবেই একসঙ্গে চলবে ৷"

এই সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলার ৷ এক্স হ্যান্ডেলে মোদির সঙ্গে তোলা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "অস্ট্রিয়াতে আপনাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত হয়েছি । দীর্ঘ কয়েক যুগ ধরে অস্ট্রিয়া এবং ভারতের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে । আমার আশা দু'দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক আলোচনা ফলপ্রসূ হবে ৷"

মঙ্গলবার বিমানমন্দরে মোদিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার বিদেশমন্ত্রী আলেকজেন্ডার শ্যালেনবার্গ এবং সেদেশে ভারতের রাষ্ট্রদূত শম্ভু কুমারন ৷ উল্লেখ্য, 41 বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফর করছেন ৷ দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষ্য়ে এই সফর মোদির ৷

আন্তর্জাতিক স্তরে দু'দেশের এই সম্পর্ক যে গুরুত্বপূর্ণ, তা বোঝা যায় এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর পোস্ট দেখে ৷ ভিয়েনার বিমানবন্দরে পৌঁছন মাত্রই ছবি পোস্ট করেন তিনি ৷ ক্যাপশনে লেখেন, "অস্ট্রিয়ার এই সফর আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ৷ দীর্ঘ কয়েকবছর ধরে উন্নত বিশ্ব গড়ে তোলার পক্ষে দু'দেশ সমান মূল্যবোধ নিয়ে কাজ করছে ৷"

দুই দেশের মধ্য়ে প্রথম দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছিল 1949 সালে ৷ এর পর 1955 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন ৷ এরপর 1971 সালে অস্ট্রিয়া সফর করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷ 1980 সালে অস্ট্রিয়ার তৎকালীন চ্যান্সেলর ব্রুনো ক্রেইস্কির ভারত সফরে আসেন । আবার 1983 সালে ইন্দিরা গান্ধির সফরের পরে 1984 সালে অস্ট্রিয়ার তৎকালীন চ্যান্সেলর ফ্রেড সিনোওয়াটজ ভারতে আসেন ৷

ইন্দিরা গান্ধির পর অস্ট্রিয়া সফরে যাননি আর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ৷ তবে 1999 সালে কে আর নারায়ণন ও 2011 সালে প্রতিভা পাটিল রাষ্ট্রপতি হিসেবে অস্ট্রিয়া সফর করেছেন ৷ তবে 2022 সালের 31 ডিসেম্বর থেকে 2023 সালের 3 জানুয়ারি পর্যন্ত অস্ট্রিয়ায় ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ সেই সময় অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ও সেখানকার ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি ৷

ভিয়েনা, 10 জুলাই: মস্কো সফর সেরে অস্ট্রিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভিয়েনায় পৌঁছে সেদেশের চ্যান্সেলার কার্ল নেহামারের সঙ্গে সারলেন নৈশভোজ ৷ ছবিও তুললেন কার্লের সঙ্গে ৷ এক্স হ্যান্ডেলের পোস্টে লিখলেন, "উষ্ণ অভ্যর্থনার জন্য চ্যান্সেলারকে ধন্যবাদ ৷ আগামীকালের আলোচনার জন্য অপেক্ষা করছি ৷ ভবিষ্য়তে বিশ্বের উন্নতি স্বার্থে দুই দেশ এভাবেই একসঙ্গে চলবে ৷"

এই সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলার ৷ এক্স হ্যান্ডেলে মোদির সঙ্গে তোলা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "অস্ট্রিয়াতে আপনাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত হয়েছি । দীর্ঘ কয়েক যুগ ধরে অস্ট্রিয়া এবং ভারতের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে । আমার আশা দু'দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক আলোচনা ফলপ্রসূ হবে ৷"

মঙ্গলবার বিমানমন্দরে মোদিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার বিদেশমন্ত্রী আলেকজেন্ডার শ্যালেনবার্গ এবং সেদেশে ভারতের রাষ্ট্রদূত শম্ভু কুমারন ৷ উল্লেখ্য, 41 বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফর করছেন ৷ দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষ্য়ে এই সফর মোদির ৷

আন্তর্জাতিক স্তরে দু'দেশের এই সম্পর্ক যে গুরুত্বপূর্ণ, তা বোঝা যায় এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর পোস্ট দেখে ৷ ভিয়েনার বিমানবন্দরে পৌঁছন মাত্রই ছবি পোস্ট করেন তিনি ৷ ক্যাপশনে লেখেন, "অস্ট্রিয়ার এই সফর আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ৷ দীর্ঘ কয়েকবছর ধরে উন্নত বিশ্ব গড়ে তোলার পক্ষে দু'দেশ সমান মূল্যবোধ নিয়ে কাজ করছে ৷"

দুই দেশের মধ্য়ে প্রথম দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছিল 1949 সালে ৷ এর পর 1955 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন ৷ এরপর 1971 সালে অস্ট্রিয়া সফর করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷ 1980 সালে অস্ট্রিয়ার তৎকালীন চ্যান্সেলর ব্রুনো ক্রেইস্কির ভারত সফরে আসেন । আবার 1983 সালে ইন্দিরা গান্ধির সফরের পরে 1984 সালে অস্ট্রিয়ার তৎকালীন চ্যান্সেলর ফ্রেড সিনোওয়াটজ ভারতে আসেন ৷

ইন্দিরা গান্ধির পর অস্ট্রিয়া সফরে যাননি আর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ৷ তবে 1999 সালে কে আর নারায়ণন ও 2011 সালে প্রতিভা পাটিল রাষ্ট্রপতি হিসেবে অস্ট্রিয়া সফর করেছেন ৷ তবে 2022 সালের 31 ডিসেম্বর থেকে 2023 সালের 3 জানুয়ারি পর্যন্ত অস্ট্রিয়ায় ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ সেই সময় অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ও সেখানকার ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি ৷

Last Updated : Jul 10, 2024, 9:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.