ETV Bharat / international

বালোচিস্তানে বাস থামিয়ে যাত্রী অপহরণ ! 11 জনকে হত্যা করল জঙ্গিরা - Balochistan Terror Attack - BALOCHISTAN TERROR ATTACK

Balochistan Terror Attack: পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে জঙ্গিদের হামলায় প্রাণ গেল 11 জনের ৷ বাস থেকে যাত্রীদের অপহরণ করে নিয়ে গিয়ে তাঁদের হত্যা করা হয় বলে অভিযোগ ৷

ETV Bharat
বালোচিস্তানে জঙ্গি হামলা
author img

By PTI

Published : Apr 13, 2024, 2:14 PM IST

করাচি, 13 এপ্রিল: অজ্ঞাতপরিচয় জঙ্গিদের হামলায় কমপক্ষে 11 জনের মৃত্য়ু হয়েছে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে ৷ শনিবার সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার প্রথমে কয়েকজন সশস্ত্র জঙ্গি নশকি জেলার জাতীয় সড়কে একটি বাসকে থামায় ৷ তারপর সেখানে 9 জনের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁদের অপহরণ করে ৷ পরে পাহাড়ি এলাকায় একটি সেতুর কাছে এই ন'জনের দেহ পড়ে থাকতে দেখা যায় ৷ তাঁদের দেহে গুলির ক্ষত ছিল ৷ ওই বাসটি কুয়েতা থেকে তাফতানের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে ৷ তখনই সশস্ত্র জঙ্গিরা বাসটির পথ আটকায় ৷

আরেকটি ঘটনায় ওই একই জাতীয় সড়কের উপর একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ তাতে দু'জন যাত্রীর মৃত্যু হয় ৷ আরও দু'জন আহত হয়েছেন ৷ বালোচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি জানিয়েছেন, নশকি জাতীয় সড়কে যারা 11 জন মানুষকে হত্যার ঘটনায় জড়িত, তাদের কোনওভাবে ছাড়া হবে না ৷ খুব শীঘ্রই তাদের খুঁজে বের করা হবে ৷ মুখ্যমন্ত্রী আরও জানান, জঙ্গিরা বালোচিস্তানের শান্তি নষ্ট করতেই এই ধরনের করছে ৷

বালোচিস্তান প্রদেশটির অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নাকভিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷ তবে কোনও নিষিদ্ধ জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেনি ৷ তবে এই বছরের বিগত কয়েক সপ্তাহে সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়েছে ৷ জঙ্গিদের সংখ্য়াও প্রদেশে বৃদ্ধি পেয়েছে ৷ পাশাপাশি নিরাপত্তা বাহিনী ও সরকারি প্রতিষ্ঠানগুলিকে নিশানা করা হচ্ছে ৷

নিষিদ্ধ বালোচিস্তান লিবারেশন আর্মি দাবি করেছে, সম্প্রতি তারা তিনটি বড়সড়ো জঙ্গি হামলা চালিয়েছে মাছ শহরে, গাদার বন্দরে এবং একটি নৌসেনা ঘাঁটি তুরবাতে ৷ তাতে নিরাপত্তাবাহিনীর গুলিতে 17 জন জঙ্গির মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন:

  1. বালোচিস্তানে একসঙ্গে তিনটি জঙ্গি হামলা, 15 জনের মৃত্যু
  2. ইরাক-সিরিয়ার পর বালোচিস্তান, পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে হামলা ইরানের

করাচি, 13 এপ্রিল: অজ্ঞাতপরিচয় জঙ্গিদের হামলায় কমপক্ষে 11 জনের মৃত্য়ু হয়েছে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে ৷ শনিবার সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার প্রথমে কয়েকজন সশস্ত্র জঙ্গি নশকি জেলার জাতীয় সড়কে একটি বাসকে থামায় ৷ তারপর সেখানে 9 জনের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁদের অপহরণ করে ৷ পরে পাহাড়ি এলাকায় একটি সেতুর কাছে এই ন'জনের দেহ পড়ে থাকতে দেখা যায় ৷ তাঁদের দেহে গুলির ক্ষত ছিল ৷ ওই বাসটি কুয়েতা থেকে তাফতানের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে ৷ তখনই সশস্ত্র জঙ্গিরা বাসটির পথ আটকায় ৷

আরেকটি ঘটনায় ওই একই জাতীয় সড়কের উপর একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ তাতে দু'জন যাত্রীর মৃত্যু হয় ৷ আরও দু'জন আহত হয়েছেন ৷ বালোচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি জানিয়েছেন, নশকি জাতীয় সড়কে যারা 11 জন মানুষকে হত্যার ঘটনায় জড়িত, তাদের কোনওভাবে ছাড়া হবে না ৷ খুব শীঘ্রই তাদের খুঁজে বের করা হবে ৷ মুখ্যমন্ত্রী আরও জানান, জঙ্গিরা বালোচিস্তানের শান্তি নষ্ট করতেই এই ধরনের করছে ৷

বালোচিস্তান প্রদেশটির অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নাকভিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷ তবে কোনও নিষিদ্ধ জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেনি ৷ তবে এই বছরের বিগত কয়েক সপ্তাহে সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়েছে ৷ জঙ্গিদের সংখ্য়াও প্রদেশে বৃদ্ধি পেয়েছে ৷ পাশাপাশি নিরাপত্তা বাহিনী ও সরকারি প্রতিষ্ঠানগুলিকে নিশানা করা হচ্ছে ৷

নিষিদ্ধ বালোচিস্তান লিবারেশন আর্মি দাবি করেছে, সম্প্রতি তারা তিনটি বড়সড়ো জঙ্গি হামলা চালিয়েছে মাছ শহরে, গাদার বন্দরে এবং একটি নৌসেনা ঘাঁটি তুরবাতে ৷ তাতে নিরাপত্তাবাহিনীর গুলিতে 17 জন জঙ্গির মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন:

  1. বালোচিস্তানে একসঙ্গে তিনটি জঙ্গি হামলা, 15 জনের মৃত্যু
  2. ইরাক-সিরিয়ার পর বালোচিস্তান, পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে হামলা ইরানের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.