ETV Bharat / international

হার স্বীকার সুনকের, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ব্রিটেনের মসনদে স্টারমার - UK ELECTIONS RESULTS 2024 - UK ELECTIONS RESULTS 2024

Keir Starmer set to become UK's new PM: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ব্রিটেনের ক্ষমতায় এবার লেবার পার্টি ৷ সেই সঙ্গে 14 বছর পর 10 ডাউনিং স্ট্রিটের ক্ষমতা হস্তান্তর ৷ কনজারভেটিভ পার্টিকে হারিয়ে ব্রিটেনের মসনদে বসতে চলেছেন লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার ৷ হার স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন ঋষি সুনক ৷

UK Election Result
ব্রিটেনের মসনদে স্টারমার (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jul 5, 2024, 11:28 AM IST

Updated : Jul 5, 2024, 12:27 PM IST

লন্ডন, 5 জুলাই: "আমি ক্ষমাপ্রার্থী" ৷ পরাজয় স্বীকার করে নিলেন ব্রিটেনের ভারতীয় বংশদ্ভুত প্রধানমন্ত্রী ঋষি সুনক ৷ ব্রিটেনের ইতিহাসে এই প্রথম ভোটবাক্সে কার্যত ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে কনজারভেটিভ পার্টি ৷ 14 বছর পর ফের ব্রিটেনের ক্ষমতায় লেবার পার্টি ৷ ঋষি সুনককে বিপুল ভোটে হারিয়ে 10 ডাউনিং স্ট্রিটের ক্ষমতা দখল কিয়ের স্টারমারের ৷ তাঁকে ভোট দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "আপনার পক্ষে কথা বলব, সর্বদা আপনাদের সঙ্গে থাকব, প্রতিদিন আপনাদের হয়ে লড়াই করব ৷"

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ 'হাউস অফ কমন্স'এ মোট আসন সংখ্যা 650টি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 326টি আসন ৷ ইতিমধ্যেই সেই ম্যাজিক ফিগারে পৌঁছে গিয়েছে লেবার পার্টি ৷ সরকারিভাবে সেই ফল প্রকাশ্যে আসার পর হার স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ঋষি সুনক ৷ নির্বাচনে কনজারভেটিভ পার্টি শোচনীয় পরাজয় হলেও রিচমন্ড অ্যান্ড নর্থঅ্যালার্টন আসনে জিতলেন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী সুনক। নির্বাচনে 23 হাজার 59টি ভোটে জয়লাভও করেছেন তিনি ৷ কিন্তু সমগ্র ব্রিটেনে তাঁর দলের প্রতি মানুষের ক্ষোভ মেটাতে পারেননি সুনক ৷ আর ব্রিটেনের মসনদে অভিষেক হল কিয়ের স্টারমারের ৷

এদিকে, জয় নিশ্চিত হতেই দেশবাসীকে ধন্যবাদ জানালেন কিয়ের ৷ সরকারিভাবে প্রধানমন্ত্রী ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টা আগেই জয়ের ভাষণও দিয়ে দিলেন কিয়ের ৷ দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, "বহু লড়াই, বহু প্রচারের পর আমরা পেরেছি ৷ এবার থেকে পরিবর্তন হবে ৷" তবে এই জয় এক বড় দায়িত্ব এনে দিয়েছে তাঁকে, সেকথাও উঠে এসেছে কিয়েরের বক্তব্যে ৷ তিনি বলেন, "এবার পরিবর্তন শুরু হল ৷ এটাই আপনার গণতন্ত্র, আপনার সম্প্রদায়, আপনার ভবিষ্যত ৷"

2019 সালে 326 আসনে জয় লাভ করেছিলেন বরিস জনসন ৷ কিন্তু এরপর একাধিক কারণে ব্রিটেনবাসীর চোখে ক্রমশ নেমে গিয়েছে টোরিরা ৷ যার ফল ভোগ করতে হল মিষ্টভাষী সুনক ৷ স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে দলের হার স্বীকার করে নেন ঋষি ৷ তিনি বলেন, "লেবার পার্টি এই নির্বাচনে জয়লাভ করেছে এবং আমি স্যর কিয়ের স্টারমারকে তাঁর জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি ৷ শান্তিপূর্ণভাবে এবং শৃঙ্খলার সঙ্গে দেশের ক্ষমতার হাতবদল হয়েছে আজ ৷" এরপরই তাঁর দলের হার স্বীকার করে সুনক বলেন, "এই হারের জন্য আমি ক্ষমাপ্রার্থী ৷"

2019 সালের নির্বাচনে 365 আসন পেয়েছিল কনজারভেটিভ ৷ প্রধানমন্ত্রী হয়েছিলেন বরিস জনসন ৷ আর লেবার পার্টি পেয়েছিল 202টি আসন ৷ কিন্তু তারপর ভঙ্গুর অর্থনীতি, সাম্প্রতিক সময়ে দেশে অপরাধের মাত্রা বেড়ে যাওয়া ঋষি সুনকদের জয়ের পিছনে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ৷ সর্বোপরি গত 5 বছর ধরে কনজারভেটিভ পার্টির অন্তর্দ্বন্দ্ব এবং তিন বার প্রধানমন্ত্রী বদলের প্রভাবও এই ভোটবাক্সে পড়েছে বলে মনে করা হচ্ছে ৷

লন্ডন, 5 জুলাই: "আমি ক্ষমাপ্রার্থী" ৷ পরাজয় স্বীকার করে নিলেন ব্রিটেনের ভারতীয় বংশদ্ভুত প্রধানমন্ত্রী ঋষি সুনক ৷ ব্রিটেনের ইতিহাসে এই প্রথম ভোটবাক্সে কার্যত ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে কনজারভেটিভ পার্টি ৷ 14 বছর পর ফের ব্রিটেনের ক্ষমতায় লেবার পার্টি ৷ ঋষি সুনককে বিপুল ভোটে হারিয়ে 10 ডাউনিং স্ট্রিটের ক্ষমতা দখল কিয়ের স্টারমারের ৷ তাঁকে ভোট দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "আপনার পক্ষে কথা বলব, সর্বদা আপনাদের সঙ্গে থাকব, প্রতিদিন আপনাদের হয়ে লড়াই করব ৷"

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ 'হাউস অফ কমন্স'এ মোট আসন সংখ্যা 650টি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 326টি আসন ৷ ইতিমধ্যেই সেই ম্যাজিক ফিগারে পৌঁছে গিয়েছে লেবার পার্টি ৷ সরকারিভাবে সেই ফল প্রকাশ্যে আসার পর হার স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ঋষি সুনক ৷ নির্বাচনে কনজারভেটিভ পার্টি শোচনীয় পরাজয় হলেও রিচমন্ড অ্যান্ড নর্থঅ্যালার্টন আসনে জিতলেন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী সুনক। নির্বাচনে 23 হাজার 59টি ভোটে জয়লাভও করেছেন তিনি ৷ কিন্তু সমগ্র ব্রিটেনে তাঁর দলের প্রতি মানুষের ক্ষোভ মেটাতে পারেননি সুনক ৷ আর ব্রিটেনের মসনদে অভিষেক হল কিয়ের স্টারমারের ৷

এদিকে, জয় নিশ্চিত হতেই দেশবাসীকে ধন্যবাদ জানালেন কিয়ের ৷ সরকারিভাবে প্রধানমন্ত্রী ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টা আগেই জয়ের ভাষণও দিয়ে দিলেন কিয়ের ৷ দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, "বহু লড়াই, বহু প্রচারের পর আমরা পেরেছি ৷ এবার থেকে পরিবর্তন হবে ৷" তবে এই জয় এক বড় দায়িত্ব এনে দিয়েছে তাঁকে, সেকথাও উঠে এসেছে কিয়েরের বক্তব্যে ৷ তিনি বলেন, "এবার পরিবর্তন শুরু হল ৷ এটাই আপনার গণতন্ত্র, আপনার সম্প্রদায়, আপনার ভবিষ্যত ৷"

2019 সালে 326 আসনে জয় লাভ করেছিলেন বরিস জনসন ৷ কিন্তু এরপর একাধিক কারণে ব্রিটেনবাসীর চোখে ক্রমশ নেমে গিয়েছে টোরিরা ৷ যার ফল ভোগ করতে হল মিষ্টভাষী সুনক ৷ স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে দলের হার স্বীকার করে নেন ঋষি ৷ তিনি বলেন, "লেবার পার্টি এই নির্বাচনে জয়লাভ করেছে এবং আমি স্যর কিয়ের স্টারমারকে তাঁর জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি ৷ শান্তিপূর্ণভাবে এবং শৃঙ্খলার সঙ্গে দেশের ক্ষমতার হাতবদল হয়েছে আজ ৷" এরপরই তাঁর দলের হার স্বীকার করে সুনক বলেন, "এই হারের জন্য আমি ক্ষমাপ্রার্থী ৷"

2019 সালের নির্বাচনে 365 আসন পেয়েছিল কনজারভেটিভ ৷ প্রধানমন্ত্রী হয়েছিলেন বরিস জনসন ৷ আর লেবার পার্টি পেয়েছিল 202টি আসন ৷ কিন্তু তারপর ভঙ্গুর অর্থনীতি, সাম্প্রতিক সময়ে দেশে অপরাধের মাত্রা বেড়ে যাওয়া ঋষি সুনকদের জয়ের পিছনে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ৷ সর্বোপরি গত 5 বছর ধরে কনজারভেটিভ পার্টির অন্তর্দ্বন্দ্ব এবং তিন বার প্রধানমন্ত্রী বদলের প্রভাবও এই ভোটবাক্সে পড়েছে বলে মনে করা হচ্ছে ৷

Last Updated : Jul 5, 2024, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.