ETV Bharat / international

ওয়ার-জোনে আটকে থাকা ভারতীয়দের জন্য উদ্বিগ্ন, রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে জয়শঙ্কর - Jaishankar Meets Lavrov

author img

By PTI

Published : Jul 3, 2024, 10:15 PM IST

S Jaishankar Speaks to Sergey Lavrov Over Indian Nationals Who Stuck in War Zone: রাশিয়ার ওয়ার-জোনে এখনও আটকে বহু ভারতীয় ৷ তাঁদের নিয়ে উদ্বিগ্ন দেশ ৷ ওয়ার জোনে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে ফেরাতে সে দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনায় এস জয়শঙ্কর ৷

JAISHANKAR MEETS LAVROV
লাভরভের সঙ্গে আলোচনায় জয়শঙ্কর (এস জয়শঙ্কর -এক্স হ্যান্ডেল)

আসতানা (কাজাখস্তান), 3 জুলাই: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে রাশিয়ার ৷ আর রাশিয়ার ওয়ার-জোনে এখনও আটকে বহু ভারতীয় ৷ স্বাভাবিকভাবেই ওয়ার-জোনে আটকে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বিগ্ন দেশ ৷ নিরাপদে তাঁদের দেশে ফেরাতে তৎপর ভারত সরকার ৷ সে ব্যাপারেই দিশা ঠিক করতে রুশ বিদেশমন্ত্রী সার্জে লাভরভের সঙ্গে বৈঠক সারলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷

কাজাখস্তানের রাজধানী আসতানায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বার্ষিক সম্মেলনে দু'দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় বুধবার ৷ সেখানেই ওয়ার-জোনে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর বিষয়টি আলোচিত হয় ৷ ভারতের বিদেশমন্ত্রী এ ব্যাপারে সোশাল মিডিয়ায় পোস্টও করেন ৷ এস জয়শঙ্কর বুধবার এদিন এক্সে লেখেন, "আসতানায় আজ রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জে লাভরভের সঙ্গে সাক্ষাৎ করে ভালোলাগল ৷ ডিসেম্বর, 2023-এর পর দু'জনের প্রথম সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা হল ৷"

জয়শঙ্কর আরও জানান, বৈঠকে রাশিয়ার ওয়ার-জোনে আটকে থাকা ভারতীয়দের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ তাঁদের নিরাপদে বের করে আনা এবং দেশে ফেরানোর ব্যাপারে আলোচনা হয়েছে ৷ দিনকয়েক বাদেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারতে মস্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার ঠিক আগে দু'দেশের বিদেশমন্ত্রীর মধ্যে এই আলোচনা বেশ অর্থবহ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

মঙ্গলবার আসতানায় পৌঁছেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ সেদেশে পৌঁছেই কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সারেন তিনি ৷ মধ্য এশিয়ায় বিস্তার বাড়াতে এবং ভারতের অবস্থান আরও জোরালো করতে নানা বিষয়ে আলোচনা সারেন জয়শঙ্কর ৷

আসতানা (কাজাখস্তান), 3 জুলাই: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে রাশিয়ার ৷ আর রাশিয়ার ওয়ার-জোনে এখনও আটকে বহু ভারতীয় ৷ স্বাভাবিকভাবেই ওয়ার-জোনে আটকে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বিগ্ন দেশ ৷ নিরাপদে তাঁদের দেশে ফেরাতে তৎপর ভারত সরকার ৷ সে ব্যাপারেই দিশা ঠিক করতে রুশ বিদেশমন্ত্রী সার্জে লাভরভের সঙ্গে বৈঠক সারলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷

কাজাখস্তানের রাজধানী আসতানায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বার্ষিক সম্মেলনে দু'দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় বুধবার ৷ সেখানেই ওয়ার-জোনে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর বিষয়টি আলোচিত হয় ৷ ভারতের বিদেশমন্ত্রী এ ব্যাপারে সোশাল মিডিয়ায় পোস্টও করেন ৷ এস জয়শঙ্কর বুধবার এদিন এক্সে লেখেন, "আসতানায় আজ রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জে লাভরভের সঙ্গে সাক্ষাৎ করে ভালোলাগল ৷ ডিসেম্বর, 2023-এর পর দু'জনের প্রথম সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা হল ৷"

জয়শঙ্কর আরও জানান, বৈঠকে রাশিয়ার ওয়ার-জোনে আটকে থাকা ভারতীয়দের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ তাঁদের নিরাপদে বের করে আনা এবং দেশে ফেরানোর ব্যাপারে আলোচনা হয়েছে ৷ দিনকয়েক বাদেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারতে মস্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার ঠিক আগে দু'দেশের বিদেশমন্ত্রীর মধ্যে এই আলোচনা বেশ অর্থবহ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

মঙ্গলবার আসতানায় পৌঁছেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ সেদেশে পৌঁছেই কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সারেন তিনি ৷ মধ্য এশিয়ায় বিস্তার বাড়াতে এবং ভারতের অবস্থান আরও জোরালো করতে নানা বিষয়ে আলোচনা সারেন জয়শঙ্কর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.