ETV Bharat / international

সিরিয়ার এয়ার ডিফেন্স ইউনিটে রকেট হামলা, ইজরায়েলের প্রত্যাঘাতে কাঁপছে ইরান - Israel Iran Tensions

Iran Fires Air Defence Batteries: দুবাইয়ের কাছে ইরানের ইসফাহান শহরে বায়ুসেনা ঘাঁটি ও নিউক্লিয়ার কেন্দ্রের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ৷ আর তারপরেই ইজরায়েলের প্রত্যাঘাতের আশঙ্কায় কাঁপছে তেহরান ৷

Iran Fires Air Defence Batteries
সিরিয়ার এয়ার ডিফেন্স ইউনিটে ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের, ভয়ে কাঁপল ইরান
author img

By PTI

Published : Apr 19, 2024, 3:54 PM IST

জেরুজালেম, 19 এপ্রিল: সিরিয়ার এয়ার ডিফেন্স ইউনিট লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইজরায়েল ৷ শুক্রবার সকাল থেকে মধ্যপ্রাচ্যে ইরানের তরফে হামলা চালানোর একটা খবর শোনা যাচ্ছিল ৷ এবার সিরিয়ার সরকারি সংবাদসংস্থা তাদের সেনা বাহিনীকে উদ্ধৃত করে করে অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছে, শক্রবার ভোরে সিরিয়ার এয়ার ডিফেন্স ইউনিটে সেই হামলার জেরে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে ৷

উল্লেখ্য, শুক্রবার ভোরে ইরানের সবচেয়ে বড় বায়ুসেনা ঘাঁটি ও নিউক্লিয়ার কেন্দ্রের কাছে ইজরায়েলের যুদ্ধবিমান দেখা গিয়েছিল ৷ মনে করা হচ্ছিল, গত শনিবার ইরানের ড্রোন ও মিসাইল হামলার জবাব দিতে চলেছে ইজরায়েল ৷ কিন্তু, হামলা হল সিরিয়ায় যা ইরানের ইসফাহান শহরের ঠিক পশ্চিমে দেড় হাজার কিলোমিটার দূরে অবস্থিত ৷ এই হামলার জেরে ইরান তাদের এয়ার ডিফেন্স ব্যাটারিগুলিকে সক্রিয় করে দেয় ৷ সেই সঙ্গে একাধিক বিমানের দিক পরিবর্তন করে দেওয়া হয়েছে ৷ এমনকি কিছু বিমানকে জরুরি অবতরণ করিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷

গত শনিবার ইজরায়েলে কয়েকশো ড্রোন ও মিসাইল হামলার পর, ইজরায়েলি প্রত্যাঘাতের আশঙ্কায় প্রমাদ গুনছিল তেহরান ৷ কিন্তু, এক্ষেত্রে তেমনটা হয়নি ৷ উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাস জঙ্গি গোষ্ঠী ইজরায়েলে আকাশপথে বোমাবর্ষণ করে ৷ তার প্রত্যাঘাতে একসপ্তাহের মধ্যে প্রথমে আকাশপথে ও পরে স্থলভাগে গাজা পট্টিতে হামলা চালায় ইজরায়েল ৷ দীর্ঘ 4-5 মাসের লাগাতার হামলায় গাজা পট্টি-সহ প্যালেস্তাইন তছনছ হয়ে গিয়েছে ৷

তারই পালটা জবাবে, মিত্র দেশ হিসেবে ইরান গত শনিবার ইজরায়েলে তিনশোরও বেশি ড্রোন ও মিসাইল হামলা চালায় ৷ যে হামলার বিরুদ্ধে সরব হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স-সহ ইরানের সকল মিত্র দেশ ৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদেও এর নিন্দা করা হয় ৷ যার পরপরই ইরানের বিদেশমন্ত্রী জানান, তারা তাদের প্রতিরক্ষা ও সামরিক প্রতিশোধের পালা শেষ করেছেন ৷ এবার বিশ্বের অন্যান্য দেশকে নিশ্চিত করতে হবে, যাতে ইজরায়েল তাদের সামরিক অভিযান বন্ধ করে ৷

উল্লেখ্য, সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সে দেশের ওয়ার ক্যাবিনেটে একাধিকবার বৈঠক হয়েছে ৷ যেখানে ইজরায়েলের সামরিক অভিযান বন্ধ করা নিয়ে সেনার সঙ্গে বৈঠক হয় ৷ তবে, সেই বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি ৷ সেই চাপা উত্তেজনার মধ্যেই, ইজরায়েল ইরানের প্রতিবেশী সিরিয়ার এয়ার ডিফেন্স ইউনিটে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ৷

আরও পড়ুন:

  1. মধ্যপ্রাচ্য থেকে এখনই সরছে না মার্কিন যুদ্ধ সামগ্রী, জানালেন প্রতিরক্ষা সচিব
  2. আর যুদ্ধ সহ্য করা অসম্ভব, মত রাষ্ট্রসংঘের মহাসচিবের
  3. ইরানকে যোগ্য জবাব দেওয়ার অপেক্ষায় ইজরায়েলের ওয়ার ক্য়াবিনেট

জেরুজালেম, 19 এপ্রিল: সিরিয়ার এয়ার ডিফেন্স ইউনিট লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইজরায়েল ৷ শুক্রবার সকাল থেকে মধ্যপ্রাচ্যে ইরানের তরফে হামলা চালানোর একটা খবর শোনা যাচ্ছিল ৷ এবার সিরিয়ার সরকারি সংবাদসংস্থা তাদের সেনা বাহিনীকে উদ্ধৃত করে করে অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছে, শক্রবার ভোরে সিরিয়ার এয়ার ডিফেন্স ইউনিটে সেই হামলার জেরে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে ৷

উল্লেখ্য, শুক্রবার ভোরে ইরানের সবচেয়ে বড় বায়ুসেনা ঘাঁটি ও নিউক্লিয়ার কেন্দ্রের কাছে ইজরায়েলের যুদ্ধবিমান দেখা গিয়েছিল ৷ মনে করা হচ্ছিল, গত শনিবার ইরানের ড্রোন ও মিসাইল হামলার জবাব দিতে চলেছে ইজরায়েল ৷ কিন্তু, হামলা হল সিরিয়ায় যা ইরানের ইসফাহান শহরের ঠিক পশ্চিমে দেড় হাজার কিলোমিটার দূরে অবস্থিত ৷ এই হামলার জেরে ইরান তাদের এয়ার ডিফেন্স ব্যাটারিগুলিকে সক্রিয় করে দেয় ৷ সেই সঙ্গে একাধিক বিমানের দিক পরিবর্তন করে দেওয়া হয়েছে ৷ এমনকি কিছু বিমানকে জরুরি অবতরণ করিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷

গত শনিবার ইজরায়েলে কয়েকশো ড্রোন ও মিসাইল হামলার পর, ইজরায়েলি প্রত্যাঘাতের আশঙ্কায় প্রমাদ গুনছিল তেহরান ৷ কিন্তু, এক্ষেত্রে তেমনটা হয়নি ৷ উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাস জঙ্গি গোষ্ঠী ইজরায়েলে আকাশপথে বোমাবর্ষণ করে ৷ তার প্রত্যাঘাতে একসপ্তাহের মধ্যে প্রথমে আকাশপথে ও পরে স্থলভাগে গাজা পট্টিতে হামলা চালায় ইজরায়েল ৷ দীর্ঘ 4-5 মাসের লাগাতার হামলায় গাজা পট্টি-সহ প্যালেস্তাইন তছনছ হয়ে গিয়েছে ৷

তারই পালটা জবাবে, মিত্র দেশ হিসেবে ইরান গত শনিবার ইজরায়েলে তিনশোরও বেশি ড্রোন ও মিসাইল হামলা চালায় ৷ যে হামলার বিরুদ্ধে সরব হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স-সহ ইরানের সকল মিত্র দেশ ৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদেও এর নিন্দা করা হয় ৷ যার পরপরই ইরানের বিদেশমন্ত্রী জানান, তারা তাদের প্রতিরক্ষা ও সামরিক প্রতিশোধের পালা শেষ করেছেন ৷ এবার বিশ্বের অন্যান্য দেশকে নিশ্চিত করতে হবে, যাতে ইজরায়েল তাদের সামরিক অভিযান বন্ধ করে ৷

উল্লেখ্য, সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সে দেশের ওয়ার ক্যাবিনেটে একাধিকবার বৈঠক হয়েছে ৷ যেখানে ইজরায়েলের সামরিক অভিযান বন্ধ করা নিয়ে সেনার সঙ্গে বৈঠক হয় ৷ তবে, সেই বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি ৷ সেই চাপা উত্তেজনার মধ্যেই, ইজরায়েল ইরানের প্রতিবেশী সিরিয়ার এয়ার ডিফেন্স ইউনিটে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ৷

আরও পড়ুন:

  1. মধ্যপ্রাচ্য থেকে এখনই সরছে না মার্কিন যুদ্ধ সামগ্রী, জানালেন প্রতিরক্ষা সচিব
  2. আর যুদ্ধ সহ্য করা অসম্ভব, মত রাষ্ট্রসংঘের মহাসচিবের
  3. ইরানকে যোগ্য জবাব দেওয়ার অপেক্ষায় ইজরায়েলের ওয়ার ক্য়াবিনেট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.