ETV Bharat / international

অগ্নিগর্ভ কেনিয়ায় মৃত 5, ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা জারি দূতাবাসের - India Asks Citizens In Kenya

author img

By ANI

Published : Jun 26, 2024, 10:04 AM IST

Updated : Jun 26, 2024, 11:02 AM IST

Advisory for Indian Citizens: সরকারের কর বৃদ্ধির প্রস্তাবে দেশজুড়ে বিক্ষোভ কেনিয়ায় ৷ জায়গায় জায়গায় প্রতিবাদ ও বিক্ষোভের জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে পূর্ব আফ্রিকার এই দেশে ৷ তাই কেনিয়ায় বসবাসকারী ভারতীয়দের নিরাপদে থাকার পরামর্শ দিল দূতাবাস ৷

Indian Advisory
অগ্নিগর্ভ কেনিয়া (এএনআই)

নয়াদিল্লি, 26 জুন: সরকারের প্রস্তাবিত কর বৃদ্ধির প্রতিবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি কেনিয়ায় ৷ দিকে দিকে বিক্ষোভ ও হিংসার ঘটনা ঘটছে ৷ এরই মাঝে কেনিয়ায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা জারি করল দূতাবাস ৷ খুব প্রয়োজন ছাড়া নাগরিকদের বাইরে না-বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে ৷

কেনিয়ায় ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেনিয়ার সমস্ত ভারতীয়কে সতর্কতা অবলম্বন করার কথা বলা হচ্ছে ৷ খুব প্রয়োজন ছাড়া বাইরে না-বেরনো এবং পরিস্থিতির উন্নতি না-হওয়া পর্যন্ত বিক্ষোভ ও হিংসা কবলিত এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ৷" পাশাপাশি নিজের এলাকার পরিস্থিতি জানতে স্থানীয় সংবাদমাধ্যম, ওয়েবসাইটে ও সোশাল মিডিয়ায় চোখ রাখার পরামর্শও দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে।

মুল্যবৃদ্ধির জেরে আগেই জর্জরিত কেনিয়াবাসী ৷ তার উপর অতিরিক্ত করের বোঝা চাপাতে চাইছে সরকার ৷ যার বিরুদ্ধে গর্জে উঠেছে নাগরিকরা ৷ কেনিয়ার রাজধানী নাইরোবি-সহ বিভিন্ন শহরে আগুন জ্বলছে ৷ রাস্তায় নেমে কর বৃদ্ধির প্রতিবাদে সামিল হয়েছে সাধারণ মানুষ ৷ হাজার হাজার বিক্ষোভকারী মঙ্গলবার কর বৃদ্ধির প্রতিবাদে কেনিয়ার সংসদে হামলা চালায় ৷ সংসদে ঢুকে পড়ে ভবনের কিছু অংশ পুড়িয়ে দেয় বিক্ষোভকারী ৷ সাংসদরা কোনরকমে সেখানে থেকে পালিয়ে প্রাণে বাঁচেন ৷ এই অস্থির পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ ৷ আমজনতাকে শান্ত করতে গুলিও চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷ গুলির আঘাতে অন্তত পাঁচজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় নাইরোবিতে 150 জনেরও বেশি আহত হয়েছেন ৷

আফ্রিকার ছোট্ট দেশ কেনিয়াতে কয়েক দশকের মধ্যে সরকারের উপর সবচেয়ে বড় সরাসরি হামলা বলে মনে করা হচ্ছে । কেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, "সাংসদদের সুরক্ষা নিশ্চিত করতে ও পরিস্থিতি সামাল দিতে পুলিশের সহায়তা করার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ।" তবে
বিক্ষোভকারীরা দাবি, সাংসদরা যেন নতুন কর আরোপ করার জন্য অর্থ বিলের বিরুদ্ধে ভোট দেন ৷ দেশের অর্থনৈতিক পরিস্থিতি এমনিতেই টলমল ৷ তার উপর অতিরিক্ত করের বোঝা চাপালে জীবনযাত্রার মান আরও তলানিতে এসে ঠেকবে বলে নাগরিকদের অনুমান ৷ তাই রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছেন যুবরা ।

নয়াদিল্লি, 26 জুন: সরকারের প্রস্তাবিত কর বৃদ্ধির প্রতিবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি কেনিয়ায় ৷ দিকে দিকে বিক্ষোভ ও হিংসার ঘটনা ঘটছে ৷ এরই মাঝে কেনিয়ায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা জারি করল দূতাবাস ৷ খুব প্রয়োজন ছাড়া নাগরিকদের বাইরে না-বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে ৷

কেনিয়ায় ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেনিয়ার সমস্ত ভারতীয়কে সতর্কতা অবলম্বন করার কথা বলা হচ্ছে ৷ খুব প্রয়োজন ছাড়া বাইরে না-বেরনো এবং পরিস্থিতির উন্নতি না-হওয়া পর্যন্ত বিক্ষোভ ও হিংসা কবলিত এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ৷" পাশাপাশি নিজের এলাকার পরিস্থিতি জানতে স্থানীয় সংবাদমাধ্যম, ওয়েবসাইটে ও সোশাল মিডিয়ায় চোখ রাখার পরামর্শও দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে।

মুল্যবৃদ্ধির জেরে আগেই জর্জরিত কেনিয়াবাসী ৷ তার উপর অতিরিক্ত করের বোঝা চাপাতে চাইছে সরকার ৷ যার বিরুদ্ধে গর্জে উঠেছে নাগরিকরা ৷ কেনিয়ার রাজধানী নাইরোবি-সহ বিভিন্ন শহরে আগুন জ্বলছে ৷ রাস্তায় নেমে কর বৃদ্ধির প্রতিবাদে সামিল হয়েছে সাধারণ মানুষ ৷ হাজার হাজার বিক্ষোভকারী মঙ্গলবার কর বৃদ্ধির প্রতিবাদে কেনিয়ার সংসদে হামলা চালায় ৷ সংসদে ঢুকে পড়ে ভবনের কিছু অংশ পুড়িয়ে দেয় বিক্ষোভকারী ৷ সাংসদরা কোনরকমে সেখানে থেকে পালিয়ে প্রাণে বাঁচেন ৷ এই অস্থির পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ ৷ আমজনতাকে শান্ত করতে গুলিও চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷ গুলির আঘাতে অন্তত পাঁচজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় নাইরোবিতে 150 জনেরও বেশি আহত হয়েছেন ৷

আফ্রিকার ছোট্ট দেশ কেনিয়াতে কয়েক দশকের মধ্যে সরকারের উপর সবচেয়ে বড় সরাসরি হামলা বলে মনে করা হচ্ছে । কেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, "সাংসদদের সুরক্ষা নিশ্চিত করতে ও পরিস্থিতি সামাল দিতে পুলিশের সহায়তা করার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ।" তবে
বিক্ষোভকারীরা দাবি, সাংসদরা যেন নতুন কর আরোপ করার জন্য অর্থ বিলের বিরুদ্ধে ভোট দেন ৷ দেশের অর্থনৈতিক পরিস্থিতি এমনিতেই টলমল ৷ তার উপর অতিরিক্ত করের বোঝা চাপালে জীবনযাত্রার মান আরও তলানিতে এসে ঠেকবে বলে নাগরিকদের অনুমান ৷ তাই রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছেন যুবরা ।

Last Updated : Jun 26, 2024, 11:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.