ETV Bharat / international

কেন নভেম্বরের প্রথম মঙ্গলবারই প্রেসিডেন্ট নির্বাচন হয় আমেরিকায়? - US PRESIDENTIAL ELECTION HISTORY

চার বছর অন্তর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয় নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার ৷ ইতিহাস তুলে ধরে বিস্তারিত বিশ্লেষণ করল ইটিভি ভারত।

US PRESIDENTIAL ELECTION on 5 November
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন আগামী 5 নভেম্বর (ছবি সৌজন্য: এপিটিএন)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2024, 7:45 PM IST

নয়াদিল্লি, 1 নভেম্বর: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন আগামী 5 নভেম্বর ৷ রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিদায়ী ভাইস প্রেসিডেন্ট তথা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের লড়াই হাড্ডাহাড্ডি ৷

মার্কিন যুক্তরাষ্ট্রে চার বছর পরপর প্রেসিডেন্ট নির্বাচন হয় ৷ প্রতি বার নভেম্বর মাসের প্রথম সোমবারের পরদিন অর্থাৎ প্রথম মঙ্গলবার এই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে বেছে নেন দেশবাসী ৷

প্রেসিডেন্ট নির্বাচনের নেপথ্যের ইতিহাস

  • আমেরিকার 'প্রেসিডেনশিয়াল ইলেকশন ডে অ্যাক্ট' প্রণয়ন হয়েছিল 180 বছর আগে 5 নভেম্বর, মঙ্গলবার ৷ এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে 59টি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷ 2024 সালে 47তম প্রেসিডেন্টকে নির্বাচিত করবে আমেরিকা ৷
  • নির্বাচনের জন্য নভেম্বরের প্রথম মঙ্গলবারকেই বেছে নেওয়া হয় ৷ কারণ গ্রামগঞ্জের কৃষক-সহ অন্য ভোটদাতারা ভোটকেন্দ্র থেকে অনেকটা দূরে বাস করেন ৷ তাঁদের ভোটকেন্দ্রে পৌঁছতে সময় লাগার কথা ভেবে আইন প্রণয়নকারীরা প্রথম মঙ্গলবারকে বেছে নেন ৷
  • আমেরিকায় রবিবার নির্বাচন হয় না ৷ এদিন বেশির ভাগ মানুষই চার্চে যান ৷
  • অতীতে আমেরিকার কৃষকদের বাজার হত বুধবার ৷ এদিন ভোট হওয়া সম্ভব নয় ৷ অতঃপর মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঠিক করা হয় ৷ এর ফলে গ্রামবাসীদের ভোটকেন্দ্রে পৌঁছতে সোমবারটা হাতে থাকত ৷
  • অষ্টাদশ শতকে আমেরিকায় যাতায়াতের জন্য গাড়ি ছিল না ৷ এক জায়গা থেকে অন্যত্র পৌঁছতে সময় লাগত ৷ সেই হিসেবে সপ্তাহের দ্বিতীয় কাজের দিন হিসেবে মঙ্গলবার ভোটের প্রথার প্রচলন হয়।
  • অতীতে ডিসেম্বর প্রথম বুধবারের 34 দিনে আগে যে কোনও সময় প্রদেশগুলি নিজের মতো করে নির্বাচন করতে পারত ৷ এই পদ্ধতিতে অনেকগুলি ত্রুটি ধরা পড়ে ৷ আগেভাগে যে প্রদেশগুলিতে ভোট হত, তার ফলাফল ভোট না-হওয়া অন্য প্রদেশগুলির ভোটকে প্রভাবিত করত ৷ ভোটদাতাদের চিন্তাভাবনা পাল্টে যেত ৷ এর ফলে পুরো ভোট প্রক্রিয়া প্রভাবিত হত ৷ এই ইস্যুগুলির সম্মুখীন হয়ে মার্কিন কংগ্রেস মাসের প্রথম মঙ্গলবারটিকে ভোটের দিন হিসাবে স্থির করে ৷
  • 1845 সালে মার্কিন কংগ্রেসে ফেডারেল ল' পাশ হয় ৷ তাতে নভেম্বরের প্রথম মঙ্গলবার নির্বাচনের দিন হিসাবে আইনি তকমা পায় ৷
  • এই বিলের উদ্দেশ্য ছিল, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির মোকাবিলা করা ৷ আর সেই সূত্রে সর্বত্র একদিনে ভোট হওয়ার কথা ঘোষণা করা হয় ৷
  • এই আইনের আওতায় 1848 সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হয় আমেরিকায় ৷
  • 1875 সাল থেকে নভেম্বর প্রথম সোমবারের পরের দিন অর্থাৎ প্রথম মঙ্গলবার ভোট হয়ে আসছে ৷

নভেম্বর মাসেই প্রেসিডেন্ট নির্বাচনের ভোট কেন ?

এই মাসটিতে গ্রামের প্রান্তিক ভোটাররা হাতে সময় পান ৷ কৃষকরা সাধারণত বসন্তে চারা রোপণ করেন ৷ গ্রীষ্মে তাঁদের মাঠে গিয়ে কাজ করতে হয় ৷ নভেম্বরের শুরুতে চাষের কাজ সম্পূর্ণ হয়ে যায় ৷ বসন্ত এবং গ্রীষ্মকালে ভোট হল তাতে কৃষকদের সমস্যায় পড়তে হবে ৷ তাই নভেম্বর ভোটের উপযুক্ত মাস বলে স্থির করলেন বিশেষজ্ঞরা ৷ এই সময়ের মধ্যে কৃষিকাজ মিটে যায়। আবার শীতও আসতে কিছু সময় বাকি থাকে ৷

নির্দিষ্ট দিনেই ভোট

আমেরিকার মতো বেশ কয়েকটি দেশ একটি দিনেই নির্বাচন প্রক্রিয়া করে থাকে ৷ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয় ৷ ব্রিটেনে বৃহস্পতিবার ৷ কানাডায় প্রতি চার বছর অন্তর অক্টোবরের তৃতীয় সোমবার ভোট হয় ৷ জার্মানি, ফ্রান্স, জাপান, বেলজিয়ামে ভোট হয় রবিবার ৷ দক্ষিণ কোরিয়ায় বুধবার ভোট হয় ৷

নয়াদিল্লি, 1 নভেম্বর: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন আগামী 5 নভেম্বর ৷ রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিদায়ী ভাইস প্রেসিডেন্ট তথা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের লড়াই হাড্ডাহাড্ডি ৷

মার্কিন যুক্তরাষ্ট্রে চার বছর পরপর প্রেসিডেন্ট নির্বাচন হয় ৷ প্রতি বার নভেম্বর মাসের প্রথম সোমবারের পরদিন অর্থাৎ প্রথম মঙ্গলবার এই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে বেছে নেন দেশবাসী ৷

প্রেসিডেন্ট নির্বাচনের নেপথ্যের ইতিহাস

  • আমেরিকার 'প্রেসিডেনশিয়াল ইলেকশন ডে অ্যাক্ট' প্রণয়ন হয়েছিল 180 বছর আগে 5 নভেম্বর, মঙ্গলবার ৷ এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে 59টি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷ 2024 সালে 47তম প্রেসিডেন্টকে নির্বাচিত করবে আমেরিকা ৷
  • নির্বাচনের জন্য নভেম্বরের প্রথম মঙ্গলবারকেই বেছে নেওয়া হয় ৷ কারণ গ্রামগঞ্জের কৃষক-সহ অন্য ভোটদাতারা ভোটকেন্দ্র থেকে অনেকটা দূরে বাস করেন ৷ তাঁদের ভোটকেন্দ্রে পৌঁছতে সময় লাগার কথা ভেবে আইন প্রণয়নকারীরা প্রথম মঙ্গলবারকে বেছে নেন ৷
  • আমেরিকায় রবিবার নির্বাচন হয় না ৷ এদিন বেশির ভাগ মানুষই চার্চে যান ৷
  • অতীতে আমেরিকার কৃষকদের বাজার হত বুধবার ৷ এদিন ভোট হওয়া সম্ভব নয় ৷ অতঃপর মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঠিক করা হয় ৷ এর ফলে গ্রামবাসীদের ভোটকেন্দ্রে পৌঁছতে সোমবারটা হাতে থাকত ৷
  • অষ্টাদশ শতকে আমেরিকায় যাতায়াতের জন্য গাড়ি ছিল না ৷ এক জায়গা থেকে অন্যত্র পৌঁছতে সময় লাগত ৷ সেই হিসেবে সপ্তাহের দ্বিতীয় কাজের দিন হিসেবে মঙ্গলবার ভোটের প্রথার প্রচলন হয়।
  • অতীতে ডিসেম্বর প্রথম বুধবারের 34 দিনে আগে যে কোনও সময় প্রদেশগুলি নিজের মতো করে নির্বাচন করতে পারত ৷ এই পদ্ধতিতে অনেকগুলি ত্রুটি ধরা পড়ে ৷ আগেভাগে যে প্রদেশগুলিতে ভোট হত, তার ফলাফল ভোট না-হওয়া অন্য প্রদেশগুলির ভোটকে প্রভাবিত করত ৷ ভোটদাতাদের চিন্তাভাবনা পাল্টে যেত ৷ এর ফলে পুরো ভোট প্রক্রিয়া প্রভাবিত হত ৷ এই ইস্যুগুলির সম্মুখীন হয়ে মার্কিন কংগ্রেস মাসের প্রথম মঙ্গলবারটিকে ভোটের দিন হিসাবে স্থির করে ৷
  • 1845 সালে মার্কিন কংগ্রেসে ফেডারেল ল' পাশ হয় ৷ তাতে নভেম্বরের প্রথম মঙ্গলবার নির্বাচনের দিন হিসাবে আইনি তকমা পায় ৷
  • এই বিলের উদ্দেশ্য ছিল, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির মোকাবিলা করা ৷ আর সেই সূত্রে সর্বত্র একদিনে ভোট হওয়ার কথা ঘোষণা করা হয় ৷
  • এই আইনের আওতায় 1848 সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হয় আমেরিকায় ৷
  • 1875 সাল থেকে নভেম্বর প্রথম সোমবারের পরের দিন অর্থাৎ প্রথম মঙ্গলবার ভোট হয়ে আসছে ৷

নভেম্বর মাসেই প্রেসিডেন্ট নির্বাচনের ভোট কেন ?

এই মাসটিতে গ্রামের প্রান্তিক ভোটাররা হাতে সময় পান ৷ কৃষকরা সাধারণত বসন্তে চারা রোপণ করেন ৷ গ্রীষ্মে তাঁদের মাঠে গিয়ে কাজ করতে হয় ৷ নভেম্বরের শুরুতে চাষের কাজ সম্পূর্ণ হয়ে যায় ৷ বসন্ত এবং গ্রীষ্মকালে ভোট হল তাতে কৃষকদের সমস্যায় পড়তে হবে ৷ তাই নভেম্বর ভোটের উপযুক্ত মাস বলে স্থির করলেন বিশেষজ্ঞরা ৷ এই সময়ের মধ্যে কৃষিকাজ মিটে যায়। আবার শীতও আসতে কিছু সময় বাকি থাকে ৷

নির্দিষ্ট দিনেই ভোট

আমেরিকার মতো বেশ কয়েকটি দেশ একটি দিনেই নির্বাচন প্রক্রিয়া করে থাকে ৷ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয় ৷ ব্রিটেনে বৃহস্পতিবার ৷ কানাডায় প্রতি চার বছর অন্তর অক্টোবরের তৃতীয় সোমবার ভোট হয় ৷ জার্মানি, ফ্রান্স, জাপান, বেলজিয়ামে ভোট হয় রবিবার ৷ দক্ষিণ কোরিয়ায় বুধবার ভোট হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.