ETV Bharat / international

প্যালেস্তিনীয়দের মুক্তির বিনিময়ে 4 ইজরায়েলি বন্দির দেহ ফেরাল হামাস - ISRAEL HAMAS CEASEFIRE

মুক্তি পাওয়া প্যালেস্তিনীয় বন্দিরা ইজরায়েলের প্রিজন সার্ভিস টি-শার্ট পরেছিলেন ৷ পরে কেউ কেউ সেই জামা খুলে ফেলে দেন এবং অনেকে আগুনও ধরিয়ে দেন ।

Israel Hamas ceasefire
পরিবারের সঙ্গে ইজরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া প্যালেস্তিনীয় (ছবি: এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2025, 1:41 PM IST

খান ইউনিস (প্যালেস্তাইন), 27 ফেব্রুয়ারি: গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলছে ৷ তার প্রথম পর্ব শেষ হওয়ার আগে ইজরায়েল-হামাসের মধ্যে বন্দি বিনিময় চলল ৷ প্যালেস্তাইনের কয়েকশো বন্দিকে মুক্তি দিল ইজরায়েল ৷ তার বিনিময়ে ইজরায়েলের চার বন্দির দেহ সেদেশের প্রশাসনের কাছে হস্তান্তর করল হামাস ৷ বৃহস্পতিবার ভোরে রেড ক্রসের কাছে চলে এই বন্দিদের বিনিময় ৷

ইজরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, হামাস বন্দিদের দেহ রেড ক্রসের কাছে তাদেরকে হস্তান্তর করেছে । ইসরায়েল জানিয়েছে, মিশরীয় মধ্যস্থতাকারীদের সহায়তায় ইজরায়েলি ক্রসিংয়ের মাধ্যমে বন্দিদের কফিনগুলি পাঠানো হয় ৷ মৃত ইজরায়েলি বন্দিদের দেহগুলি শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে ।

প্রায় একই সময়ে মুক্তি পাওয়া কয়েকশো প্যালেস্তাইনের বন্দিদের নিয়ে রেড ক্রসের একটি কনভয় ইজরায়েলের ওফার কারাগার থেকে পশ্চিমের শহর বিতুনিয়ার দিকে রওনা হয় ৷ বিতুনিয়ায় নিজেদের পরিজনদের এক ঝলক দেখার জন্য ওই বন্দিদের পরিবারের লোকেরা জড়ো হয় ৷ প্যালেস্তিনীয় বন্দিদের দেখার পরই বন্ধুবান্ধব এবং পরিবার তাদের গলা জড়িয়ে ধরে এবং একসঙ্গে ছবি তোলেন ।

ইজরায়েলের হাতে থেকে মুক্তি পাওয়া প্যালেস্তাইনের এক ব্যক্তিকে যখন সমর্থকরা কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বিজয়ের চিহ্ন দেখিয়েছিলেন ৷ একইসঙ্গে ঈশ্বর মহান বলে স্লোগান দেওয়া হচ্ছিল । মুক্তি পাওয়া বন্দিরা ইজরায়েলি প্রিজন সার্ভিস টি-শার্ট পরেছিল, যা তাদের মধ্যে কেউ কেউ খুলে ফেলেন এবং তাতে আগুন ধরিয়ে দেন । আরও শত শত বন্দিকে গাজায় পাঠানো হবে ৷ তাদের মধ্যে অনেককে 2023 সালের 7 অক্টোবর হামলার পর আটক করা হয়েছিল এবং তাঁদের বিরুদ্ধে কখনও অভিযোগ আনা হয়নি ।

ইজরায়েল শনিবার থেকে 600টিরও বেশি প্যালেস্তাইনের বন্দির মুক্তি দিতে দেরি করেছিল ৷ এর কারণ, হামাসের হাতে তাদের হস্তান্তরের সময় বন্দিদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে ৷ তার প্রতিবাদে হামাসের হাতে প্যালেস্তাইনের বন্দিদের তুলে দিতে দেরি করে ইজরায়েল ৷ জঙ্গি গোষ্ঠী বন্দিদের হস্তান্তরে দেরিকে যুদ্ধবিরতির একটি 'গুরুতর লঙ্ঘন' বলে অভিহিত করেছে ৷ হামাস জানিয়েছে, প্যালেস্তিনীয়দের মুক্তি না দেওয়া পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আলোচনা সম্ভব নয় ।

খান ইউনিস (প্যালেস্তাইন), 27 ফেব্রুয়ারি: গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলছে ৷ তার প্রথম পর্ব শেষ হওয়ার আগে ইজরায়েল-হামাসের মধ্যে বন্দি বিনিময় চলল ৷ প্যালেস্তাইনের কয়েকশো বন্দিকে মুক্তি দিল ইজরায়েল ৷ তার বিনিময়ে ইজরায়েলের চার বন্দির দেহ সেদেশের প্রশাসনের কাছে হস্তান্তর করল হামাস ৷ বৃহস্পতিবার ভোরে রেড ক্রসের কাছে চলে এই বন্দিদের বিনিময় ৷

ইজরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, হামাস বন্দিদের দেহ রেড ক্রসের কাছে তাদেরকে হস্তান্তর করেছে । ইসরায়েল জানিয়েছে, মিশরীয় মধ্যস্থতাকারীদের সহায়তায় ইজরায়েলি ক্রসিংয়ের মাধ্যমে বন্দিদের কফিনগুলি পাঠানো হয় ৷ মৃত ইজরায়েলি বন্দিদের দেহগুলি শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে ।

প্রায় একই সময়ে মুক্তি পাওয়া কয়েকশো প্যালেস্তাইনের বন্দিদের নিয়ে রেড ক্রসের একটি কনভয় ইজরায়েলের ওফার কারাগার থেকে পশ্চিমের শহর বিতুনিয়ার দিকে রওনা হয় ৷ বিতুনিয়ায় নিজেদের পরিজনদের এক ঝলক দেখার জন্য ওই বন্দিদের পরিবারের লোকেরা জড়ো হয় ৷ প্যালেস্তিনীয় বন্দিদের দেখার পরই বন্ধুবান্ধব এবং পরিবার তাদের গলা জড়িয়ে ধরে এবং একসঙ্গে ছবি তোলেন ।

ইজরায়েলের হাতে থেকে মুক্তি পাওয়া প্যালেস্তাইনের এক ব্যক্তিকে যখন সমর্থকরা কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বিজয়ের চিহ্ন দেখিয়েছিলেন ৷ একইসঙ্গে ঈশ্বর মহান বলে স্লোগান দেওয়া হচ্ছিল । মুক্তি পাওয়া বন্দিরা ইজরায়েলি প্রিজন সার্ভিস টি-শার্ট পরেছিল, যা তাদের মধ্যে কেউ কেউ খুলে ফেলেন এবং তাতে আগুন ধরিয়ে দেন । আরও শত শত বন্দিকে গাজায় পাঠানো হবে ৷ তাদের মধ্যে অনেককে 2023 সালের 7 অক্টোবর হামলার পর আটক করা হয়েছিল এবং তাঁদের বিরুদ্ধে কখনও অভিযোগ আনা হয়নি ।

ইজরায়েল শনিবার থেকে 600টিরও বেশি প্যালেস্তাইনের বন্দির মুক্তি দিতে দেরি করেছিল ৷ এর কারণ, হামাসের হাতে তাদের হস্তান্তরের সময় বন্দিদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে ৷ তার প্রতিবাদে হামাসের হাতে প্যালেস্তাইনের বন্দিদের তুলে দিতে দেরি করে ইজরায়েল ৷ জঙ্গি গোষ্ঠী বন্দিদের হস্তান্তরে দেরিকে যুদ্ধবিরতির একটি 'গুরুতর লঙ্ঘন' বলে অভিহিত করেছে ৷ হামাস জানিয়েছে, প্যালেস্তিনীয়দের মুক্তি না দেওয়া পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আলোচনা সম্ভব নয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.