ঢাকা, 11 ডিসেম্বর: বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা ! শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিকবার এমন অভিযোগ উঠেছে সেদেশের অন্তর্বর্তী মহম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে ৷ মঙ্গলবার বাংলাদেশ সরকারের প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, অগস্ট থেকে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর 88টি হিংসার ঘটনা ঘটেছে ৷ আর হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত 70 জনকে গ্রেফতার করা হয়েছে ৷
বাংলাদেশে অশান্তির আঁচ ছড়িয়েছে ভারতে ৷ দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে টানাপোড়েনও শুরু হয় ৷ এই আবহে সোমবার ঢাকা সফরে গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি ৷ সেদেশের কূটনীতিক ও বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ একদিনের সফরে বাংলাদেশে সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে দেখাও করেন তিনি ৷ উচ্চপর্যায়ের এই বৈঠকে সে দেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিক্রম মিস্রি ৷ যদিও বৈঠকের পর হিন্দু-সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার খবরকে 'বিভ্রান্তিকর ও ভুয়ো তথ্য' বলে উল্লেখ করেছিল বাংলাদেশ বিদেশমন্ত্রক ৷ কিন্তু একদিনের মধ্যে ইউ-টার্ন করে ইউনুস সরকার ৷ মঙ্গলবার রাতেই সে দেশে সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনার কথা স্বীকার করে নেয় অন্তর্বর্তী সরকার ৷
প্রেসসচিব শফিকুল আলম জানান, 5 অগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু বিশেষত হিন্দুদের উপর 88টি হিংসার ঘটনা সামনে এসেছে ৷ তিনি বলেন, "তবে এই সংখ্যা আরও বাড়তে পারে ৷ কারণ, সম্প্রতি গাজিপুর-সহ কয়েকটি এলাকায় হিংসার ঘটনা সামনে এসেছে ৷" তিনি আরও জানান, আওয়ামী লীগের বেশ কয়েকজন সদস্যের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে ৷ তবে কয়েকটি ঘটনা ছাড়া, ধর্মের কারণে এদেশে হিন্দুরা আক্রান্ত হয়নি ৷
তিনি আরও বলেন, "কেবলমাত্র ধর্মের জন্য নয় ৷ পূর্ব ক্ষমতাসীন দলের প্রাক্তন সদস্য কিংবা ব্যক্তিগত কারণের জন্য বেশ কয়েকজন হিন্দুর উপর হিংসার ঘটনা ঘটেছে ৷ তবে হিংসার ঘটনা ঘটেছে ৷ পুলিশ প্রশাসনের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷" খুব শীঘ্রই ঘটনার সমস্ত তথ্য প্রকাশ্যে আনা হবেও বলে জানান শফিকুল আলম ৷
#WATCH | On attack on minorities in Bangladesh, TMC MP Sudeep Bandopadhyay says," the govt should come to the floor of the house. let us debate it wholeheartedly. we have assured the govt that we stand by it on international issues. after the visit of the foreign secretary to… pic.twitter.com/RD3A4F1sQf
— ANI (@ANI) December 11, 2024
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, আন্তর্জাতিক বিষয়ে বিরোধীরা কেন্দ্রের পাশে রয়েছে ৷ তিনি বলেন, "বিদেশ সচিবের ঢাকা সফরের পর আমাদের আশা পরিস্থিতির পরিবর্তন হবে ৷ আমরা চাই কেন্দ্রীয় সরকার বাংলাদেশে সংক্রান্ত বিষয় নিয়ে সংসদে আলোচনা করুক ৷"
গত 5 অগস্ট দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ ভারতে আশ্রয় নেন তিনি ৷ এরপর গত 8 অগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে সেদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ৷ তারপর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একের পর এক অত্যাচারের ঘটনা সামনে আসতে থাকে ৷ হিন্দু মন্দিরে আগুন জ্বালিয়ে দেওয়া, হিন্দুদের বাড়ি ভাঙচুর প্রভৃতি একাধিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লি ৷ গত 25 নভেম্বর ঢাকায় সনাতনী নেতা প্রভু চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর দু'দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ৷ তবে দু'দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি জানান ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ৷