ETV Bharat / health

ঘরে থাকলেও পায়ে চটি ! শরীরে কোনও রোগ বাসা বাঁধছে না তো ? - Side Effects of Wearing Shoes - SIDE EFFECTS OF WEARING SHOES

Wearing Slippers Effect: শুধু শীত নয়, বহু মানুষই সারাবছর বাড়িতে চটি পরে থাকেন। সারাদিন বাড়িতে চটি পরেই ঘুরে বেড়ান। এটা অনেকেরই নিয়মিত অভ্যাসের মধ্যে পড়ে।

Wearing Slippers Effect News
সবসময় চপ্পল পরার ক্ষতিকারক দিক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Health Team

Published : Sep 7, 2024, 10:02 AM IST

কলকাতা: বাইরে বেরোলে জুতো বা চপ্পল পরা সাধারণ ৷ আবার অনেকেই ঘরের মধ্যেও সারাদিন চপ্পল পরে থাকেন ৷ শুধুমাত্র শীতকাল না ঘরের মধ্যে চপ্পল পড়ার রীতি সারাবছর চলে এসেছে ৷ এটা অনেকেরই নিয়মিত অভ্যাসের মধ্যে পড়ে । পা রক্ষা করা এবং স্টাইলিশ দেখানো-সহ স্যান্ডেল ব্যবহারের অনেক সুবিধা রয়েছে । তবে চিকিৎসকরা সতর্ক করেছেন এর উপকারিতা থাকা সত্ত্বেও কিছু সমস্যা দেখা যায় ৷ জেন নিন, সেগুলি কী কী ?

জয়েন্টে ব্যথা: চিকিৎসকদের মতে, স্টাইলিশ দেখতে সারাদিন জুতো বা চপ্পল পরলে অল্প বয়সেই জয়েন্টে ব্যথা হতে পারে । এটি ব্যাখ্যা করা হয়েছে হাই হিলযুক্ত স্যান্ডেল পরার কারণেও জয়েন্টে ব্যথা হতে পারে । তাই এই ধরনের সমস্যা এড়াতে আগে থেকে হাই হিল স্যান্ডেল ব্যবহার না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা । এছাড়া নিম্নমানের জুতো ও চপ্পল পরলে অনেক স্বাস্থ্য সমস্যা হয় । এরফলে বাত হওয়ার আশঙ্কা তৈরি হয় ৷ ফলে দরকার না হলে ঘরে চপ্পল পরার ব্যবহার কমিয়ে দেওয়া ভালো ৷ চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিকেটেড চপ্পল পরা ভালো ৷

হাড়ের সমস্যা: চিকিৎসকরা জানান, সারাদিন জুতো পরলে পায়ের নখের পাশাপাশি হাড়ও বাড়তে পারে । ফলস্বরূপ, বুড়ো আঙুলের হাড় আঁকাবাঁকা হয়ে যায় । এতে অনেক সমস্যার সৃষ্টি হবে বলে সতর্ক করা হয় । এটি এমন একটি অবস্থা তৈরি করবে যার চিকিৎসা প্রয়োজন হতে পারে । জার্নাল অফ ফুট অ্যান্ড অ্যাঙ্কেল রিসার্চ (Journal of Foot and Ankle Research)- অনুসারে জানা যায়, সারাদিন ঘরে জুতো পরে থাকলে পায়ের ব্যথার পাশাপাশি আকৃতির পরিবর্তনের সমস্যা হয় । এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন, ডাঃ হিল এস, থমাস জে, টাকার আর, বেনেল কে ।

সংক্রমণ: এটি প্রকাশ করা হয় যে ব্যাকটেরিয়া সংক্রমণ ও ছত্রাক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷ বিশেষ করে যদি সারাদিন বাতাস চলাচল না করে পা জুতাতে রাখা হয় । প্রাকৃতিক বাতাস এবং আলো থেকে পায়ে অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে । তবে আয়ুর্বেদ বিশেষজ্ঞরা জানান, এই ধরনের সমস্যা এড়াতে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত । বিশেষ করে কোনও খালিপায়ে প্রতিদিন ঘাসের উপর হাঁটার ভালো । এছাড়াও খালিপায়ে কোনও সমতল জায়গয় হাঁটিহাঁটি করা ভালো ৷ এতে মানসিক চাপ কমাতেও সাহায্য় করে ৷

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3250347/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

কলকাতা: বাইরে বেরোলে জুতো বা চপ্পল পরা সাধারণ ৷ আবার অনেকেই ঘরের মধ্যেও সারাদিন চপ্পল পরে থাকেন ৷ শুধুমাত্র শীতকাল না ঘরের মধ্যে চপ্পল পড়ার রীতি সারাবছর চলে এসেছে ৷ এটা অনেকেরই নিয়মিত অভ্যাসের মধ্যে পড়ে । পা রক্ষা করা এবং স্টাইলিশ দেখানো-সহ স্যান্ডেল ব্যবহারের অনেক সুবিধা রয়েছে । তবে চিকিৎসকরা সতর্ক করেছেন এর উপকারিতা থাকা সত্ত্বেও কিছু সমস্যা দেখা যায় ৷ জেন নিন, সেগুলি কী কী ?

জয়েন্টে ব্যথা: চিকিৎসকদের মতে, স্টাইলিশ দেখতে সারাদিন জুতো বা চপ্পল পরলে অল্প বয়সেই জয়েন্টে ব্যথা হতে পারে । এটি ব্যাখ্যা করা হয়েছে হাই হিলযুক্ত স্যান্ডেল পরার কারণেও জয়েন্টে ব্যথা হতে পারে । তাই এই ধরনের সমস্যা এড়াতে আগে থেকে হাই হিল স্যান্ডেল ব্যবহার না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা । এছাড়া নিম্নমানের জুতো ও চপ্পল পরলে অনেক স্বাস্থ্য সমস্যা হয় । এরফলে বাত হওয়ার আশঙ্কা তৈরি হয় ৷ ফলে দরকার না হলে ঘরে চপ্পল পরার ব্যবহার কমিয়ে দেওয়া ভালো ৷ চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিকেটেড চপ্পল পরা ভালো ৷

হাড়ের সমস্যা: চিকিৎসকরা জানান, সারাদিন জুতো পরলে পায়ের নখের পাশাপাশি হাড়ও বাড়তে পারে । ফলস্বরূপ, বুড়ো আঙুলের হাড় আঁকাবাঁকা হয়ে যায় । এতে অনেক সমস্যার সৃষ্টি হবে বলে সতর্ক করা হয় । এটি এমন একটি অবস্থা তৈরি করবে যার চিকিৎসা প্রয়োজন হতে পারে । জার্নাল অফ ফুট অ্যান্ড অ্যাঙ্কেল রিসার্চ (Journal of Foot and Ankle Research)- অনুসারে জানা যায়, সারাদিন ঘরে জুতো পরে থাকলে পায়ের ব্যথার পাশাপাশি আকৃতির পরিবর্তনের সমস্যা হয় । এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন, ডাঃ হিল এস, থমাস জে, টাকার আর, বেনেল কে ।

সংক্রমণ: এটি প্রকাশ করা হয় যে ব্যাকটেরিয়া সংক্রমণ ও ছত্রাক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷ বিশেষ করে যদি সারাদিন বাতাস চলাচল না করে পা জুতাতে রাখা হয় । প্রাকৃতিক বাতাস এবং আলো থেকে পায়ে অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে । তবে আয়ুর্বেদ বিশেষজ্ঞরা জানান, এই ধরনের সমস্যা এড়াতে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত । বিশেষ করে কোনও খালিপায়ে প্রতিদিন ঘাসের উপর হাঁটার ভালো । এছাড়াও খালিপায়ে কোনও সমতল জায়গয় হাঁটিহাঁটি করা ভালো ৷ এতে মানসিক চাপ কমাতেও সাহায্য় করে ৷

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3250347/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.