ETV Bharat / health

আপনার রাশি মিলিয়ে প্রিয়জনকে উপহার দিন, জীবন ভরে উঠবে সুখ ও সমৃদ্ধিতে - Gift For zodiac sign - GIFT FOR ZODIAC SIGN

Gifts according to Zodiac Sign: কোনও অনুষ্ঠান বাড়িতে গেলে আপনি কী কী উপাহর দিতে পারেন ৷ জ্যোতিষ অনুযায়ী উপহারের সঙ্গে রাশির সম্পর্ক বিদ্যমান ৷ তাই আপনার রাশি অনুযায়ী কী কী উপহার দিতে পারেন ? জানালেন, জ্যোতিষী রাহুল দে ৷

Gifts according to Zodiac Sign News
রাশি অনুযায়ী দিন উপহার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 1:42 PM IST

হায়দরাাবদ: কোনও অনুষ্ঠান যাওয়ার সময় আত্মীয় বাড়িতে আমরা উপহার নিয়ে যাই ৷ কিন্তু ওই উপহার আমরা রাশি অনুয়ায়ী দিতে পারি তাহলে সেটা আমাদেরও একটা সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় ৷ জেনে নিন, রাশি অনুযায়ী কী গিফট করলে আপনার সুখ ও সমৃদ্ধি হবে ৷

মেষ রাশি: এই রাশির অধিপতি মঙ্গল ৷ এরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন ৷ তাই এই রাশির জাতক-জাতিকা কোনও ইলেকট্রনিক্স গ্যাজেট বা কোনও রহস্যের বই উপহার দিতে পারেন ৷ মেষ রাশির জাতকরা পছন্দও করেন রংচঙে জিনিস ৷ তাই এই রাশির জাতকদের এই ধরনের জিনিস দেওয়া শুভ ৷

বৃষ রাশি: বৃষ রাশির অধিপতি হল শুক্র ৷ এদের মধ্যে সৌন্দর্যতা ও শৌখিনতা লক্ষ করা যায় ৷ এই রাশির জাতকরা কোনও জুয়েলারি বা গারমেন্টের কোনও আইটেম অথবা শৌখিন কোনও জিনিস গিফট করতে পারেন ৷ যা এই রাশির জন্য শুভ হবে ৷

মিথুন রাশি: এই রাশির অধিপতি হল বুধ ৷ এই রাশির জাতকরা কাউকে সবুজ জাতীয় কোনও ড্রেস উপহার দিতে পারেন ৷ এরা খুব কথা বলতে ও বই পড়তে ভালোবাসে ৷ তাই বই গিফট করতে পারেন ৷ অথবা গাছ উপহার হিসাবে দিতে পারেন ৷

কর্কট রাশি: এই রাশির অধিপতি হল চন্দ্র ৷ এই রাশির জাতকরা একটু অনুভূতি প্রবণ হয় ৷ এই রাশির জাতক সুগন্ধি কোনও জিনিস বা পারফিউম গিফট করতে পারেন ৷ এছাড়াও যদি রান্নার কোনও জিনিস গিফট হিসাবে দিতে পারেন তাহলে তার জন্য ভালো হবে ৷

সিংহ রাশি: এই রাশির অধিপতি হল রবি ৷ এই রাশির মানুষরা অন্যদের থেকে একটু আলাদা হয় ৷ এরা অন্যদের থেকে আলাদাভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় তাই এরা সবার থেকে একটু আলাদারকম থাকতে পছন্দ করেন ৷ এরা যদি কাওকে উপহার হিসাবে লাল বা কমলা রঙের পোশাক যদি দিতে পারেন, তাহলে তাদের জন্য ভালো হবে ৷

কন্যা রাশি: এই রাশির অধিপতি বুধ ৷ এই রাশির জাতক-জাতিকারা সাধারণত শান্ত এবং বুদ্ধিদীপ্ত হয়ে থাকে ৷ এরা অন্যকে গল্পের বই, গানের কোনও ডিভিডি বা গানোর সরঞ্জাম জাতীয় কোনও জিনিস গিফট করতে পারেন ৷ সেটা তার জন্য ভালো হবে ৷

তুলা রাশি: এই রাশির অধিপতি শুক্র ৷ তাই এরা শান্ত স্বভাবের হয়ে থাকে ৷ এরা সবদিক ম্যানেজ করে চলাফেরা করতে চায় ৷ এই রাশির জাতকরা খুবই শৌখিন প্রকৃতির হয় ৷ তাই এরা কাউকে উপহার হিসাবে শৌখিন কোনও ড্রেস বা জুয়েলারি বা কালচারাল কোনও জিনিস দিতে পারেন ৷ সেটা তার জন্য শুভ হবে ৷

বৃশ্চিক রাশি: এই রাশির অধিপতি মঙ্গল ৷ এই রাশি অনুসন্ধনী এবং রহস্যের প্রতি ঝোঁক আছে ৷ তাই এরা যদি কোনও উপন্যাস জাতীয় বই, দূরবীণ, ক্য়ামেরা এই জাতীয় জিনিস উপহার দিলে ভালো হবে ৷

ধনু রাশি: এই রাশির অধিপতি বৃহস্পতি ৷ এরা আবেগপ্রবণ, আশাবাদী ও মজাদার হয়ে থাকে ৷ এরা ভ্রমণ করতে ভালোবাসেন ৷ তাই এরা উপহার হিসাবে যদি ভ্রমণ সম্পর্কিত উপহার দেন, তাহলে ভালো হবে ৷

মকর রাশি: এই রাশির অধিপতি শনি ৷ এরা ভীষণ উচ্চবিলাশি হয়ে থাকে ৷ এদের রংবেঙের কোনও জিনিস খুবই পছন্দের ৷ এরা উপহার হিসাবে শৌখিন কোনও জিনিস যেমন- ঘড়ি, রেকডিং করার জিনিস বা পেন দিতে পারেন ৷ এদের জন্য শুভ ৷

কুম্ভ রাশি: এই রাশির অধিপতি শনি ৷ এরা রংবেরঙের জিনিস পছন্দ করেন ৷ এরা গয়না, নীল রঙের কোনও পোশাক এরা উপহার হিসাবে দিতে পারেন ৷ এরা খেতেও খুব ভালোবাসেন তাই খাওয়া সম্পর্কিত কোনও জিনিস উপহার হিসাবে দিতে পারেন ৷

মিন রাশি: এই রাশির অধিপতি বৃহস্পতি ৷ এই রাশির জাতকরা সৃষ্টিশীল প্রকৃতির ৷ এরা হলুদ কোনও পোশাক বা হলুদ কোনও জিনিস উপহার দিতে পারেন ৷

হায়দরাাবদ: কোনও অনুষ্ঠান যাওয়ার সময় আত্মীয় বাড়িতে আমরা উপহার নিয়ে যাই ৷ কিন্তু ওই উপহার আমরা রাশি অনুয়ায়ী দিতে পারি তাহলে সেটা আমাদেরও একটা সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় ৷ জেনে নিন, রাশি অনুযায়ী কী গিফট করলে আপনার সুখ ও সমৃদ্ধি হবে ৷

মেষ রাশি: এই রাশির অধিপতি মঙ্গল ৷ এরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন ৷ তাই এই রাশির জাতক-জাতিকা কোনও ইলেকট্রনিক্স গ্যাজেট বা কোনও রহস্যের বই উপহার দিতে পারেন ৷ মেষ রাশির জাতকরা পছন্দও করেন রংচঙে জিনিস ৷ তাই এই রাশির জাতকদের এই ধরনের জিনিস দেওয়া শুভ ৷

বৃষ রাশি: বৃষ রাশির অধিপতি হল শুক্র ৷ এদের মধ্যে সৌন্দর্যতা ও শৌখিনতা লক্ষ করা যায় ৷ এই রাশির জাতকরা কোনও জুয়েলারি বা গারমেন্টের কোনও আইটেম অথবা শৌখিন কোনও জিনিস গিফট করতে পারেন ৷ যা এই রাশির জন্য শুভ হবে ৷

মিথুন রাশি: এই রাশির অধিপতি হল বুধ ৷ এই রাশির জাতকরা কাউকে সবুজ জাতীয় কোনও ড্রেস উপহার দিতে পারেন ৷ এরা খুব কথা বলতে ও বই পড়তে ভালোবাসে ৷ তাই বই গিফট করতে পারেন ৷ অথবা গাছ উপহার হিসাবে দিতে পারেন ৷

কর্কট রাশি: এই রাশির অধিপতি হল চন্দ্র ৷ এই রাশির জাতকরা একটু অনুভূতি প্রবণ হয় ৷ এই রাশির জাতক সুগন্ধি কোনও জিনিস বা পারফিউম গিফট করতে পারেন ৷ এছাড়াও যদি রান্নার কোনও জিনিস গিফট হিসাবে দিতে পারেন তাহলে তার জন্য ভালো হবে ৷

সিংহ রাশি: এই রাশির অধিপতি হল রবি ৷ এই রাশির মানুষরা অন্যদের থেকে একটু আলাদা হয় ৷ এরা অন্যদের থেকে আলাদাভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় তাই এরা সবার থেকে একটু আলাদারকম থাকতে পছন্দ করেন ৷ এরা যদি কাওকে উপহার হিসাবে লাল বা কমলা রঙের পোশাক যদি দিতে পারেন, তাহলে তাদের জন্য ভালো হবে ৷

কন্যা রাশি: এই রাশির অধিপতি বুধ ৷ এই রাশির জাতক-জাতিকারা সাধারণত শান্ত এবং বুদ্ধিদীপ্ত হয়ে থাকে ৷ এরা অন্যকে গল্পের বই, গানের কোনও ডিভিডি বা গানোর সরঞ্জাম জাতীয় কোনও জিনিস গিফট করতে পারেন ৷ সেটা তার জন্য ভালো হবে ৷

তুলা রাশি: এই রাশির অধিপতি শুক্র ৷ তাই এরা শান্ত স্বভাবের হয়ে থাকে ৷ এরা সবদিক ম্যানেজ করে চলাফেরা করতে চায় ৷ এই রাশির জাতকরা খুবই শৌখিন প্রকৃতির হয় ৷ তাই এরা কাউকে উপহার হিসাবে শৌখিন কোনও ড্রেস বা জুয়েলারি বা কালচারাল কোনও জিনিস দিতে পারেন ৷ সেটা তার জন্য শুভ হবে ৷

বৃশ্চিক রাশি: এই রাশির অধিপতি মঙ্গল ৷ এই রাশি অনুসন্ধনী এবং রহস্যের প্রতি ঝোঁক আছে ৷ তাই এরা যদি কোনও উপন্যাস জাতীয় বই, দূরবীণ, ক্য়ামেরা এই জাতীয় জিনিস উপহার দিলে ভালো হবে ৷

ধনু রাশি: এই রাশির অধিপতি বৃহস্পতি ৷ এরা আবেগপ্রবণ, আশাবাদী ও মজাদার হয়ে থাকে ৷ এরা ভ্রমণ করতে ভালোবাসেন ৷ তাই এরা উপহার হিসাবে যদি ভ্রমণ সম্পর্কিত উপহার দেন, তাহলে ভালো হবে ৷

মকর রাশি: এই রাশির অধিপতি শনি ৷ এরা ভীষণ উচ্চবিলাশি হয়ে থাকে ৷ এদের রংবেঙের কোনও জিনিস খুবই পছন্দের ৷ এরা উপহার হিসাবে শৌখিন কোনও জিনিস যেমন- ঘড়ি, রেকডিং করার জিনিস বা পেন দিতে পারেন ৷ এদের জন্য শুভ ৷

কুম্ভ রাশি: এই রাশির অধিপতি শনি ৷ এরা রংবেরঙের জিনিস পছন্দ করেন ৷ এরা গয়না, নীল রঙের কোনও পোশাক এরা উপহার হিসাবে দিতে পারেন ৷ এরা খেতেও খুব ভালোবাসেন তাই খাওয়া সম্পর্কিত কোনও জিনিস উপহার হিসাবে দিতে পারেন ৷

মিন রাশি: এই রাশির অধিপতি বৃহস্পতি ৷ এই রাশির জাতকরা সৃষ্টিশীল প্রকৃতির ৷ এরা হলুদ কোনও পোশাক বা হলুদ কোনও জিনিস উপহার দিতে পারেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.