ETV Bharat / health

শিশুদের বিরল রোগের চিকিৎসা ও কাউন্সেলিং হবে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে - কলকাতা পৌরনিগম

Kolkata Municipal Corporation: বিরল রোগের হদিশ পেতে এবার অন্তঃসত্ত্বা ও সদ্যোজাতদের স্ক্রিনিং করাবে কলকাতা পৌরনিগম ৷ একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে গাঁটছাড়া বেঁধে 10টি ওয়ার্ডে পাইলট প্রজেক্ট শুরু হচ্ছে ৷ ভবিষ্যতে তা পুরো কলকাতাতেই হবে ৷

KMC
KMC
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 8:35 PM IST

শিশুদের বিরল রোগের চিকিৎসা ও কাউন্সেলিং হবে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে

কলকাতা, 24 ফেব্রুয়ারি: কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য পরিষেবায় খুলতে চলেছে নয়াদিগন্ত । শিশু বিরল কোনও রোগে আক্রান্ত কি না, তা অন্তঃসত্ত্বা বা সদ্যোজাত শিশুদের মায়ের সঙ্গে কথা বলে খোঁজ করবে কলকাতা পৌরনিগম । তবে স্ক্রিনিং থেকে চিকিৎসা নিখরচায় হবে । পৌরনিগমের ইতিহাসে এই প্রথম একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই পরিষেবা চালু করা হতে চলেছে ৷ কলকাতা পৌরনিগম সূত্রে খবর, জিনগত কারণে নতুন প্রজন্মের শিশুদের অনেকেই এই বিরল সমস্ত রোগে আক্রান্ত হচ্ছে । এই রোগের ক্ষেত্রে কি প্রতিরোধ মূলক ব্যবস্থা নেওয়া যায় ও পরিবারের পাশে দাঁড়ানোর কর্মসূচি নেওয়া হচ্ছে ।

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, ‘‘পাইলট প্রজেক্টে হিসেবে কলকাতার 10টি হেলথ ইউনিটে একটি করে স্ক্রিনিং সেন্টার হবে । ওই 10টি সেন্টারে চিকিৎসক ও কলকাতার স্বাস্থ্য বিভাগের আওতাধীন প্রায় 750 আশা কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে ওই বেসরকারি সংস্থার তরফে ৷ প্রাথমিক ভাবে স্বাস্থ্যকেন্দ্রে আসা অন্তঃসত্ত্বা ও সদ্যোজাতকে স্ক্রিনিং করে দেখা হবে কোনও বিরল রোগের হদিশ মেলে কি না । এর পর 16টি বরোতে একটি করে স্ক্রিনিং সেন্টার খোলা হবে । বাকি প্রতি ওয়ার্ডে প্রশ্নোত্তরের মাধ্যমে সদ্যোজাত বা অন্তঃসত্ত্বাকে স্ক্রিনিং সেন্টারে পাঠানো হবে ।’’

বেসরকারি সংস্থার তরফে চিকিৎসক দীপাঞ্জনা জানান, তাঁরা আশা কর্মীদের প্রশিক্ষণ দেবেন । তাঁদের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের সঙ্গে কথা বলবেন । লক্ষণ বুঝে তাঁদের স্ক্রিনিং সেন্টারে আনা হবে । সেখানে চিকিৎসক দেখে ঠিক করবেন কোন সমস্যা, কোথায় পাঠালে সেই রোগের চিকিৎসা হবে । অথবা কোনও টেস্ট করতে হবে কি না, সেটা সরকারি কোন হাসপাতালে হয়, নিখরচায় ইনজেকশন দেওয়া, সবটা করা হবে ।

তিনি আরও জানান, মা ও অভিভাবকদের কাউন্সেলিং করানো হবে, যাতে শিশুটির আগামিদিনে কোন পদ্ধতিতে দেখভাল করতে পারেন । অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল কোনও বিরল রোগ, যার গভীর প্রভাব পড়তে পারে অনাগত সন্তানের উপর, সেক্ষেত্রে ভ্রূণ নষ্ট করার পরামর্শ দেওয়া হতে পারে ।

আরও পড়ুন:

  1. বিরল রোগে আক্রান্ত 9 মাসের শিশু, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর কাছে ছেলেকে বাঁচানোর আর্জি মায়ের
  2. বিরল স্নায়ুরোগ! খুদের চিকিৎসার খরচ 18 কোটি, আর্থিক সাহায্যের আবেদন পরিবারের
  3. বিরল রোগ মোকাবিলায় নীতি

শিশুদের বিরল রোগের চিকিৎসা ও কাউন্সেলিং হবে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে

কলকাতা, 24 ফেব্রুয়ারি: কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য পরিষেবায় খুলতে চলেছে নয়াদিগন্ত । শিশু বিরল কোনও রোগে আক্রান্ত কি না, তা অন্তঃসত্ত্বা বা সদ্যোজাত শিশুদের মায়ের সঙ্গে কথা বলে খোঁজ করবে কলকাতা পৌরনিগম । তবে স্ক্রিনিং থেকে চিকিৎসা নিখরচায় হবে । পৌরনিগমের ইতিহাসে এই প্রথম একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই পরিষেবা চালু করা হতে চলেছে ৷ কলকাতা পৌরনিগম সূত্রে খবর, জিনগত কারণে নতুন প্রজন্মের শিশুদের অনেকেই এই বিরল সমস্ত রোগে আক্রান্ত হচ্ছে । এই রোগের ক্ষেত্রে কি প্রতিরোধ মূলক ব্যবস্থা নেওয়া যায় ও পরিবারের পাশে দাঁড়ানোর কর্মসূচি নেওয়া হচ্ছে ।

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, ‘‘পাইলট প্রজেক্টে হিসেবে কলকাতার 10টি হেলথ ইউনিটে একটি করে স্ক্রিনিং সেন্টার হবে । ওই 10টি সেন্টারে চিকিৎসক ও কলকাতার স্বাস্থ্য বিভাগের আওতাধীন প্রায় 750 আশা কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে ওই বেসরকারি সংস্থার তরফে ৷ প্রাথমিক ভাবে স্বাস্থ্যকেন্দ্রে আসা অন্তঃসত্ত্বা ও সদ্যোজাতকে স্ক্রিনিং করে দেখা হবে কোনও বিরল রোগের হদিশ মেলে কি না । এর পর 16টি বরোতে একটি করে স্ক্রিনিং সেন্টার খোলা হবে । বাকি প্রতি ওয়ার্ডে প্রশ্নোত্তরের মাধ্যমে সদ্যোজাত বা অন্তঃসত্ত্বাকে স্ক্রিনিং সেন্টারে পাঠানো হবে ।’’

বেসরকারি সংস্থার তরফে চিকিৎসক দীপাঞ্জনা জানান, তাঁরা আশা কর্মীদের প্রশিক্ষণ দেবেন । তাঁদের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের সঙ্গে কথা বলবেন । লক্ষণ বুঝে তাঁদের স্ক্রিনিং সেন্টারে আনা হবে । সেখানে চিকিৎসক দেখে ঠিক করবেন কোন সমস্যা, কোথায় পাঠালে সেই রোগের চিকিৎসা হবে । অথবা কোনও টেস্ট করতে হবে কি না, সেটা সরকারি কোন হাসপাতালে হয়, নিখরচায় ইনজেকশন দেওয়া, সবটা করা হবে ।

তিনি আরও জানান, মা ও অভিভাবকদের কাউন্সেলিং করানো হবে, যাতে শিশুটির আগামিদিনে কোন পদ্ধতিতে দেখভাল করতে পারেন । অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল কোনও বিরল রোগ, যার গভীর প্রভাব পড়তে পারে অনাগত সন্তানের উপর, সেক্ষেত্রে ভ্রূণ নষ্ট করার পরামর্শ দেওয়া হতে পারে ।

আরও পড়ুন:

  1. বিরল রোগে আক্রান্ত 9 মাসের শিশু, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর কাছে ছেলেকে বাঁচানোর আর্জি মায়ের
  2. বিরল স্নায়ুরোগ! খুদের চিকিৎসার খরচ 18 কোটি, আর্থিক সাহায্যের আবেদন পরিবারের
  3. বিরল রোগ মোকাবিলায় নীতি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.