ETV Bharat / health

ঘুমের মধ্যে এই স্বপ্ন দেখেন ? শুভ সময় আসছে জীবনে - Know Your Dream - KNOW YOUR DREAM

Auspicious Dream: বিভিন্ন স্বপ্নের আলাদা আলাদা ব্যাখ্যা থাকে । কোনও কোনও স্বপ্ন আমাদের জীবনে ভালো কিছু ঘটতে চলেছে বলে ইঙ্গিত দেয় । আবার কোনও কোনও স্বপ্ন জীবনে বিপদ আসার সংকেত দিয়ে থাকে ৷ তবে আপনি এই স্বপ্ন দেখলে আপনার জীবনে আনতে পারে বড় সাফল্য ৷ কোন স্বপ্নের কী মানে, জানালেন জ্যোতিষী রাহুল দে...

Dream Meaning
বিভিন্ন স্বপ্নের আলাদা আলাদা ব্যাখ্যা থাকে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 11:11 AM IST

কলকাতা: শাস্ত্র বলে, ঘুমের মধ্যে আমরা যে স্বপ্ন দেখি তার প্রত্যেকটির আলাদা আলাদা ব্যখ্যা আছে ৷ আমাদের জীবনে কী ঘটতে চলেছে, তারই ইঙ্গিত দেয় এই সব স্বপ্ন । জ্যোতিষীর মতে, কোনও কোনও স্বপ্ন দেখা অত্যন্ত শুভ । যা আমাদের জীবনে আনতে পারে বদলের ছোঁয়া ৷ জ্যোতিষশাস্ত্র বলছে, এই তিনটি স্বপ্ন দেখা জীবনের জন্য শুভ ৷ জ্যোতিষী রাহুল দে জানালেন, এই স্বপ্ন আপনার জীবনে আনতে পারে শুভ যোগ, সাফল্য ৷ এই সব স্বপ্ন যাঁরা দেখেন তাঁরা অত্যন্ত সৌভাগ্যশালী হন ।

সাধারণত সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে স্বপ্ন ভুলে যাই আমরা । কিন্তু এমন কিছু স্বপ্ন মনের মধ্যে এমন জায়গা করে নেয় যে সেই স্বপ্ন একেবারেই ভোলার নয় । আর সেই স্বপ্নের অর্থ জানার জন্য বেশিই আগ্রহী হয়ে থাকি । জেনে নিন, ঘুমের মধ্যে কোন কোন স্বপ্ন দেখা সবচেয়ে শুভ ।

সাপের স্বপ্ন: সাপের স্বপ্নকে সাধারণত শুভ স্বপ্ন মানা হয় । বিশেষত ঘুমের মধ্যে সাপের স্বপ্ন দেখলে জ্যোতিষবিদ্যায় বলা হচ্ছে, আপনার কর্মের জন্য শুভ যোগ রয়েছে ৷ কারও কর্ম যদি ভালো না-হয় বা সমস্যা চলে অথবা যারা নতুন কাজ শুরু করবেন, তাঁরা যদি এই স্বপ্ন দেখেন তাহলে তাঁর অর্থ, যাবতীয় বাধা কেটে যাচ্ছে ৷ আপনার কর্ম ভালো হলেই সাফল্য আসে ৷ ফলে সাপের স্বপ্ন সুখ, সমৃদ্ধি ও ধনলাভের দিকে ইঙ্গিত করে ।

2) মৃত ব্যক্তির স্বপ্ন: যদি আপনি কোনও মৃত ব্যক্তির স্বপ্ন দেখেন তাহলে বলা হয়ে থাকে এটি আপনার আয়ু বৃদ্ধির ইঙ্গিত দেয় ৷ এই স্বপ্ন আমাদের জীবনে কিছু পরিবর্তন আনতে পারে । পেতে পারেন বড় সাফল্য ৷

3) ভগবানের স্বপ্ন: আমাদের সকলের মনে ঈশ্বরের প্রতিমূর্তি রয়েছে । কিছু মানুষ তাঁদের স্বপ্নে ঈশ্বরকে দেখতে পান । এর অনেক অর্থ হতে পারে, তবে সাধারণত স্বপ্নে ভগবানের আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয় । আপনি ভগবান বা দেবতার স্বপ্ন দেখলে আর্থিক দিক থেকে উন্নতি হবে ৷ তবে জ্যোতিষী পরামর্শ দেন এই স্বপ্ন দেখার পর কাউকে তা জানানো উচিত নয় ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

কলকাতা: শাস্ত্র বলে, ঘুমের মধ্যে আমরা যে স্বপ্ন দেখি তার প্রত্যেকটির আলাদা আলাদা ব্যখ্যা আছে ৷ আমাদের জীবনে কী ঘটতে চলেছে, তারই ইঙ্গিত দেয় এই সব স্বপ্ন । জ্যোতিষীর মতে, কোনও কোনও স্বপ্ন দেখা অত্যন্ত শুভ । যা আমাদের জীবনে আনতে পারে বদলের ছোঁয়া ৷ জ্যোতিষশাস্ত্র বলছে, এই তিনটি স্বপ্ন দেখা জীবনের জন্য শুভ ৷ জ্যোতিষী রাহুল দে জানালেন, এই স্বপ্ন আপনার জীবনে আনতে পারে শুভ যোগ, সাফল্য ৷ এই সব স্বপ্ন যাঁরা দেখেন তাঁরা অত্যন্ত সৌভাগ্যশালী হন ।

সাধারণত সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে স্বপ্ন ভুলে যাই আমরা । কিন্তু এমন কিছু স্বপ্ন মনের মধ্যে এমন জায়গা করে নেয় যে সেই স্বপ্ন একেবারেই ভোলার নয় । আর সেই স্বপ্নের অর্থ জানার জন্য বেশিই আগ্রহী হয়ে থাকি । জেনে নিন, ঘুমের মধ্যে কোন কোন স্বপ্ন দেখা সবচেয়ে শুভ ।

সাপের স্বপ্ন: সাপের স্বপ্নকে সাধারণত শুভ স্বপ্ন মানা হয় । বিশেষত ঘুমের মধ্যে সাপের স্বপ্ন দেখলে জ্যোতিষবিদ্যায় বলা হচ্ছে, আপনার কর্মের জন্য শুভ যোগ রয়েছে ৷ কারও কর্ম যদি ভালো না-হয় বা সমস্যা চলে অথবা যারা নতুন কাজ শুরু করবেন, তাঁরা যদি এই স্বপ্ন দেখেন তাহলে তাঁর অর্থ, যাবতীয় বাধা কেটে যাচ্ছে ৷ আপনার কর্ম ভালো হলেই সাফল্য আসে ৷ ফলে সাপের স্বপ্ন সুখ, সমৃদ্ধি ও ধনলাভের দিকে ইঙ্গিত করে ।

2) মৃত ব্যক্তির স্বপ্ন: যদি আপনি কোনও মৃত ব্যক্তির স্বপ্ন দেখেন তাহলে বলা হয়ে থাকে এটি আপনার আয়ু বৃদ্ধির ইঙ্গিত দেয় ৷ এই স্বপ্ন আমাদের জীবনে কিছু পরিবর্তন আনতে পারে । পেতে পারেন বড় সাফল্য ৷

3) ভগবানের স্বপ্ন: আমাদের সকলের মনে ঈশ্বরের প্রতিমূর্তি রয়েছে । কিছু মানুষ তাঁদের স্বপ্নে ঈশ্বরকে দেখতে পান । এর অনেক অর্থ হতে পারে, তবে সাধারণত স্বপ্নে ভগবানের আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয় । আপনি ভগবান বা দেবতার স্বপ্ন দেখলে আর্থিক দিক থেকে উন্নতি হবে ৷ তবে জ্যোতিষী পরামর্শ দেন এই স্বপ্ন দেখার পর কাউকে তা জানানো উচিত নয় ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.