ETV Bharat / health

এলাচের সুগন্ধে ভরবে জীবন, কাটবে সব বাধা-বিপত্তি - CARDAMOM IN VAASTU - CARDAMOM IN VAASTU

Vaastu Tips: এলাচের ব্যবহার বহু প্রাচীন কাল থেকেই আমাদের দেশে চলে আসছে । সুগন্ধী এই মশলাটি রান্না, বিশেষত কোনও মিষ্টি খাবারের স্বাদ বাড়িয়ে দিতে পারে বহুগুণ । কাজেকর্মে বাধা থেকে শুরু করে দাম্পত্য সবকিছুতেই সুখ আসবে এলাচের গুণেই ৷ কীভাবে ব্যবহার করবেন জানালেন জ্যোতিষী রাহুল দে ৷

Cardamom Vaastu Tips News
জীবনে সমস্যার সমাধান এলাচে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 5:10 PM IST

হায়দরাবাদ: আমাদের দেশে এলাচের ব্যবহার বহু প্রচীন কাল থেকেই চলে আসছে ৷ সুগন্ধী এই মশলাটি বিভিন্ন রান্নাতে ব্য়বহার করা হয় ৷ তবে এটি বহুগুণ সম্পন্ন ৷ বাস্তুশাস্ত্র অনুযায়ী, এলাচকে ঠিকঠাক ব্যবহার করতে পারলে জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করা যায় ৷ সমস্যার সমাধান মিলবে এলাচের গুণে, জানালেন জ্যোতিষী ৷

জ্যোতিষী রাহুল দে জানান, এই ছোট এলাচ ব্যক্তির ভাগ্য বদলে দিতে পারে । একটি ছোট এলাচের ফলে জীবনে অনেক বড় বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে । তাহলে এলাচ নিয়ে এমন কী করতে পারেন, যার ফলে আপনার জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে ৷

অর্থ লাভের উপায়: টাকা-পয়সা নিয়ে যাঁরা খুব সমস্যায় রয়েছেন, তাঁরা 5 টি এলাচ নিয়ে মানিব্যাগে রেখে দিন ৷ এতে অনেক উপকার পাওয়া যাবে ৷ প্রত্যেক শুক্রবার এটি করতে পারেন ৷ পুরনো এলাচ বদলে আবার নতুন এলাচ রাখুন ৷ এতে আপনার টাকা-পয়সা বৃদ্ধি পাবে ৷ ব্যয়ও কম হবে ৷ এছাড়াও আপনি এলাচ অন্য কোনও ব্যক্তিকে দান করতে পারেন ৷ এর ফলে আপনার জীবনের দারিদ্রতা দূর হবে ৷

কর্মক্ষেত্রে বাধা থাকলে উন্নতি হবে: কোনও গুরুত্বপূর্ণ কাজ বা কোনও শুভ কাজে বাধার এলে, তা দূর করতে এলাচ হতে পারে এক মোক্ষম উপায় ৷ এর জন্য বৃহস্পতিবার একটা হলুদ কাপড়ে এলাচ নিয়ে ঘরে রেখে দিতে পারেন ৷ এতে বাধা পড়া কাজ সফল হবে ৷ এছাড়াও কর্মক্ষেত্রেও উন্নতি হবে ৷

দাম্পত্য জীবন সুখের হবে: স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসায় অভাব থাকলে সেই অভাবও পূরণ করবে এলাচ ৷ এই এলাচের গুণেই ভালোবাসায় পূর্ণ হবে দাম্পত্য জীবন ৷ এর জন্য আপনি আপনার ঘরে বা ঠাকুরের জায়গায় এলাচ রেখে দিন ৷ এতে দাম্পত্য জীবন হবে সুখের ৷

হায়দরাবাদ: আমাদের দেশে এলাচের ব্যবহার বহু প্রচীন কাল থেকেই চলে আসছে ৷ সুগন্ধী এই মশলাটি বিভিন্ন রান্নাতে ব্য়বহার করা হয় ৷ তবে এটি বহুগুণ সম্পন্ন ৷ বাস্তুশাস্ত্র অনুযায়ী, এলাচকে ঠিকঠাক ব্যবহার করতে পারলে জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করা যায় ৷ সমস্যার সমাধান মিলবে এলাচের গুণে, জানালেন জ্যোতিষী ৷

জ্যোতিষী রাহুল দে জানান, এই ছোট এলাচ ব্যক্তির ভাগ্য বদলে দিতে পারে । একটি ছোট এলাচের ফলে জীবনে অনেক বড় বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে । তাহলে এলাচ নিয়ে এমন কী করতে পারেন, যার ফলে আপনার জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে ৷

অর্থ লাভের উপায়: টাকা-পয়সা নিয়ে যাঁরা খুব সমস্যায় রয়েছেন, তাঁরা 5 টি এলাচ নিয়ে মানিব্যাগে রেখে দিন ৷ এতে অনেক উপকার পাওয়া যাবে ৷ প্রত্যেক শুক্রবার এটি করতে পারেন ৷ পুরনো এলাচ বদলে আবার নতুন এলাচ রাখুন ৷ এতে আপনার টাকা-পয়সা বৃদ্ধি পাবে ৷ ব্যয়ও কম হবে ৷ এছাড়াও আপনি এলাচ অন্য কোনও ব্যক্তিকে দান করতে পারেন ৷ এর ফলে আপনার জীবনের দারিদ্রতা দূর হবে ৷

কর্মক্ষেত্রে বাধা থাকলে উন্নতি হবে: কোনও গুরুত্বপূর্ণ কাজ বা কোনও শুভ কাজে বাধার এলে, তা দূর করতে এলাচ হতে পারে এক মোক্ষম উপায় ৷ এর জন্য বৃহস্পতিবার একটা হলুদ কাপড়ে এলাচ নিয়ে ঘরে রেখে দিতে পারেন ৷ এতে বাধা পড়া কাজ সফল হবে ৷ এছাড়াও কর্মক্ষেত্রেও উন্নতি হবে ৷

দাম্পত্য জীবন সুখের হবে: স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসায় অভাব থাকলে সেই অভাবও পূরণ করবে এলাচ ৷ এই এলাচের গুণেই ভালোবাসায় পূর্ণ হবে দাম্পত্য জীবন ৷ এর জন্য আপনি আপনার ঘরে বা ঠাকুরের জায়গায় এলাচ রেখে দিন ৷ এতে দাম্পত্য জীবন হবে সুখের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.