কলকাতা: এসি ঘরে চার দেওয়ালে কাজ করলেও ত্বকে ট্যান পড়ে ৷ ফলে অনকেই প্রতিমাসে পার্লারে গিয়ে ডি-ট্যান ও ব্লিচ এবং ত্বকের ধরণ অনুযায়ী একটা ফেসিয়াল করিয়ে থাকেন ৷ তবে অল্প খরচেই বাড়িতে বসেই ঘরোয়া জিনিস দিয়ে ব্লিচ করে নিতে পারবেন৷
তবে বিশেষজ্ঞরা জানান, বিউটি পার্লারে যে ফেসিয়াল ব্লিচ ব্যবহার করা হয় তাতে রাসায়নিক থাকে। তাই এর পরিবর্তে, কিছু সময় নিয়ে বাড়িতে এই সহজ ব্লিচ তৈরি করার পরামর্শ দেওয়া হয়। যেহেতু এটি প্রাকৃতিক তাই এটি ত্বকের স্বাস্থ্যের কোনও ক্ষতি করে না। তাই প্রাকৃতিক ভেষজ ব্লিচের জন্য উপাদান কী কী ? জেনে নিন এই প্রাকৃতিক ব্লিচ কীভাবে করবেন ?
প্রয়োজনীয় উপাদান: এক কাপ টক দই, হাফ চা-চামচ হলুদ, হাফ চামচ চন্দন গুঁড়ো, 2 চা-চামচ মধু, এক চামচ লেবুর রস, হাফ চা-চামচ কমলার খোসার গুঁড়ো, হাফ চা-চামচ লেবুর খোসার গুঁড়ো ৷
কীভাবে ব্লিচ প্রয়োগ করবেন (How to Apply Bleach): প্রথমে একটি পাত্র নিন এবং এতে উপরে উল্লেখিত সমস্ত উপকরণ দিন । তারপর সব ভালো করে মিশিয়ে একটি নরম পেস্ট তৈরি করুন ।
তারপর মুখ পরিষ্কার করে ধুয়ে মিশ্রণটি মুখে লাগান । এটি 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিন । এরপর এটি আপনার হাত দিয়ে মসৃণভাবে মাসাজ করুন ও হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
বিশেষজ্ঞদের মতে, বাড়িতে প্রাকৃতিকভাবে ব্লিচ তৈরি করে সপ্তাহে একবার মুখে লাগালে ত্বকের নানা সমস্যা দূর হয় এবং মুখ সুন্দর উজ্জ্বল হয়। তবে অবশ্যই আপনার ত্বকের ধরণ অনুযায়ী একজন বিউটিশিয়ানের পরামর্শ নেওয়া প্রয়োজন ৷
2016 সালে 'জার্নাল অফ ডার্মাটোলজিক্যাল ট্রিটমেন্ট' (Journal of Dermatological Treatment)-এ প্রকাশিত একটি গবেষণায় জানা গিয়েছে, হলুদের অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলি ত্বকের মৃত কোষগুলিকে অপসারণ করতে এবং ব্রণ কমাতে খুব কার্যকর। চিনের গুয়াংজুতে অবস্থিত সাউথ চায়না মেডিক্যাল ইউনিভার্সিটির (University of South China) প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ ইয়ান শ্যাং এই গবেষণায় অংশ নিয়েছিলেন। তিনি বলেন, "হলুদে থাকা কারকিউমিন ত্বকের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে।"
বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য নির্দিষ্ট গবেষণা থেকে প্রাপ্ত এবং এর মতামতও ওই গবেষণার সঙ্গে যুক্ত গবেষক-বিশেষজ্ঞের ব্যক্তিগত ৷ শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই এই প্রতিবেদনটি লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷