ETV Bharat / health

সুন্দর চুল পেতে চান ? ব্যবহার করতে পারেন এই জিনিস - glycerin foe hair

Hair Care: ঘন, কোমল ও ঝলমলে চুল আপনার সৌন্দর্য বাড়ায় ৷ কিন্তু আমরা যে ধরনের লাইফস্টাইল ও ডায়েট অনুসরণ করি তাতে সুস্থ চুল পাওয়া সম্ভব হয় না ৷ এই কারণে চুল ভেঙে যাওয়া, চুল পড়া ও শুষ্কতার সমস্যাও দেখা দিয়েছে । যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে গ্লিসারিন দিয়ে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পান ।

Hair Care News
সুন্দর চুল পেতে চান
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 11:40 AM IST

হায়দরাবাদ: আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বক ও চুলের সমস্যা শুরু হয় । প্রায় প্রতিটি ঋতুতেই চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন মানুষ । এই মরশুমে শুষ্কতার কারণে চুল দ্রুত ভেঙে যায় । এমন পরিস্থিতিতে এগুলি হাইড্রেটেড রাখা খুবই গুরুত্বপূর্ণ । যার জন্য শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন । গ্লিসারিন ব্যবহার চুল সংক্রান্ত সমস্যা দূর করতেও বেশ উপকারী । জেনে নিন, কীভাবে ব্যবহার করবেন ।

এভাবে চুলে গ্লিসারিন ব্যবহার করুন (Use glycerin on hair like this)

গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন: এজন্য চুলের দৈর্ঘ্য অনুযায়ী সমপরিমাণ গ্লিসারিন ও জল মিশিয়ে নিন । তারপর এতে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিন । এছাড়াও তেল কিছু পরিমাণ মিশিয়ে চুলে লাগান । কিছুক্ষণ রেখে 15 মিনিট পর শ্যাম্পু করুন । এতে চুলের শুষ্কতা কমে যায় ।

মধুর সঙ্গে গ্লিসারিন: এ জন্য সমপরিমাণ মধু ও গ্লিসারিন নিতে হবে । এতে 1 থেকে 2 চামচ নারকেল তেল দিন । ভালো করে মিশিয়ে চুলে লাগান । 30 মিনিট রাখার পর শ্যাম্পু করে ফেলুন ।

অ্যালোভেরা জেলের সঙ্গে গ্লিসারিন: অ্যালোভেরা জেল চুল সংক্রান্ত অনেক সমস্যা দূর করে । একটি পাত্রে সমপরিমাণ গ্লিসারিন এবং অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে পেষ্ট করে নিন । তারপর চুলে লাগান ৷ এটি লাগালে চুল ভেঙে যাওয়া ও পড়া বন্ধ হয় ।

অ্যাভোকাডোর সঙ্গে গ্লিসারিন: 2 চামচ অ্যাভোকাডো পাল্পে সমপরিমাণ গ্লিসারিন মিশিয়ে নিন । চুলের গোড়া থেকে লম্বা পর্যন্ত লাগান । 15 মিনিট চুলে রাখার পর চুল ধুয়ে ফেলুন । চুলের উজ্জ্বলতা ও শক্তি বৃদ্ধি পায় ।

আরও পড়ুন:

  1. আজ ধূমপানমুক্ত দিবস, সচেতনতা বাড়াতে কী পদক্ষেপ! ইটিভি ভারতকে জানালেন বিশিষ্ট চিকিৎসক
  2. তামাক শিল্প থেকে শিশুদের রক্ষা, প্রতিপাদ্য নিয়ে পালিত হয় ধূমপানমুক্ত দিবস
  3. রোজ খেতে পারেন ধনে বীজের জল, শরীরের জন্য মিলবে সুফল

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

হায়দরাবাদ: আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বক ও চুলের সমস্যা শুরু হয় । প্রায় প্রতিটি ঋতুতেই চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন মানুষ । এই মরশুমে শুষ্কতার কারণে চুল দ্রুত ভেঙে যায় । এমন পরিস্থিতিতে এগুলি হাইড্রেটেড রাখা খুবই গুরুত্বপূর্ণ । যার জন্য শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন । গ্লিসারিন ব্যবহার চুল সংক্রান্ত সমস্যা দূর করতেও বেশ উপকারী । জেনে নিন, কীভাবে ব্যবহার করবেন ।

এভাবে চুলে গ্লিসারিন ব্যবহার করুন (Use glycerin on hair like this)

গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন: এজন্য চুলের দৈর্ঘ্য অনুযায়ী সমপরিমাণ গ্লিসারিন ও জল মিশিয়ে নিন । তারপর এতে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিন । এছাড়াও তেল কিছু পরিমাণ মিশিয়ে চুলে লাগান । কিছুক্ষণ রেখে 15 মিনিট পর শ্যাম্পু করুন । এতে চুলের শুষ্কতা কমে যায় ।

মধুর সঙ্গে গ্লিসারিন: এ জন্য সমপরিমাণ মধু ও গ্লিসারিন নিতে হবে । এতে 1 থেকে 2 চামচ নারকেল তেল দিন । ভালো করে মিশিয়ে চুলে লাগান । 30 মিনিট রাখার পর শ্যাম্পু করে ফেলুন ।

অ্যালোভেরা জেলের সঙ্গে গ্লিসারিন: অ্যালোভেরা জেল চুল সংক্রান্ত অনেক সমস্যা দূর করে । একটি পাত্রে সমপরিমাণ গ্লিসারিন এবং অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে পেষ্ট করে নিন । তারপর চুলে লাগান ৷ এটি লাগালে চুল ভেঙে যাওয়া ও পড়া বন্ধ হয় ।

অ্যাভোকাডোর সঙ্গে গ্লিসারিন: 2 চামচ অ্যাভোকাডো পাল্পে সমপরিমাণ গ্লিসারিন মিশিয়ে নিন । চুলের গোড়া থেকে লম্বা পর্যন্ত লাগান । 15 মিনিট চুলে রাখার পর চুল ধুয়ে ফেলুন । চুলের উজ্জ্বলতা ও শক্তি বৃদ্ধি পায় ।

আরও পড়ুন:

  1. আজ ধূমপানমুক্ত দিবস, সচেতনতা বাড়াতে কী পদক্ষেপ! ইটিভি ভারতকে জানালেন বিশিষ্ট চিকিৎসক
  2. তামাক শিল্প থেকে শিশুদের রক্ষা, প্রতিপাদ্য নিয়ে পালিত হয় ধূমপানমুক্ত দিবস
  3. রোজ খেতে পারেন ধনে বীজের জল, শরীরের জন্য মিলবে সুফল

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.