ETV Bharat / health

মধুমেহ থাকলে সুরাপান করা যায়? জেনে নিন বিশেষজ্ঞর মতামত - Diabetes Drink Alcohol

author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 7:17 PM IST

Problems Of Diabetes Drink Alcohol News
ডায়াবেটিসে অ্যালকোহল পান করছেন (Rkc)

Problems Of Diabetes Drink Alcohol: আজকাল মাদকাসক্তি সাধারণ ব্যাপার । কিন্তু কেউ কেউ এরপরও মদ্যপান করতে থাকেন। এর ফল কী হতে পারে তা তুলে ধরলাম আমরা।

হায়দরাবাদ: একটি নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে ডায়াবেটিস সাধারণ ব্যাপার । যাদের সুগার আছে তাঁরা কি অ্যালকোহল পান করেত পারেন ? বিশেষজ্ঞদের মতে, কোনও অবস্থাতেই তাদের অ্যালকোহল পান করা উচিত নয় । তারা সতর্ক করেন ডায়াবেটিসে অ্যালকোহল যোগ করা আগুনে জ্বালানি যোগ করার মতো । তবে কিছু মানুষ মনে করেন, অল্প পরিমাণ অ্যালকোহল পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে ৷

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের সাধারণত স্নায়ুর ক্ষতি হওয়ার ঝুঁকি বেশি থাকে । অ্যালকোহল পান করলেও স্নায়ু ক্ষতিগ্রস্ত হবে । যেমন, যাদের সুগার আছে সেই ব্যক্তিদের সতর্ক করা হয় ৷ কারণ অ্যালকোহল পান করলে তাদের স্নায়ুকে আরও ক্ষতিগ্রস্ত করবে । এই কারণে বলা হয় বেশিরভাগ মানুষই পা এবং হাতে অসাড়তা, জ্বালা ভাব এবং সূঁচ দ্বারা ছিঁড়ে যাওয়ার মতো অনুভূতির মতো লক্ষণগুলি অনুভব করে । অ্যলকোহল সেবন করলে এই সমস্যা আরও বেড়ে যায় ৷ এটি দীর্ঘ সময় ধরে চলতে থাকলে, এটি স্নায়ুর ক্ষতি করতে পারে এছাড়াও পায়ে অসাড়তা এবং আলসারের মতো অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে ৷

বিশেষজ্ঞরা বলেন, "ডায়াবেটিস রোগীদের ওষুধ খাওয়ার কারণে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ।" 2018 সালে 'ডায়াবেটিস কেয়ার জার্নাল'-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, গবেষকরা দেখেছেন যে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা যখন অ্যালকোহল পান করেন তাদের রক্তে শর্করার মাত্রা 30 শতাংশ বেড়ে যায় ।"

জেনারেল ফিজিশিয়ান ডাঃ এস মনোহর বলেন, "শর্করায় আক্রান্ত ব্যক্তিদের অ্যালকোহল সেবনের কারণে সুগারের মাত্রা আরও বাড়তে পারে ৷" তবে আপনার কোনও সমস্যার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন ৷

আরও পড়ুন:

  1. রোজ ময়দার পরোটা খাচ্ছেন ? অপেক্ষা করছে বড় বিপদ
  2. গরমেও তৈলাক্ত খাবার খাচ্ছেন ? শরীর সুস্থ রাখতে এই কাজগুলি করতে পারেন
  3. প্রতিদিন 30 মিনিট অনুশীলনেই সুস্থ থাকবে শরীর ! নাচের উপকারিতা জানা আছে ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.