হায়দরাবাদ: ফ্রিজ আমাদের ব্য়বহারের দৈনন্দিন জীবনের গুরত্বপূর্ণ অংশ ৷ যা আমাদের সবকিছু ব্যবহারে কাজে লাগে ৷ এটি ছাড়া যেন চলে না ৷ শাকসবজি থেকে খাবার সবকিছু বেশি করে ফ্রজে স্টোর করে রাখলেই কাজ শেষ ৷ ফ্রিজ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে, বিভিন্ন রোগের ব্যাকটেরিয়া সেখান থেকে খাবারে ছড়াতে থাকে । সব খাবার ঢেকে ফ্রিজে রাখলেও অনেক সময় তবে এই ফ্রিজ কিচুদিন পর পর পরিষ্কার করা প্রয়োজন ৷ জেনে নিন, কিছু ঘরোয়া উপায় যা দিয়ে আপনি ফ্রিজ পরিষ্কার রাখতে পারেন ফলে যাতে দুর্গন্ধ না ছড়ায় (Clean the fridge at home) ৷
লেবুর রস: ফ্রিজ পরিষ্কার রাখতে লেবু ব্য়বহার করতে পারেন ৷ একবাটি জলে লেবুর রস মিশিয়ে সেই জল মুছে পরিষ্কার করলে দুর্গন্ধ ও ময়লা দূর হয় ৷
ভিনিগার: এছা়ড়াও ব্যবহার করতে পারেন ভিনিগার ৷ ভিনিগারেও খুব ভালো পরিষ্কার হয় ফ্রিজ ৷ একটি পাত্রে পরিমাণ মতো ভিনিগার নিয়ে তাতে জল মিশিয়ে সুতির কাপড় দিয়ে ভালো মুছে পরিষ্কার করে নিলেই কাজ সারা ৷
বেকিং সোডা: একটি পাত্রে জল দিয়ে তাতে কিছু পরিমাণ বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিন ৷ একটা কাপড় ওই জলে ভিজিয়ে ফ্রিজ ভালো করে পরিষ্কার করে নিন ৷ এরপর জলে কাপড় ভিজিয়ে আবার একবার মুছে নিতে পারেন ৷ এতে ফ্রিজ চকচকে দেখাবে ৷
সাবান জল: ফ্রিজের ভিতরের অংশগুলি কুসুম গরম সাবান জলে শুকনো কাপড় দিয়ে মুছে নিন ৷ এতে আপনি চাইলে লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন ৷ তারপর শুকনো কাপড় দিয়ে ভালো ভাবে আবারও একবার মুছে নিন ৷ ফ্রিজ পরিষ্কার রাখা স্বাস্থ্যের জন্যও ভালো ৷
সবশেষে ফ্রিজে আপনি কফির গুড়ো বা ভ্যানিলা এসেন্সও রাখতে পারেন ৷ এতে ফ্রিজের দুর্গন্ধ দূর করতে সাহায্য় করে ৷
আরও পড়ুন: