কলকাতা, 6 নভেম্বর: 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের পর অন্বেষা-ঋত্বিক জুটিকে মিস করছিল দর্শক। তারা ফের দেখতে চাইছিল এই জুটিকে। কিন্তু দুজনেই ছিলেন আলাদা চরিত্রে আলাদা গল্পে। তবে, ফের ফিরেছেন তাঁরা। 'আনন্দী' কাছাকাছি এনেছে তাঁদের।
একইসঙ্গে ঋত্বিকের 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের জনপ্রিয় নাম টুকাইবাবুও ফিরে এসেছে ধারাবাহিকে। আনন্দী তথা অন্বেষা ও আদিদেব তথা ঋত্বিকের সম্পর্কে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে তিতির তথা সৃজনি মিত্র ৷ অন্যদিকে জমে উঠেছে সৌম্যদীপ সিংহ রায়-তানিয়া রায়ের অভিনয়ও ৷ কোন দিকে এগোচ্ছে ধারাবাহিকের গল্প সেটে ঢুঁ মারল ইটিভি ভারত ৷
চিত্রনাট্য অনুযায়ী, আনন্দীর শ্বশুরবাড়িতে চলে পুরুষশাসন। মেয়েদের কথাকে এখানে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হয়। সেই তরীর পাল উল্টোদিকে বইয়ে দিতে পরিবারে উপস্থিত আনন্দী। ধারাবাহিকের আরও দুই গুরুত্বপূর্ণ চরিত্র অনিন্দ্য এবং তনুশ্রী ৷ এই দুটি চরিত্রে অভিনয় করছেন সৌম্যদীপ সিংহ রায় এবং তানিয়া রায়। তানিয়া বলেন, "আনন্দীতে কিছু কিছু ঘটনা দেখানো হচ্ছে যেগুলোর সঙ্গে আমরা নিজেদেরকেও খুঁজে পাচ্ছি। এগুলো আমাদের জীবনেও ঘটে। আশেপাশেও ঘটে।"
সৌম্যদীপের কথায়, "পুরুষশাসিত সংসার তো কাম্য নয়। আনন্দী এসেছে। কীভাবে সে পরিবারের গোটা সিস্টেমটাকে পালটে দেয় বা আদৌ পারে কিনা এবার সেটাই দেখার।" অন্যদিকে ধারাবাহিকে রয়েছে ত্রিকোণ প্রেমের গল্প। আদিকে ভালোবাসে তিতির। ওদিকে আনন্দী আদির স্ত্রী। আদি আবার এদের কাউকেই ভালোবাসে না। তা হলে সে কাকে ভালোবাসে?
তিতির থুড়ি সৃজনী বলেন, "আদিদেব শুধু পেশেন্টদের ভালোবাসে। আমি আর আনন্দী ভাবছি এবার পেশেন্ট হয়ে যাব।" অন্বেষা বলেন, "লোকে ভালোবাসা পায় না আর আদিদেব দুটো ভালোবাসা পাচ্ছে। বদহজম না হয়ে যায় ওর।" ঋত্বিকও দুই নায়িকার প্রশংসা করেন। ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় উঠে এল আরও মজাদার খুনসুটি ৷