হায়দরাবাদ. 26 অগস্ট: তিলোত্তমা যতদিন ন্যায়বিচার পাচ্ছেন না, ততদিন প্রতিবাদ চলবে ৷ বিগত কয়েকদিন ধরে সাধারণ মানুষ থেকে টলি তারকারা তা স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন ৷ সকলেই নির্যাতিতার বিচার চেয়ে ধর্ষকদের বিরুদ্ধে কড়া শাস্তি দাবি জানিয়েছেন ৷ এমনকী, অভিনেতা দেবও ধর্ষকদের ফাঁসির মতো সাজার দাবি করেন ৷ এবার দেবের পথে হাঁটলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ ইন্সটা স্টোরিতে কেন্দ্রের কাছে ক্যাপিটাল পানিশমেন্টের দাবি জানান 'ইন্দুবালা ভাতের হোটেল' খ্যাত অভিনেত্রী ৷
কেন্দ্রীয় সরকারের উদ্দেশে অভিনেত্রীর আর্জি, "এক রাতে যদি নোটবন্দি হতে পারে, এক রাতে যদি লকডাউন ঘোষণা করা যায়, তাহলে এক রাতে ধর্ষকদের ফাঁসি কেন হতে পারে না ?" এর আগেও আরজি কর কাণ্ডে নারী নিরাপত্তা, নারীদের সামাজিক অবস্থান নিয়ে আওয়াজ তুলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত রবিবারই আরজি কর ঘটনার বিচার চেয়ে টলিপাড়ার সতীর্থদের সঙ্গে কলকাতার পথে নেমেছিলেন শুভশ্রী। সেই মিছিলে পা মিলিয়ে ছিলেন স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তীও। এমনকী, সোশাল মিডিয়ায় কবিতা লিখে প্রতিবাদে সোচ্চারও হন শুভশ্রী ৷ সেখানেও তিনি নির্যাতিরার বিচারের দাবি জানান ৷
উল্লেখ্য, শনিবারই আর্টিস্ট ফোরামের তরফে প্রতিবাদ মিছিল ও গণ অবস্থানে যোগ দেন অভিনেতা দেব ৷ সেখানে তিনি কড়া ভাষায় ধর্ষণের মতো অমানবিক ঘটনার প্রতিবাদ জানান ৷ পাশাপাশি অপরাধীর শাস্তি হিসেবে ফাঁসি চান বলেও জানান দেব ৷ তিনি জানান, হাজার মিছিল, মিটিং, সমাবেশ করেও সমাজ থেকে অন্যায় নির্মূল করা সম্ভব হবে না। তাই ফাঁসির বিকল্প অন্য সাজা দেখতে পাচ্ছেন না। দেবের সেই বার্তা ভাইরাল সোশাল মিডিয়ায়। এবার দেবের মতোই শুভশ্রীও একই দাবি তুলেছেন ৷