ETV Bharat / entertainment

বক্সঅফিসে অব্যাহত 'স্ত্রী' ম্যাজিক, উইকএন্ডেই নয়া রেকর্ড তৈরির সম্ভাবনা - Stree 2 Box Office Collection - STREE 2 BOX OFFICE COLLECTION

Stree 2 Box Office in India: গ্লোবাল বক্সঅফিসে 400 কোটির ক্লাবে আগেই ঢুকে গিয়েছে রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী 2 ৷ এবারও ভারতেও নতুন মাইলফলক ছুঁতে চলেছে এই ছবি ৷

Stree 2 Box Office in India
বক্সঅফিসে অব্যাহত 'স্ত্রী' ম্যাজিক (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 23, 2024, 4:08 PM IST

হায়দরাবাদ, 23 অগস্ট: 'খেল খেল মেঁ' ও 'ভেদা'কে পিছনে ফেলে 'স্ত্রী 2'-র দৌড় বক্সঅফিসে নজর কাড়ছে ৷ স্বাধীনতা দিবসে মুক্তি পায় তিনটি ছবি ৷ তারমধ্যে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবি প্রত্যেক দিন নতুন মাইলস্টোন তৈরি করছে ৷ বক্সঅফিসে প্রথমদিনের মতো দুর্দান্ত কালেকশনের ধারা অব্যাহত অষ্টম দিনেও ৷ হরর কমেডি ছবি বৃহস্পতিবার আয় করেছে 16.8 কোটি টাকা ৷ ফলে সব মিলিয়ে এই উইকএন্ডে 'স্ত্রী 2', অনায়াসে 300 কোটির ক্লাবে ঢুকে যাবে বলে মনে করা হচ্ছে ৷

ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, অষ্টমদিন মিলিয়ে এই মুহূর্তে ছবির ঝুলিতে ঢুকেছে 291.65 কোটি টাকা ৷ শনিবার-রবিবার সেই আয় 300 কোটি ছুঁয়ে ফেলবে, অনুমান এমনটাই ৷ অর্থাৎ গ্লোবালি ছবির আয় 400 কোটি হলেও ভারতে 300 কোটির ক্লাবে ঢোকা, এখন শুধু উইকএন্ডের অপেক্ষা ৷

অন্যদিকে অক্ষয় কুমার, বাণী কাপুর, ফারদিন খান, অ্যামি ভির্ক, তাপসী পান্নু অভিনীত 'খেল খেল মেঁ' এক সপ্তাহে ঘরে তুলেছে মাত্র 18.35 কোটি টাকা ৷ অষ্টম দিনে ছবির আয় হয়েছে মাত্র 1 কোটি টাকা ৷ সবমিলিয়ে ছবির গ্রস কালেকশন 23.25 কোটি টাকা ৷ ফলত, অন্যান্য ছবির মতো ভালো চিত্রনাট্য হলেও বক্সঅফিসে কামাল দেখাতে পারল না এই ছবি ৷ অন্যদিকে, জন আব্রাহম অভিনীত 'ভেদা' এক সপ্তাহে আয় করেছে 17 কোটি টাকা ৷ অষ্টম দিনে ছবির আয় 0.60 কোটি টাকা ৷ ভারতে ছবির গ্রস কালেকশন 20.85 কোটি টাকা ৷

এদিকে, এই মাসের শেষের দিকে আরও কোন বিগ বাজেটের ছবি মুক্তি নেই ৷ ফলে স্ত্রী 2 বক্সঅফিসে নিজের কামাল দেখানোর সুযোগ ও সময় অনেকটাই পাচ্ছে ৷ পাশাপাশি, অন্য দুটি হিন্দি ছবিও সেই জার্নিতে কিছুটা নিজেদের পকেট গুছিয়ে নেবে এমনটাও আশা করা যায় ৷

হায়দরাবাদ, 23 অগস্ট: 'খেল খেল মেঁ' ও 'ভেদা'কে পিছনে ফেলে 'স্ত্রী 2'-র দৌড় বক্সঅফিসে নজর কাড়ছে ৷ স্বাধীনতা দিবসে মুক্তি পায় তিনটি ছবি ৷ তারমধ্যে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবি প্রত্যেক দিন নতুন মাইলস্টোন তৈরি করছে ৷ বক্সঅফিসে প্রথমদিনের মতো দুর্দান্ত কালেকশনের ধারা অব্যাহত অষ্টম দিনেও ৷ হরর কমেডি ছবি বৃহস্পতিবার আয় করেছে 16.8 কোটি টাকা ৷ ফলে সব মিলিয়ে এই উইকএন্ডে 'স্ত্রী 2', অনায়াসে 300 কোটির ক্লাবে ঢুকে যাবে বলে মনে করা হচ্ছে ৷

ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, অষ্টমদিন মিলিয়ে এই মুহূর্তে ছবির ঝুলিতে ঢুকেছে 291.65 কোটি টাকা ৷ শনিবার-রবিবার সেই আয় 300 কোটি ছুঁয়ে ফেলবে, অনুমান এমনটাই ৷ অর্থাৎ গ্লোবালি ছবির আয় 400 কোটি হলেও ভারতে 300 কোটির ক্লাবে ঢোকা, এখন শুধু উইকএন্ডের অপেক্ষা ৷

অন্যদিকে অক্ষয় কুমার, বাণী কাপুর, ফারদিন খান, অ্যামি ভির্ক, তাপসী পান্নু অভিনীত 'খেল খেল মেঁ' এক সপ্তাহে ঘরে তুলেছে মাত্র 18.35 কোটি টাকা ৷ অষ্টম দিনে ছবির আয় হয়েছে মাত্র 1 কোটি টাকা ৷ সবমিলিয়ে ছবির গ্রস কালেকশন 23.25 কোটি টাকা ৷ ফলত, অন্যান্য ছবির মতো ভালো চিত্রনাট্য হলেও বক্সঅফিসে কামাল দেখাতে পারল না এই ছবি ৷ অন্যদিকে, জন আব্রাহম অভিনীত 'ভেদা' এক সপ্তাহে আয় করেছে 17 কোটি টাকা ৷ অষ্টম দিনে ছবির আয় 0.60 কোটি টাকা ৷ ভারতে ছবির গ্রস কালেকশন 20.85 কোটি টাকা ৷

এদিকে, এই মাসের শেষের দিকে আরও কোন বিগ বাজেটের ছবি মুক্তি নেই ৷ ফলে স্ত্রী 2 বক্সঅফিসে নিজের কামাল দেখানোর সুযোগ ও সময় অনেকটাই পাচ্ছে ৷ পাশাপাশি, অন্য দুটি হিন্দি ছবিও সেই জার্নিতে কিছুটা নিজেদের পকেট গুছিয়ে নেবে এমনটাও আশা করা যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.