হায়দরাবাদ, 2 নভেম্বর: দিওয়ালির বক্সঅফিসে ঘরে লক্ষ্মী আনতে একসঙ্গে মুক্তি পেয়েছে 'সিংঘম এগেইন' ও 'ভুল ভুলাইয়া 3' ৷ দুটি ছবিই দর্শকদের হলমুখী করলেও প্রতিযোগিতায় একনম্বর স্থানে কে রয়েছে রিপোর্টে পরিষ্কার ৷
ভুল ভুলাইয়া 3 বক্সঅফিস কালেকশন (প্রথমদিন)
কার্তিক আরিয়ানের পাশাপাশি বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত ছবির প্রথমদিনের ওপেনিং কালেকশন দুর্দান্ত ৷ আনিজ বাজমি পরিচালিত হরর-কমেডি ছবি ঘরে তুলে নিয়েছে 35.50 কোটি টাকা ৷ কার্তিকের ফিল্মি কেরিয়ারে এই ছবি বেস্ট ওপেনার বলা যায় ৷ 2022 সালে 'ভুল ভুলাইয়া 2' প্রথমদিন আয় করেছিল 13.45 কোটি টাকা ৷
ভারতে প্রায় 4 হাজার 200-র বেশি শো পেয়েছে এই ছবি ৷ যার মধ্যে দিল্লি-এনসিআর-এ প্রেক্ষাগৃহের সংখ্যা বেশি, প্রায় 75.30 শতাংশ ৷ অর্থাৎ 957টি শো শুধুমাত্র দিল্লিই পেয়েছে ৷ অন্যদিকে, মুম্বইয়ে এই ছবি স্ক্রিন পেয়েছে 789টি ৷ এই ছবির বক্সঅফিস যেভাবে এগোচ্ছে তা কার্তিক আরিয়ানের দু'টি ছবি 'ভুল ভুলাইয়া 2' (184.32 কোটি টাকা) ও 'সনু কে টিটু কি সুইটি' (108.95 কোটি টাকা) ছবির টোটাল কালেকশন ছাড়িয়ে যেতে পারে ৷
সিংঘম এগেইন বক্সঅফিস কালেকশন (প্রথমদিন)
অন্যদিকে রোহিত শেঠ্ঠীর ছবি 'সিংঘম এগেইন'-এ একঝাঁক তারকার উপস্থিতি বিনোদনের আমেজ দ্বিগুণ করে দিয়েছে ৷ অজয় দেবগণ অভিনীত এই ছবি প্রথম দিন আয় করেছে 43.50 কোটি টাকা ৷ কপ ইউনিভার্সের সেরা অপেনিং এই ছবি ৷ শুধু তাই নয়, অজয় দেবগণের ফিল্মি কেরিয়ারে ওপেনিং ডে কালেকশন হিসাবে এটা সেরা ৷ এর আগে প্রথমদিনে 'সিংঘম রিটার্নস' 2014 সালে আয় করেছে 32.09 কোটি টাকা ৷ তবে টপকাতে পারেনি 'স্ত্রী 2' ছবির প্রথম দিনের আয় ৷
দিল্লিতে এই ছবি শো পেয়েছে 1,310টি, মুম্বইতে পেয়েছে 1,101টি ৷ রোহিতের কপ ইউনিভার্সে প্রথমবার এন্ট্রি নিয়েছেন দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ ও ক্যামিও চরিত্রে সলমন খান ৷
ফাইনাল বাজিমাত
প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে 'ভুল ভুলাইয়া 3' বানাতে খরচ হয়েছে 150 কোটি টাকা ৷ সেখানে দাঁড়িয়ে 'সিংঘম এগেইন' ছবির বাজেট আরও বেশি প্রায় 350 কোটি টাকা ৷ প্রথমদিনে দুটি ছবিই 79 কোটি টাকার মতো আয় করে নিয়েছে৷ ছুটির দিনে কোন ছবি কত আয় করে এগিয়ে যায়, সময় বলবে ৷
(বক্সঅফিস ডেটা সোর্স: স্যাকনিল্ক)