ETV Bharat / entertainment

মায়ের স্মৃতি আঁকড়ে বসন্ত উৎসবের আয়োজনে ব্যস্ত ইমন - ইমন চক্রবর্তী

Basanta Utsav 2024: রঙের উৎসবে মেতে উঠতে প্রস্তুত সকলে ৷ ব্যস্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীও ৷ প্রতি বছরের মতো এ বছরও তিনি সাড়ম্বরে করতে চলেছেন বসন্ত উৎসব ৷

Etv Bharat
বসন্ত উৎসবের আয়োজনে ব্যস্ত ইমন
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 5:26 PM IST

বসন্ত উৎসবের আয়োজনে ব্যস্ত ইমন

কলকাতা, 29 ফেব্রুয়ারি: আগামী 9 মার্চ লিলুয়ার মীর পাড়া পার্ক ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে ইমন চক্রবর্তী আয়োজিত 'বসন্ত উৎসব'। এ বছর অষ্টম বর্ষে পা রাখতে চলেছে এই উৎসব । এককালে মায়ের শুরু করা এই উৎসব যত্নে আগলে রেখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী । প্রতি বছরই এই উৎসবের আয়োজন করেন তিনি । নামী দামি শিল্পীদের আগমনে সমৃদ্ধ হয় উৎসব । এবারও তার ব্যতিক্রম হবে না ৷

এই বছর বসন্ত উৎসবে হাজির থাকবেন পদ্মভূষণপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ-সহ অন্যান্য নামী দামি শিল্পীরা । প্রতি বছর তাঁর বসন্ত উৎসবের রাত কেটে গেলে সেদিন থেকেই পরের বছরের পরিকল্পনা শুরু করেন বলে জানান ইমন । পাশাপাশি শিল্পীর গানের স্কুলের ছাত্রছাত্রীরা থাকেন তাঁর ছায়াসঙ্গী হিসেবে । ইমনের কোন রঙ বেশি পছন্দ ? উত্তরে গায়িকা বলেন, "যে রঙ বললে কোনও কথা উঠবে না সেই রঙ আমার পছন্দ । হলুদ আমার ভীষণ পছন্দের রং।" ইমন আসলে কোনও রাজনৈতিক দলের নির্দিষ্ট রঙ এড়াতে চেয়েছেন এই প্রশ্নে । নিজেই সাফ জানালেন, "আমার কাছে প্রত্যেকবার রাজনীতিতে আসার অফার আসে । আমি রাজি নই । আমি সঙ্গীতের মানুষ । সঙ্গীত নিয়েই থাকতে চাই ।"

'বসন্ত উৎসব'-এর পাশাপাশি 'নতুন প্রতিভার খোঁজে' শীর্ষক একটি উদ্যোগ নিয়েছেন তিনি । বেশ কিছু বছর ধরেই নিজের ব্যক্তিগত উদ্যোগে নতুনদের সুযোগ দিচ্ছেলেন ইমন, কিন্তু এই বছর থেকে একেবারে ঘটা করে শুরু করলেন ট্যালেন্ট হান্ট শো 'নতুন প্রতিভার খোঁজে'। সারা বাংলার প্রায় 550 জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এই প্রতিযোগিতা । প্রাথমিকভাবে 75 জন প্রতিভাকে বাছাই করার পর তাঁদের মধ্যে থেকে 25 জনকে গ্র্যান্ড ফিনালের জন্য বেছে নেওয়া হয়েছে ।

এই 25 জনের মধ্যে থেকে বেছে নেওয়া হয় 12 জনকে । সেই বারো থেকে বিচারকরা বেছে নেন সেরা তিন প্রতিভাকে । দক্ষিণ কলকাতার শরৎ স্মৃতি সদনে হয়ে গেল গ্র্যান্ড ফিনালে । বিচারকের আসনে ছিলেন পণ্ডিত দেবজ্যোতি মিশ্র, আরশাদ আলি খান এবং উপালি চট্টোপাধ্যায় । ইমন এবং তাঁর সুরকার স্বামী নীলাঞ্জন তো ছিলেনই । 'নতুন প্রতিভার খোঁজে' তে সেরার সেরা যিনি হলেন তাঁর জন্য থাকছে কোনও বড় রিয়্যালিটি শোয়ের অডিশন পর্বে পৌঁছে যাওয়ার সুযোগ । দ্বিতীয় এবং তৃতীয় জন পাবেন ইমনের সংস্থা থেকে গান রেকর্ড করার সুযোগ । ইমনের বসন্ত উৎসবেও প্রথম তিনজনের গান গাইবার সুযোগ মিলবে বলে জানিয়েছেন ইমন ।

আরও পড়ুন

1. জামনগরে তারকাদের হাট, অন্নসেবায় শুভ সূচনা অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং

2. প্রথম সন্তানের অপেক্ষায় 'দীপবীর', সহকর্মীদের শুভেচ্ছায় ভাসলেন সেলেব জুটি

3. শুটিং বন্ধে প্যানিক অ্যাটাক, হাসপাতালে পরিচালক; অভিযোগ-পালটা অভিযোগে সরগরম টলিউড

বসন্ত উৎসবের আয়োজনে ব্যস্ত ইমন

কলকাতা, 29 ফেব্রুয়ারি: আগামী 9 মার্চ লিলুয়ার মীর পাড়া পার্ক ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে ইমন চক্রবর্তী আয়োজিত 'বসন্ত উৎসব'। এ বছর অষ্টম বর্ষে পা রাখতে চলেছে এই উৎসব । এককালে মায়ের শুরু করা এই উৎসব যত্নে আগলে রেখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী । প্রতি বছরই এই উৎসবের আয়োজন করেন তিনি । নামী দামি শিল্পীদের আগমনে সমৃদ্ধ হয় উৎসব । এবারও তার ব্যতিক্রম হবে না ৷

এই বছর বসন্ত উৎসবে হাজির থাকবেন পদ্মভূষণপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ-সহ অন্যান্য নামী দামি শিল্পীরা । প্রতি বছর তাঁর বসন্ত উৎসবের রাত কেটে গেলে সেদিন থেকেই পরের বছরের পরিকল্পনা শুরু করেন বলে জানান ইমন । পাশাপাশি শিল্পীর গানের স্কুলের ছাত্রছাত্রীরা থাকেন তাঁর ছায়াসঙ্গী হিসেবে । ইমনের কোন রঙ বেশি পছন্দ ? উত্তরে গায়িকা বলেন, "যে রঙ বললে কোনও কথা উঠবে না সেই রঙ আমার পছন্দ । হলুদ আমার ভীষণ পছন্দের রং।" ইমন আসলে কোনও রাজনৈতিক দলের নির্দিষ্ট রঙ এড়াতে চেয়েছেন এই প্রশ্নে । নিজেই সাফ জানালেন, "আমার কাছে প্রত্যেকবার রাজনীতিতে আসার অফার আসে । আমি রাজি নই । আমি সঙ্গীতের মানুষ । সঙ্গীত নিয়েই থাকতে চাই ।"

'বসন্ত উৎসব'-এর পাশাপাশি 'নতুন প্রতিভার খোঁজে' শীর্ষক একটি উদ্যোগ নিয়েছেন তিনি । বেশ কিছু বছর ধরেই নিজের ব্যক্তিগত উদ্যোগে নতুনদের সুযোগ দিচ্ছেলেন ইমন, কিন্তু এই বছর থেকে একেবারে ঘটা করে শুরু করলেন ট্যালেন্ট হান্ট শো 'নতুন প্রতিভার খোঁজে'। সারা বাংলার প্রায় 550 জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এই প্রতিযোগিতা । প্রাথমিকভাবে 75 জন প্রতিভাকে বাছাই করার পর তাঁদের মধ্যে থেকে 25 জনকে গ্র্যান্ড ফিনালের জন্য বেছে নেওয়া হয়েছে ।

এই 25 জনের মধ্যে থেকে বেছে নেওয়া হয় 12 জনকে । সেই বারো থেকে বিচারকরা বেছে নেন সেরা তিন প্রতিভাকে । দক্ষিণ কলকাতার শরৎ স্মৃতি সদনে হয়ে গেল গ্র্যান্ড ফিনালে । বিচারকের আসনে ছিলেন পণ্ডিত দেবজ্যোতি মিশ্র, আরশাদ আলি খান এবং উপালি চট্টোপাধ্যায় । ইমন এবং তাঁর সুরকার স্বামী নীলাঞ্জন তো ছিলেনই । 'নতুন প্রতিভার খোঁজে' তে সেরার সেরা যিনি হলেন তাঁর জন্য থাকছে কোনও বড় রিয়্যালিটি শোয়ের অডিশন পর্বে পৌঁছে যাওয়ার সুযোগ । দ্বিতীয় এবং তৃতীয় জন পাবেন ইমনের সংস্থা থেকে গান রেকর্ড করার সুযোগ । ইমনের বসন্ত উৎসবেও প্রথম তিনজনের গান গাইবার সুযোগ মিলবে বলে জানিয়েছেন ইমন ।

আরও পড়ুন

1. জামনগরে তারকাদের হাট, অন্নসেবায় শুভ সূচনা অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং

2. প্রথম সন্তানের অপেক্ষায় 'দীপবীর', সহকর্মীদের শুভেচ্ছায় ভাসলেন সেলেব জুটি

3. শুটিং বন্ধে প্যানিক অ্যাটাক, হাসপাতালে পরিচালক; অভিযোগ-পালটা অভিযোগে সরগরম টলিউড

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.