হায়দরাবাদ, 25 জুলাই: 'ফিরিয়ে দাও...হারানো প্রেম তুমি ফিরিয়ে দাও.. এভাবে চলে যেও না...' ওপার বাংলার জনপ্রিয় বাংলা ব্যান্ড 'মাইলস'-এর গান ফিরত লোকের মুখে মুখে ৷ নব্বইয়ের দশকে এই গান ঝড় তোলে সঙ্গীত জগতে ৷ সেই রক ব্যান্ডের প্রতিষ্ঠাতা তথা গায়ক শাফিন আহমেদ প্রয়াত ৷ বৃহস্পতিবার সকালে তাঁর মৃ্ত্যুর খবর সামনে আসে সোশাল মিডিয়া ও বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যমের তরফে ৷ শিল্পীর প্রয়াণে বাকরুদ্ধ অনুরাগীরা ৷
সকাল সকাল এত খারাপ খবর, ভাবা যায়না।😭
— Hrishikesh Mondal-Film Maker (@AamaarH) July 25, 2024
যেখানেই থাকুন, ভালো থাকুন। 🙏🙏
মিস করব আপনাকে। RIP #Shafin_Ahmed 🙏🙏 pic.twitter.com/0osog3QEL8
জানা গিয়েছে, আমেরিকায় ভার্জিনিয়ার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশি রকস্টার ৷ বাংলাদেশ সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন 'মাইলস' গ্রুপের কি-বোর্ড প্লেয়ার মানম আহমেদ ৷ বাংলাদেশের এক ওয়েব পোর্টালকে দেওয়া মানমের বক্তব্য থেকে জানা যায়, তিনি শিল্পীর মৃত্যুর খবর পেয়েছেন সকাল সাড়ে ছ'টা নাগাদ ৷ তিনি অসুস্থ থাকায় চিকিৎসাধীন ছিলেন ৷ তার মধ্যেই আমেরিকা সঙ্গীত সফরে অংশগ্রহণ করেন ৷ 63 বছর বয়সী এই শিল্পীর ভার্জিনিয়াতে গান গাওয়ার কথা ছিল 20 জুলাই ৷
মানমের বক্তব্য থেকে আরও জানা যায়, শিল্পী শাফিন আহমেদ আচমকাই হৃদরোগে আক্রান্ত হন ৷ সেদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল ৷ শিল্পী শাফিন দীর্ঘ সময় ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন ৷ তিনি অ্যাঞ্জিওপ্লাস্টিও করান ৷ এমনকী, তাঁর কিডনিও বিকল হয়ে আসছিল ৷ তার মধ্যেই ঘনঘন গানের কনসার্টে বিদেশে যাত্রা ও স্বাস্থ্যের দিকে নজর না দেওয়ায় অসুস্থ হয়ে পড়েন ৷ ইতিমধ্যেই পরিবারের সদস্যরা শাফিনের দেহ দেশে ফিরিয়ে আনতে আমেরিকায় পাড়ি দিয়েছেন ৷
1961 সালের 14 ফেব্রুয়ারি জন্ম হয় শাফিন আহমেদের ৷ তাঁর মা ফিরোজা বেগম ও বাবা কমল দাশগুপ্ত ছিলেন সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ৷ ছোট থেকেই গানের পরিবেশে বড় হয়ে ওঠা শাফিন বাবার কাছে শিখেছেন উচ্চাঙ্গসঙ্গীত ৷ মায়ের কাছে শিখেছেন নজরুলগীতি। পরে নব্বইয়ের দশকে ভাই হামিন আহমেদকে সঙ্গে নিয়ে ‘মাইলস’ ব্যান্ডটি তৈরি করেন তিনি। পরে 'রিদম অব লাইফ' নামে আরও একটি বাংলা ব্যান্ডের প্রতিষ্ঠা করেন শাফিন। গায়কের জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম 'ফিরিয়ে দাও হারানো প্রেম, 'ফিরে এলে না', 'হ্যালো ঢাকা'র মতো গান ।