ETV Bharat / entertainment

রাতে থানায় ছুটতে হল রবিনাকে, কিন্তু কেন ? - Raveena Tandon - RAVEENA TANDON

Raveena Tandon: বাড়ির বাইরে ঝগড়ার কারণে শনিবার রাতে তড়িঘড়ি থানায় ছুটতে হল রবিনা ট্যান্ডনকে ৷ তবে কোনও মামলা নথিভুক্ত করা হয়নি ৷ আসল ঘটনাটা কী ঘটেছিল ?

Raveena Tandon
রবিনা ট্যান্ডন (ফাইল চিত্র)
author img

By ANI

Published : Jun 2, 2024, 5:15 PM IST

মুম্বই, 2 জুন: নিজের নয়, গাড়ির চালকের জন্য রাতে থানার যেতে হল অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে ৷ শনিবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে তাঁর বাড়ির বাইরে ৷ গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা বাঁধে ৷ প্রতিবেশীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন রবিনার গাড়ির চালক ৷

মুম্বই পুলিশের তরফে জানা গিয়েছে, গতকাল রাতে অভিনেত্রী রবিনা ট্যান্ডনের বাড়ির বাইরের মাঠে গাড়ি পার্ক করছিলেন তাঁর চালক । সে সময় বিল্ডিংয়ের গেটের সামনে দিয়ে যাচ্ছিল একটি পরিবার ৷ গাড়িটি তাদের ধাক্কা দেবে ভেবে তারা চেঁচিয়ে ওঠে ৷ এরপরেই রবিনা ট্যান্ডনের চালক এবং ওই পরিবারের তিন মহিলার মধ্যে বিষয়টি নিয়ে ঝগড়া শুরু হয় ।

আরও পড়ুন: আসছে মির্জাপুর সিজন 3, কবে-কোথায় দেখবেন?

রবিনার কানে যায় ঝামেলার আওয়াজ ৷ তাঁর গাড়ির চালক এবং পরিবারটির মধ্যে তর্ক-বিতর্ক শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি ৷ এরপর রবিনার সঙ্গে মহিলাদের কথা কাটাকাটি হয় ৷ তারপরেই উভয় পক্ষ সেখান থেকে চলে যায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রবিনার চালক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করে এবং উভয় পক্ষকেই খার থানায় ডেকে পাঠায় । এই ঘটনায় কেউ আহত হয়নি বা গাড়ির সঙ্গে কারও ধাক্কা লাগেনি বলে পুলিশ জানিয়েছে ৷ তাই কোনও পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়নি । নিজেদের মধ্যে বিষয়টি মিটমাট করে বাড়ি চলে আসে দুইপক্ষ ৷

এ দিকে কাজের কথা বললে, বেশ কয়েক বছরের বিরতির পর আবার অভিনয় জগতে ফিরেছেন রবিনা ট্যান্ডন ৷ সম্প্রতি প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক এবং মানব ভিজের সঙ্গে ডিজনি + হটস্টারে কোর্টরুম ড্রামা 'পাটনা শুক্লা'-তে দেখা গিয়েছে দুলহে রাজা খ্যাত এই অভিনেত্রীকে ৷ তাঁর অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি । আগামী মাসে তাঁকে দেখা যাবে 'ওয়েলকাম 3' সিনেমায় । সেখানে আরও একবার অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন রবিনা ৷ তাঁদের পাশাপাশি এই ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ার্সি, দিশা পাটানি, লারা দত্ত এবং পরেশ রাওয়ালের মতো অভিনেতারা ।

আরও পড়ুন: 'আবার বছর কুড়ি পরে...', জুটি বাঁধছেন রবিনা-অক্ষয়?

মুম্বই, 2 জুন: নিজের নয়, গাড়ির চালকের জন্য রাতে থানার যেতে হল অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে ৷ শনিবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে তাঁর বাড়ির বাইরে ৷ গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা বাঁধে ৷ প্রতিবেশীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন রবিনার গাড়ির চালক ৷

মুম্বই পুলিশের তরফে জানা গিয়েছে, গতকাল রাতে অভিনেত্রী রবিনা ট্যান্ডনের বাড়ির বাইরের মাঠে গাড়ি পার্ক করছিলেন তাঁর চালক । সে সময় বিল্ডিংয়ের গেটের সামনে দিয়ে যাচ্ছিল একটি পরিবার ৷ গাড়িটি তাদের ধাক্কা দেবে ভেবে তারা চেঁচিয়ে ওঠে ৷ এরপরেই রবিনা ট্যান্ডনের চালক এবং ওই পরিবারের তিন মহিলার মধ্যে বিষয়টি নিয়ে ঝগড়া শুরু হয় ।

আরও পড়ুন: আসছে মির্জাপুর সিজন 3, কবে-কোথায় দেখবেন?

রবিনার কানে যায় ঝামেলার আওয়াজ ৷ তাঁর গাড়ির চালক এবং পরিবারটির মধ্যে তর্ক-বিতর্ক শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি ৷ এরপর রবিনার সঙ্গে মহিলাদের কথা কাটাকাটি হয় ৷ তারপরেই উভয় পক্ষ সেখান থেকে চলে যায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রবিনার চালক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করে এবং উভয় পক্ষকেই খার থানায় ডেকে পাঠায় । এই ঘটনায় কেউ আহত হয়নি বা গাড়ির সঙ্গে কারও ধাক্কা লাগেনি বলে পুলিশ জানিয়েছে ৷ তাই কোনও পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়নি । নিজেদের মধ্যে বিষয়টি মিটমাট করে বাড়ি চলে আসে দুইপক্ষ ৷

এ দিকে কাজের কথা বললে, বেশ কয়েক বছরের বিরতির পর আবার অভিনয় জগতে ফিরেছেন রবিনা ট্যান্ডন ৷ সম্প্রতি প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক এবং মানব ভিজের সঙ্গে ডিজনি + হটস্টারে কোর্টরুম ড্রামা 'পাটনা শুক্লা'-তে দেখা গিয়েছে দুলহে রাজা খ্যাত এই অভিনেত্রীকে ৷ তাঁর অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি । আগামী মাসে তাঁকে দেখা যাবে 'ওয়েলকাম 3' সিনেমায় । সেখানে আরও একবার অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন রবিনা ৷ তাঁদের পাশাপাশি এই ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ার্সি, দিশা পাটানি, লারা দত্ত এবং পরেশ রাওয়ালের মতো অভিনেতারা ।

আরও পড়ুন: 'আবার বছর কুড়ি পরে...', জুটি বাঁধছেন রবিনা-অক্ষয়?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.