ETV Bharat / entertainment

'বাংলা ইন্ডাস্ট্রি সুন্দর দেখতে পতিতালয়!' বিস্ফোরক ঋতাভরী - Ritabhari appeals to cm Mamata

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 26, 2024, 7:14 PM IST

Updated : Aug 26, 2024, 7:35 PM IST

Ritabhari Requests Mamata Banerjee: বিনোদন জগতে নারীরা নিরাপদ নন, তা নিয়ে সোচ্চার হয়েছেন অনেক তারকাই ৷ এবার বিষয়টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের আর্জি জানালেন অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তী ৷

Ritabhari Requests Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতার দরবারে ঋতাভরী (সোশাল মিডিয়া)

হায়দরাবাদ, 26 অগস্ট: মালয়লম ফিল্ম ইন্ডাষ্ট্রিতে যৌন হেনস্তা নিয়ে রিপোর্ট সামনে এনেছে হেমা কমিশন ৷ দক্ষিণী বিনোদন দুনিয়ার মতো বাংলাতেও অনেক অভিনেত্রী যৌন হেনস্তার শিকার হয়েছেন ৷ এবার সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তী ৷ বাংলার চলচ্চিত্র জগতেও হেনস্তা নিয়ে দ্রুত তদন্ত শুরু হোক ৷ এমনই আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানিয়েছেন ঋতাভরি ৷ এদিন সমাজমাধ্যমে একাধিক পোস্ট শেয়ার করেন অভিনেত্রী ৷ ইন্সটাগ্রাম স্টোরি পাশাপাশি, পোস্ট ট্যাগ করেন বাংলার মুখ্যমন্ত্রীকে ৷

পোস্টে মুখ্যমন্ত্রী মমতার উদ্দেশ্য ঋতাভরীর আবেদন

অভিনেত্রী লেখেন, "দিদি আমরাও আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এই ধরনের তদন্তের আবেদন জানাচ্ছি ৷ আমরা আর কোনও ধর্ষণ বা যৌন হেনস্তার মতো ঘটনার শিকার হতে চাইছি না ৷ শো বিজনেসে থাকার মানে এই নয় যে, কোনও পুরুষ অধিকারকে দেওয়া বাজে নজরে আমাদের দেখা বা আমাদের টার্গেট করা বা যৌন তৃষ্ণা মেটানোর মাধ্যম হিসাবে দেখা ৷ এটা হতে পারে না ৷"

Ritabhari Requests Mamata Banerjee
ঋতাভরীর পোস্ট (সোশাল মিডিয়া)

অভিনেত্রী ঋতাভরী পোস্টে কী লিখেছেন?

ফাটাফাটি অভিনেত্রী তাঁর পোস্টে লেখেন, "মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে এনেছে হেমা কমিশনের রিপোর্ট। আমি ভাবছি, বাংলা চলচ্চিত্র জগতে কেন এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে না? আমি জানি এই তদন্ত হলে কত রিপোর্ট সামনে আসবে ৷ আমার মতো আরও কত অভিনেত্রী যৌন হেনস্তার শিকার হয়েছেন, তাঁরা মুখ খুলতে পারবেন ৷"

Ritabhari Requests Mamata Banerjee
অভিনেত্রী ঋতাভরীর পোস্ট (সোশাল মিডিয়া)

অভিনেত্রী আরও লেখেন, "অভিনেতা, প্রযোজক, পরিচালকের এই ধরনের মানসিকতার কোনও পরিবর্তন হয়নি ৷ তাঁরা এই ধরনের নোংরা ঘটনার জন্য কোনও শাস্তিও পান না ৷ আবার তাঁরাই আরজি কর ঘটনায় নির্যাতিতার বিচার চেয়ে মোমবাতি মিছিলে পা মিলিয়েছেন ৷ যেন ওঁরা নিজেরা মহিলাদের মাংসপিণ্ডের থেকে বেশি কিছু ভাবেন! সেই সকল ব্যক্তিদের মুখোশ খুলে দেওয়া হোক ৷"

এরপর অভিনেত্রী তাঁর সহকর্মীদেরও এই প্রতিবাদে সামিল হতে বলেন ৷ তিনি লেখেন, "আমি সেই সকল রাক্ষসদের বিরুদ্ধে মুখ খোলার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি ৷ আমি জানি, তোমরা ভয় পেয়ে রয়েছো ৷ ভয় পাচ্ছো কাজ হারানোর৷ কারণ এর মধ্যে তো অনেক ক্ষমতাধারী ব্যক্তিরাও রয়েছেন! কিন্তু আর কতদিন চুপ থাকবে? এটা কি আমাদের দায়িত্ব নয়, নতুন প্রজন্মের অভিনেত্রীদের সুরক্ষিত করা ৷ যাঁদের এই ইন্ডাস্ট্রিতে পা রাখার পর অনেক স্বপ্ন ভেঙে যায় ৷ তাঁরা বিশ্বাস করতে থাকে এই জায়গা 'সুগার কোটেড ব্রথেল' ছাড়া আর কিছু নয় ৷"

হায়দরাবাদ, 26 অগস্ট: মালয়লম ফিল্ম ইন্ডাষ্ট্রিতে যৌন হেনস্তা নিয়ে রিপোর্ট সামনে এনেছে হেমা কমিশন ৷ দক্ষিণী বিনোদন দুনিয়ার মতো বাংলাতেও অনেক অভিনেত্রী যৌন হেনস্তার শিকার হয়েছেন ৷ এবার সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তী ৷ বাংলার চলচ্চিত্র জগতেও হেনস্তা নিয়ে দ্রুত তদন্ত শুরু হোক ৷ এমনই আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানিয়েছেন ঋতাভরি ৷ এদিন সমাজমাধ্যমে একাধিক পোস্ট শেয়ার করেন অভিনেত্রী ৷ ইন্সটাগ্রাম স্টোরি পাশাপাশি, পোস্ট ট্যাগ করেন বাংলার মুখ্যমন্ত্রীকে ৷

পোস্টে মুখ্যমন্ত্রী মমতার উদ্দেশ্য ঋতাভরীর আবেদন

অভিনেত্রী লেখেন, "দিদি আমরাও আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এই ধরনের তদন্তের আবেদন জানাচ্ছি ৷ আমরা আর কোনও ধর্ষণ বা যৌন হেনস্তার মতো ঘটনার শিকার হতে চাইছি না ৷ শো বিজনেসে থাকার মানে এই নয় যে, কোনও পুরুষ অধিকারকে দেওয়া বাজে নজরে আমাদের দেখা বা আমাদের টার্গেট করা বা যৌন তৃষ্ণা মেটানোর মাধ্যম হিসাবে দেখা ৷ এটা হতে পারে না ৷"

Ritabhari Requests Mamata Banerjee
ঋতাভরীর পোস্ট (সোশাল মিডিয়া)

অভিনেত্রী ঋতাভরী পোস্টে কী লিখেছেন?

ফাটাফাটি অভিনেত্রী তাঁর পোস্টে লেখেন, "মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে এনেছে হেমা কমিশনের রিপোর্ট। আমি ভাবছি, বাংলা চলচ্চিত্র জগতে কেন এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে না? আমি জানি এই তদন্ত হলে কত রিপোর্ট সামনে আসবে ৷ আমার মতো আরও কত অভিনেত্রী যৌন হেনস্তার শিকার হয়েছেন, তাঁরা মুখ খুলতে পারবেন ৷"

Ritabhari Requests Mamata Banerjee
অভিনেত্রী ঋতাভরীর পোস্ট (সোশাল মিডিয়া)

অভিনেত্রী আরও লেখেন, "অভিনেতা, প্রযোজক, পরিচালকের এই ধরনের মানসিকতার কোনও পরিবর্তন হয়নি ৷ তাঁরা এই ধরনের নোংরা ঘটনার জন্য কোনও শাস্তিও পান না ৷ আবার তাঁরাই আরজি কর ঘটনায় নির্যাতিতার বিচার চেয়ে মোমবাতি মিছিলে পা মিলিয়েছেন ৷ যেন ওঁরা নিজেরা মহিলাদের মাংসপিণ্ডের থেকে বেশি কিছু ভাবেন! সেই সকল ব্যক্তিদের মুখোশ খুলে দেওয়া হোক ৷"

এরপর অভিনেত্রী তাঁর সহকর্মীদেরও এই প্রতিবাদে সামিল হতে বলেন ৷ তিনি লেখেন, "আমি সেই সকল রাক্ষসদের বিরুদ্ধে মুখ খোলার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি ৷ আমি জানি, তোমরা ভয় পেয়ে রয়েছো ৷ ভয় পাচ্ছো কাজ হারানোর৷ কারণ এর মধ্যে তো অনেক ক্ষমতাধারী ব্যক্তিরাও রয়েছেন! কিন্তু আর কতদিন চুপ থাকবে? এটা কি আমাদের দায়িত্ব নয়, নতুন প্রজন্মের অভিনেত্রীদের সুরক্ষিত করা ৷ যাঁদের এই ইন্ডাস্ট্রিতে পা রাখার পর অনেক স্বপ্ন ভেঙে যায় ৷ তাঁরা বিশ্বাস করতে থাকে এই জায়গা 'সুগার কোটেড ব্রথেল' ছাড়া আর কিছু নয় ৷"

Last Updated : Aug 26, 2024, 7:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.