হায়দরাবাদ, 9 ফেব্রুয়ারি: অভিনেত্রী রিচা চাড্ডা ও আলি ফজলের জীবনে আসতে চলেছে নতুন সদস্য ৷ বদলাতে চলেছে তাঁদের দাম্পত্য ৷ শুক্রবার সোশাল মিডিয়ায় তারকা দম্পতি জানালেন খুশির খবর ৷ অন্তঃসত্ত্বা রিচা, মিষ্টি পোস্টের মাধ্যমে এই খবর জানালেন অনুরাগীদের ৷
রিচা ও আলি সোশাল মিডিয়ায় লেখেন, "একটা ছোট্ট হৃদয়ের স্পন্দন আমাদের দুনিয়ায় আলোড়ন তুলেছে ৷" এরপর লিখেছে ওয়ান+ওয়ান= থ্রি ৷ একইসঙ্গে তারকাজুটি একে অপরের দিকে তাকিয়ে থাকা অবস্থায় তোলা ছবি শেয়ার করেছেন ৷ সোশাল মিডিয়ায় এই খবর আসার পর থেকেই উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ তাঁদের পাশাপাশি, বলিউডের তারকারাও জানিয়েছেন অভিনন্দন ৷ অভিনেত্রী ম্রুণাল ঠাকুর লিখেছেন, "অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন ৷" ভালোবাসা জানিয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানাও ৷ এছাড়াও সিনে পর্দার একাধিক তারকা হবু বাবা-মাকে নতুন জীবন শুরুর জন্য শুভেচ্ছা জানিয়েছেন ৷
অতিমারির সময়ে লকডাউন চলাকালীন বিয়ের বন্ধনে আবদ্ধ হন ফুকরে অভিনেত্রী ৷ পরিবার ও কাছের বন্ধুদের সাক্ষী রেখে আলি ফজলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন রিচা ৷ 2020 সালে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে সারেন তাঁরা ৷ পাশাপাশি হলদি, মেহেন্দি, সঙ্গীত ও রিসেপশন সেরেমনির ছবিও সেই সময় নিজের প্রোফাইলে শেয়ার করেন রিচা ৷ কাজের দুনিয়ায় তারকা জুটি খুলেছেন নিজেদের প্রযোজনা সংস্থা ৷ তাঁদের প্রযোজনা সংস্থার প্রথম ছবি, 'গার্লস উইল বি গার্লস' অডিয়েন্স অ্যাওয়ার্ড পায় ৷ প্রীতি পানিগ্রাহি পান স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ৷ 2024 সালে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল ওয়ার্ল্ড সিনেমা ড্রামাটিক এন্ট্রি ক্যাটাগরিতেও এই ছবিটি প্রশংসিত হয় ৷
অন্যদিকে, বৃহস্পতিবারই জানা যায়, অভিনেত্রী ইয়ামি গৌতম ও পরিচালক আদিত্য ধরের জীবনেও আসতে চলেছে প্রথম সন্তান ৷ আর্টিকল 370 ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে খুশির খবর তারকা জুটি শেয়ার করে নেন সকলের সঙ্গে ৷ আদিত্য জানিয়েছেন, এই ছবির শুটিং ইয়ামি অন্তঃসত্ত্বা অবস্থায় করেছেন ৷ পরিবারের সকলে খুব খুশী নতুন সদস্যের আগমন ঘিরে ৷ মা ও সন্তান সুস্থ থাকুক, এই কামনা সকলের ৷
আরও পড়ুন:
1. বোনের প্রতি যত্নশীল দীপিকা, মুম্বই বিমানবন্দরে নজর কাড়লেন শীত-পোশাকের ফ্যাশনে
2. মেয়ে মালতিকে জড়িয়ে ভালোবাসা মাখা ছবি, প্রিয়াঙ্কার 'মর্নিং আপডেট' না দেখলেই মিস
3. বিয়ের পিঁড়িতে সুস্মিতা সেন! প্রেমিক রহমানকে নিয়ে বড় ঘোষণা অভিনেত্রীর