ETV Bharat / entertainment

মেয়েদের নিরাপত্তা দিতে আসছেন অফিসার শিবানী শিবাজী রয়, শুরু হবে রানির 'মর্দানি' - Rani Mukerji Mardaani - RANI MUKERJI MARDAANI

10 Years of Mardaani: সমাজে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ফের আসছেন শিবানী শিবাজী রয় ৷ আসতে চলেছে 'মর্দানি' ছবির তৃতীয় ভাগ ৷ রানি মুখোপাধ্যায় অভিনীত ছবির শুটিং শুরু হবে 2025 সালের শুরুর দিকে ৷

10 Years of Mardaani
শুরু হবে রানির 'মর্দানি' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 22, 2024, 4:19 PM IST

হায়দরাবাদ, 22 অগস্ট: মেয়েদের নিরাপত্তা সুরক্ষিত করতে উত্তাল দেশ ৷ তিলোত্তমার বিচার চেয়ে রাজপথে সাধারণ মানুষ ৷ এহেন পরিস্থিতিতে রাফ অ্যান্ড টাফ ক্রাইম ব্রাঞ্চ অফিসারের ভূমিকায় ফের ফিরছেন রানি মুখোপাধ্যায় ৷ আসতে চলেছে 'মর্দানি' ছবির তৃতীয় ভাগ ৷ ঘোষণা করল যশ রাজ ফিল্মস ৷ পাঁচ বছর পর ফের শিবানী শিবাজী রয়ের চরিত্রে পর্দায় ফিরতে চলেছেন রানি ৷

প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস বৃহস্পতিবার এই ঘোষণা করেছে সোশাল মিডিয়ায় ৷ 'মর্দানি' ছবি মুক্তির 10 বছর পূর্তি উপলক্ষ্যে নতুন ফ্রাঞ্চাইজির ঘোষণা করা হয়েছে ৷ 2014 সালে মুক্তি পায় 'মর্দানি' ৷ সেই ছবির সিক্যুয়েল আসে 2019 সালে৷ দু'টি ছবিতেই মহিলা পুলিশ অফিসারের চরিত্রে অনবদ্য ছিলেন রানি মুখোপাধ্যায় ৷ বেড়ে চলা অপরাধ ও দুর্নীতি দমনে ফের একবার পুলিশের পোশাক গায়ে চড়াচ্ছেন 'মর্দানি' অভিনেত্রী ৷

যশ রাজ ফিল্মস (YRF) ইন্সটাগ্রামে নতুন চ্যাপ্টারের ঘোষণা করেন ৷ ভিডিয়ো শেয়ার করে পোস্টে লেখেন, "মর্দানি 10 বছর সম্পন্ন করেছে ৷ এবার অপেক্ষা করছে পরবর্তী অধ্যায় ৷ উদযাপন করা হচ্ছে সাহসী পুলিশ অফিসার শিবানী শিবাজী রয়ের সাহসিকতাকে ৷" মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, হিচকি ও নো ওয়ান কিলড জসিকা খ্যাত অভিনেত্রী রানিকে আবার দেখা যাবে পুলিশের ভূমিকায় ৷

জানা গিয়েছে, 2025 সালে ছবির প্রডোকাশনের কাজ শুরু হবে ৷ সূত্রের খবর, যশ রাজ ফিল্মসের তরফে ইতিমধ্যেই চিত্রনাট্য তৈরির কাজ শুরু করে দেওয়া হয়েছে ৷ এখন সেটা রয়েছে অন্তিম পর্বে ৷ ছবিতে নেতিবাচক চরিত্রে নতুন কাউকে দেখা যাবে ৷ আগের থেকে আরও বেশি শক্তিশালী ও জোরদার হতে চলেছে এই ছবির চিত্রনাট্য ৷ এখন অপেক্ষা করতে হবে 'মর্দানি'র নতুন জার্নির জন্য ৷

হায়দরাবাদ, 22 অগস্ট: মেয়েদের নিরাপত্তা সুরক্ষিত করতে উত্তাল দেশ ৷ তিলোত্তমার বিচার চেয়ে রাজপথে সাধারণ মানুষ ৷ এহেন পরিস্থিতিতে রাফ অ্যান্ড টাফ ক্রাইম ব্রাঞ্চ অফিসারের ভূমিকায় ফের ফিরছেন রানি মুখোপাধ্যায় ৷ আসতে চলেছে 'মর্দানি' ছবির তৃতীয় ভাগ ৷ ঘোষণা করল যশ রাজ ফিল্মস ৷ পাঁচ বছর পর ফের শিবানী শিবাজী রয়ের চরিত্রে পর্দায় ফিরতে চলেছেন রানি ৷

প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস বৃহস্পতিবার এই ঘোষণা করেছে সোশাল মিডিয়ায় ৷ 'মর্দানি' ছবি মুক্তির 10 বছর পূর্তি উপলক্ষ্যে নতুন ফ্রাঞ্চাইজির ঘোষণা করা হয়েছে ৷ 2014 সালে মুক্তি পায় 'মর্দানি' ৷ সেই ছবির সিক্যুয়েল আসে 2019 সালে৷ দু'টি ছবিতেই মহিলা পুলিশ অফিসারের চরিত্রে অনবদ্য ছিলেন রানি মুখোপাধ্যায় ৷ বেড়ে চলা অপরাধ ও দুর্নীতি দমনে ফের একবার পুলিশের পোশাক গায়ে চড়াচ্ছেন 'মর্দানি' অভিনেত্রী ৷

যশ রাজ ফিল্মস (YRF) ইন্সটাগ্রামে নতুন চ্যাপ্টারের ঘোষণা করেন ৷ ভিডিয়ো শেয়ার করে পোস্টে লেখেন, "মর্দানি 10 বছর সম্পন্ন করেছে ৷ এবার অপেক্ষা করছে পরবর্তী অধ্যায় ৷ উদযাপন করা হচ্ছে সাহসী পুলিশ অফিসার শিবানী শিবাজী রয়ের সাহসিকতাকে ৷" মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, হিচকি ও নো ওয়ান কিলড জসিকা খ্যাত অভিনেত্রী রানিকে আবার দেখা যাবে পুলিশের ভূমিকায় ৷

জানা গিয়েছে, 2025 সালে ছবির প্রডোকাশনের কাজ শুরু হবে ৷ সূত্রের খবর, যশ রাজ ফিল্মসের তরফে ইতিমধ্যেই চিত্রনাট্য তৈরির কাজ শুরু করে দেওয়া হয়েছে ৷ এখন সেটা রয়েছে অন্তিম পর্বে ৷ ছবিতে নেতিবাচক চরিত্রে নতুন কাউকে দেখা যাবে ৷ আগের থেকে আরও বেশি শক্তিশালী ও জোরদার হতে চলেছে এই ছবির চিত্রনাট্য ৷ এখন অপেক্ষা করতে হবে 'মর্দানি'র নতুন জার্নির জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.