ETV Bharat / entertainment

ভারতেই 1000 কোটি ছুঁই ছুঁই, 'পুষ্পা 2'র রাজত্ব অব্যাহত বক্সঅফিসে - PUSHPA 2 BOX OFFICE COLLECTION

দ্বাদশতম দিনে ভারতে পুষ্পা 2 ছবির নেট কালেকশন 929.85 কোটি টাকা ৷ গ্লোবালি আয় কত হল আল্লু অর্জুনের ছবির?

Pushpa 2 Box Office Collection Day 12
'পুষ্পা 2'র রাজত্ব অব্যাহত বক্সঅফিসে (মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 17, 2024, 12:12 PM IST

হায়দরাবাদ, 17 ডিসেম্বর: 2024 সালের কি বিগেস্ট হিট সিনেমা হবে 'পুষ্পা 2: দ্য রুল'? 5 তারিখ থেকে এখনও পর্যন্ত বক্সঅফিসে একপ্রকার ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে আল্লু অর্জুনের ছবি ৷ প্রতিযোগিতার ধারে কাছে নেই বলিউড বা দক্ষিণের আর কোনও সিনেমা ৷ 20 ডিসেম্বর মুক্তি পাচ্ছে ব্যারি জেনকিন্স পরিচালিত 'মুফাসা: দ্য লায়ন কিং' ৷ তারপরও পুষ্পা 2 পারবে বক্সঅফিসের ভাগ্য ধরে রাখতে ? তা তো সময় বলবে তবে, ছবির মুক্তির দ্বাদশতম দিনে ভারতে ও বিশ্বে ছবির আয় ছক্কা হাঁকাচ্ছে ৷

  • পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন (দ্বাদশতম দিন)

মুক্তির পর থেকেই বক্সঅফিসে ধরে রাখা মুশকিল আল্লু অর্জুনের 'পুষ্পা 2'-কে ৷ দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় সোমবার ছবির কালেকশন বেশ ভালো ৷ 12তম দিনে ছবির আয়ের পরিমাণ 27.75 কোটি টাকা ৷ ফলে ভারতে ছবির নেট কালেকশনের পরিমাণ 929.85 কোটি টাকা ৷ চমকে দেওয়ার মতো বিষয়, তেলুগু ভার্সনে ছবির গ্রস আয় 287.05 কোটি টাকা ৷ সেখানে হিন্দি ভার্সনে ছবির আয় 573.1 কোটি টাকা ৷ তামিল, কন্নড় ও মালয়লম ভাষা মিলিয়ে ছবি ঘরে তুলেছে 69.7 কোটি টাকা ৷

Day/WeekIndia Net Collection
প্রথম সপ্তাহ725.8 কোটি টাকা
নবম দিন36.4 কোটি টাকা
দশম দিন63.3 কোটি টাকা
একাদশতম দিন76.6 কোটি টাকা
দ্বাদশতম দিন27.75 কোটি টাকা (সম্ভাব্য আয়)
মোট929.85 কোটি টাকা
  • ওয়ার্ল্ডওয়াইড গ্রসিং আয় 1400 কোটি টাকা

2021 সালে মুক্তি পেয়েছিল পুষ্পা দ্য রাইজ ৷ সেই ছবির তুলনায় সিক্যুয়েল আরও বেশি আয়ের দিক থেকে এগিয়ে ৷ ভারতে একাধিক রেকর্ড ভাঙার পাশাপাশি গ্লোবাল বক্সঅফিসেও মেজর ছাপ ফেলেছে এই ছবি ৷ একাদশতম দিনেই ছবির গ্রস আয় দাঁড়ায় 1,409 কোটি টাকায় ৷ যা পিছনে ফেলে 'আরআরআর' (1,230 কোটি টাকা) 'কেজিএফ 2' (1,215 কোটি টাকা) ছবির লাইফটাইম কালেকশনকে ৷ সামনে রয়েছে 'বাহুবলি 2' (1,790 কোটি টাকা ) ও আমির খানের 'দঙ্গল' (2,070 কোটি টাকা) ৷ মনে করা হচ্ছে, ছবির আয় যেভাবে বাড়ছে বা যেভাবে এগোচ্ছে তা বাহুবলি 2 ছবির লাইফটাইম কালেকশনকে পিছনে ফেলে দেবে ৷

  • বড়দিনে বড়পর্দায় যুদ্ধ

এখন বক্সঅফিসে একাধিক রেকর্ড ভাঙলেও পুষ্পা 2-কে খুব শীঘ্রই প্রতিযোগিতার মুখোমুখি হবে হবে ৷ বড়দিন উপলক্ষ্যে বিগ বাজেটের একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ তামিল ইন্ডাস্ট্রিতে 20 তারিখ মুক্তি পাচ্ছে বিজয় সেতুপথির 'বীধুথলাই পার্ট 2' ৷ অন্যদিকে, অ্যাটলি প্রযোজিত, বরুণ ধাওয়ান অভিনীত 'বেবি জন' মুক্তি পাচ্ছে 25 ডিসেম্বর ৷ পাশাপাশি, 'মুফাসা: দ্য লায়ন কিং'-ও মুক্তি পাচ্ছে 20 তারিখ ৷ যেখানে হিন্দি ভার্সনে কণ্ঠ দিয়েছেন শাহরুখ খান, আরিয়ান খান ও কিং খানের ছোট ছেলে আব্রাম খান ৷ ফলে পুষ্পা 2-এর রথ থমকে যায় না এগোয়, সেই দিকে নজর থাকবে সকলের ৷

হায়দরাবাদ, 17 ডিসেম্বর: 2024 সালের কি বিগেস্ট হিট সিনেমা হবে 'পুষ্পা 2: দ্য রুল'? 5 তারিখ থেকে এখনও পর্যন্ত বক্সঅফিসে একপ্রকার ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে আল্লু অর্জুনের ছবি ৷ প্রতিযোগিতার ধারে কাছে নেই বলিউড বা দক্ষিণের আর কোনও সিনেমা ৷ 20 ডিসেম্বর মুক্তি পাচ্ছে ব্যারি জেনকিন্স পরিচালিত 'মুফাসা: দ্য লায়ন কিং' ৷ তারপরও পুষ্পা 2 পারবে বক্সঅফিসের ভাগ্য ধরে রাখতে ? তা তো সময় বলবে তবে, ছবির মুক্তির দ্বাদশতম দিনে ভারতে ও বিশ্বে ছবির আয় ছক্কা হাঁকাচ্ছে ৷

  • পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন (দ্বাদশতম দিন)

মুক্তির পর থেকেই বক্সঅফিসে ধরে রাখা মুশকিল আল্লু অর্জুনের 'পুষ্পা 2'-কে ৷ দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় সোমবার ছবির কালেকশন বেশ ভালো ৷ 12তম দিনে ছবির আয়ের পরিমাণ 27.75 কোটি টাকা ৷ ফলে ভারতে ছবির নেট কালেকশনের পরিমাণ 929.85 কোটি টাকা ৷ চমকে দেওয়ার মতো বিষয়, তেলুগু ভার্সনে ছবির গ্রস আয় 287.05 কোটি টাকা ৷ সেখানে হিন্দি ভার্সনে ছবির আয় 573.1 কোটি টাকা ৷ তামিল, কন্নড় ও মালয়লম ভাষা মিলিয়ে ছবি ঘরে তুলেছে 69.7 কোটি টাকা ৷

Day/WeekIndia Net Collection
প্রথম সপ্তাহ725.8 কোটি টাকা
নবম দিন36.4 কোটি টাকা
দশম দিন63.3 কোটি টাকা
একাদশতম দিন76.6 কোটি টাকা
দ্বাদশতম দিন27.75 কোটি টাকা (সম্ভাব্য আয়)
মোট929.85 কোটি টাকা
  • ওয়ার্ল্ডওয়াইড গ্রসিং আয় 1400 কোটি টাকা

2021 সালে মুক্তি পেয়েছিল পুষ্পা দ্য রাইজ ৷ সেই ছবির তুলনায় সিক্যুয়েল আরও বেশি আয়ের দিক থেকে এগিয়ে ৷ ভারতে একাধিক রেকর্ড ভাঙার পাশাপাশি গ্লোবাল বক্সঅফিসেও মেজর ছাপ ফেলেছে এই ছবি ৷ একাদশতম দিনেই ছবির গ্রস আয় দাঁড়ায় 1,409 কোটি টাকায় ৷ যা পিছনে ফেলে 'আরআরআর' (1,230 কোটি টাকা) 'কেজিএফ 2' (1,215 কোটি টাকা) ছবির লাইফটাইম কালেকশনকে ৷ সামনে রয়েছে 'বাহুবলি 2' (1,790 কোটি টাকা ) ও আমির খানের 'দঙ্গল' (2,070 কোটি টাকা) ৷ মনে করা হচ্ছে, ছবির আয় যেভাবে বাড়ছে বা যেভাবে এগোচ্ছে তা বাহুবলি 2 ছবির লাইফটাইম কালেকশনকে পিছনে ফেলে দেবে ৷

  • বড়দিনে বড়পর্দায় যুদ্ধ

এখন বক্সঅফিসে একাধিক রেকর্ড ভাঙলেও পুষ্পা 2-কে খুব শীঘ্রই প্রতিযোগিতার মুখোমুখি হবে হবে ৷ বড়দিন উপলক্ষ্যে বিগ বাজেটের একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ তামিল ইন্ডাস্ট্রিতে 20 তারিখ মুক্তি পাচ্ছে বিজয় সেতুপথির 'বীধুথলাই পার্ট 2' ৷ অন্যদিকে, অ্যাটলি প্রযোজিত, বরুণ ধাওয়ান অভিনীত 'বেবি জন' মুক্তি পাচ্ছে 25 ডিসেম্বর ৷ পাশাপাশি, 'মুফাসা: দ্য লায়ন কিং'-ও মুক্তি পাচ্ছে 20 তারিখ ৷ যেখানে হিন্দি ভার্সনে কণ্ঠ দিয়েছেন শাহরুখ খান, আরিয়ান খান ও কিং খানের ছোট ছেলে আব্রাম খান ৷ ফলে পুষ্পা 2-এর রথ থমকে যায় না এগোয়, সেই দিকে নজর থাকবে সকলের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.