কলকাতা, 7 মার্চ: আজ কিংবদন্তি পরিচালক প্রভাত রায়ের জন্মদিন । বাংলা ইন্ডাস্ট্রি সমৃদ্ধ তাঁর সৃষ্টিতে । সম্প্রতি নিজের আত্মজীবনী লিখেছেন তিনি । না ঠিক তিনি নন, প্রভাত রায় বলেছেন আর লিখেছেন তাঁর কন্যা একতা ভট্টাচার্য । আজ জন্মদিনেই প্রকাশিত হওয়ার কথা ছিল 'ক্ল্যাপস্টিক' নামের সেই বই । কিন্তু পরিচালকের অসুস্থতার কারণে বৃহস্পতিবার তা সম্ভব হয়নি । তবে একতা ইটিভি ভারতকে জানিয়েছেন, চলতি মাসেই বই প্রকাশিত হবে । দিনক্ষণ কয়েকদিন বাদে জানানো হবে । অসুস্থ অবস্থায় যখন পরিচালক হাসপাতালে চিকিৎসাধীন তখনও বই প্রকাশের দিন অপরিবর্তিত রেখেছিলেন একতা । তবে পরিচালকের শরীরের কথা ভেবেই আজ প্রকাশ করা যায়নি তাঁর বই বলে তিনি জানান ।
1983 সালে 'প্রতিদান' থেকে 2010 সালের 'হ্যাং ওভার', বাংলা চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করেছেন প্রভাত রায় । 2011 সালে বানিয়েছেন 'ভোরের আলো' ৷ আর 2015 সালে 'বিরাট 22'। প্রভাত রায় পরিচালিত 'প্রতিদান' থেকে 'শ্বেত পাথরের থালা', 'সেদিন চৈত্র মাস', 'লাঠি', 'যোদ্ধা', 'শুভদৃষ্টি', 'প্রতীক'-সহ অগণিত বাংলা ছবি আজও মনে রেখেছে বাঙালি । তিনি বানিয়েছেন একাধিক টেলিফিল্ম-সহ তিনটি বাংলা ধারাবাহিকও । হিন্দি সিনেমা 'জিন্দেগানি'র পরিচালকও প্রভাত রায় । দীর্ঘকাল পরিচালক শক্তি সামন্তর-সহকারী হিসেবে তিনি কাজ করেছেন 'বরসাত কি এক রাত', 'মেহবুবা', 'আনন্দ আশ্রম', 'অমানুষ', 'অনুসন্ধান', 'আজনবি', 'জুগনু'-সহ একাধিক হিন্দি ছবিতে ।
উল্লেখ্য, প্রভাত রায় অভিনয় করেন 'অভিমন্যু' এবং 'অমানুষ' ছবিতে । তাঁর পরিচালিত 'লাঠি' এবং 'শ্বেত পাথরের থালা' পেয়েছে জাতীয় পুরস্কার । এছাড়াও একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি । সিনেমা বানানোর দৌলতে রাহুল দেব বর্মন থেকে লতা মঙ্গেশকর সকলের সঙ্গেই সখ্যতা ছিল তাঁর । লতা মঙ্গেশকর তাঁর 'প্রতিদান' ছবিতে 'মঙ্গলদীপ জ্বেলে' গানটি গেয়েছিলেন বিনা পারিশ্রমিকে । শক্তি সামন্তর-সহ পরিচালক হিসেবে তাঁকে চিনতেন সুরসম্রাজ্ঞী । এরপর পরিচালক হিসেবে তাঁর আত্মপ্রকাশ দেখে খুশি হয়ে গানের পারিশ্রমিক নেননি তিনি ।
প্রসঙ্গত, দিনকয়েক আগে বেজায় অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন প্রভাত রায় । এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল । বাড়িতেই রয়েছেন তিনি । চিকিৎসকের পরামর্শেই কাটছে দিন । দিনকয়েকের মধ্যেই তাঁর বই প্রকাশের দিনক্ষণ জানা যাবে বলে জানিয়েছেন একতা ।
আরও পড়ুন: