ETV Bharat / entertainment

'ফির আয়ি হাসিন দিলরুবা' ট্রেলারে ভালোবাসার চরম সীমায় বিক্রান্ত-তাপসী, কার হাত হবে রক্তে লাল? - Phir Aayi Hasseen Dillruba trailer - PHIR AAYI HASSEEN DILLRUBA TRAILER

Trailer of Phir Aayi Hasseen Dillruba Out on Social Media: বিক্রান্ত মেসি ও তাপসী পান্নুর ভালোবাসাময় জীবনে ফের তৃতীয় ব্যক্তির প্রবেশ ৷ এবার কী করবেন রিষু ওরফে বিক্রান্ত? উত্তর দেবে 'ফির আয়ি হাসিন দিলরুবা' ৷ মুক্তি পেল থ্রিলার ছবির ট্রেলার ৷ অগস্টেই আসছে নেটফ্লিক্সে ৷

Trailer of Phir Aayi Hasseen Dillruba Out
মুক্তি পেল 'ফির আয়ি হাসিন দিলরুবা' ট্রেলার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 25, 2024, 2:54 PM IST

হায়দরাবাদ, 25 জুলাই: নীল ত্রিপাঠীকে সরিয়ে ফের একবার কাছাকাছি আসেন রানি আর রিষু ৷ ভালোবাসার জন্য চরম সীমা পর্যন্ত যেতে প্রস্তুত রিষু ৷ কিন্তু তার পরিণতি কী? সেই উত্তর খুঁজে পাবেন দর্শকরা ৷ বৃহস্পতিবার মুক্তি পেল 'ফির আয়ি হাসিন দিলরুবা' ছবির ট্রেলার ৷ আরও একবার রানি-রিষুর প্রেমজীবনে হল তৃতীয় ব্যক্তির প্রবেশ ৷ এবার মরবে কে? রোমাঞ্চকর ট্রেলারে উঠল হাজারো প্রশ্ন ৷

নেটফ্লিক্সের তরফে এদিন ট্রেলার সামনে আনা হয় ৷ ক্যাপশনে লেখা হয়, "ভালোবাসা, ন্যায় আর প্রতিশোধের ব্যবস্থা হয়ে যাক? ফির আয়ি হাসিন দিলরুবা এই রহস্যের সমাধান করতে আসছে 9 অগস্ট, নেটফ্লিক্সে ৷" বিক্রান্ত মেসি, তাপসী পান্নুর সঙ্গে এবার যোগ দিচ্ছেন সানি কৌশল ৷ 'হাসিন দিলরুবা' যেখানে শেষ হয়েছিল সেখান দিয়েই শুরু হচ্ছে ছবির পরবর্তী পার্ট ৷

ট্রেলারে উঠে এসেছে রানি ও রাষুর জীবন ৷ যাঁরা অতীতে যন্ত্রণা ভুলে সামনে এগোনোর চেষ্টা চালাচ্ছে ৷ তাঁদের সুন্দর ভবিষ্যত গড়ার স্বপ্ন আচমকাই ভেঙে যায় ৷ সামনে আসে নতুন চরিত্র অভিমুন্য ৷ যে চরিত্রে দেখা যাবে সানি কৌশলকে ৷ চমক থাকছে জিমি শেরগিলের চরিত্রেও ৷ এই ছবিতে তাঁকে দেখা যাবে অফিসার মৃত্যুঞ্জয়ের চরিত্রে ৷ তাঁর ভূমিকা এই ছবিতে কী, ট্রেলারে এসেছে ছোট্ট ঝলক ৷ বাকিটা জানা যাবে সিনেমা, স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসার পরেই ৷

ভালোবাসায় কি ফের ঝরবে 'রক্ত গোলাপ'? উত্তর দেবে বিক্রান্ত-তাপসীর 'ফির আয়ি হাসিন দিলরুবা'

ছবিটি প্রযোজনা করেছে পরিচালক আনন্দ এল রাইয়ের সংস্থা ইয়ালো প্রোডাকশন ও ভূষণ কুমারের টি-সিরিজ ৷ দীনেশ পণ্ডিতের লেখনীতে আরও একবার দর্শক পেতে চলেছে রোম্যান্স, সাসপেন্স ও দুর্দন্ত টুইস্ট ৷ ছবিটি পরিচালনা করেছেন জয়প্রদ দেশাই ও চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন কণিকা ধিলন ৷

প্রসঙ্গত, তাপসী পান্নু, বিক্রান্ত মেসি ও সানি কৌশল 2023 সালের ডিসেম্বরে ছবির শুটিং শেষ করেন ৷ 'হাসিন দিলরুবা' পরিচালনা করেছিলেন ভিনিল ম্যাথিউ ৷ চিত্রনাট্য লেখেন কণিকা ধিলন ৷ 2021 সালে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা ছবি ছিল 'হাসিন দিলরুবা' ৷ হর্ষবর্ধন রানেকে দেখা গিয়েছিল গুরুত্বপূর্ণ ভূমিকায় ৷ এবার বিক্রান্ত-তাপসীর সঙ্গে খেলা জমবে সানি কৌশল ও জিম্মি শেরগিলের ৷

হায়দরাবাদ, 25 জুলাই: নীল ত্রিপাঠীকে সরিয়ে ফের একবার কাছাকাছি আসেন রানি আর রিষু ৷ ভালোবাসার জন্য চরম সীমা পর্যন্ত যেতে প্রস্তুত রিষু ৷ কিন্তু তার পরিণতি কী? সেই উত্তর খুঁজে পাবেন দর্শকরা ৷ বৃহস্পতিবার মুক্তি পেল 'ফির আয়ি হাসিন দিলরুবা' ছবির ট্রেলার ৷ আরও একবার রানি-রিষুর প্রেমজীবনে হল তৃতীয় ব্যক্তির প্রবেশ ৷ এবার মরবে কে? রোমাঞ্চকর ট্রেলারে উঠল হাজারো প্রশ্ন ৷

নেটফ্লিক্সের তরফে এদিন ট্রেলার সামনে আনা হয় ৷ ক্যাপশনে লেখা হয়, "ভালোবাসা, ন্যায় আর প্রতিশোধের ব্যবস্থা হয়ে যাক? ফির আয়ি হাসিন দিলরুবা এই রহস্যের সমাধান করতে আসছে 9 অগস্ট, নেটফ্লিক্সে ৷" বিক্রান্ত মেসি, তাপসী পান্নুর সঙ্গে এবার যোগ দিচ্ছেন সানি কৌশল ৷ 'হাসিন দিলরুবা' যেখানে শেষ হয়েছিল সেখান দিয়েই শুরু হচ্ছে ছবির পরবর্তী পার্ট ৷

ট্রেলারে উঠে এসেছে রানি ও রাষুর জীবন ৷ যাঁরা অতীতে যন্ত্রণা ভুলে সামনে এগোনোর চেষ্টা চালাচ্ছে ৷ তাঁদের সুন্দর ভবিষ্যত গড়ার স্বপ্ন আচমকাই ভেঙে যায় ৷ সামনে আসে নতুন চরিত্র অভিমুন্য ৷ যে চরিত্রে দেখা যাবে সানি কৌশলকে ৷ চমক থাকছে জিমি শেরগিলের চরিত্রেও ৷ এই ছবিতে তাঁকে দেখা যাবে অফিসার মৃত্যুঞ্জয়ের চরিত্রে ৷ তাঁর ভূমিকা এই ছবিতে কী, ট্রেলারে এসেছে ছোট্ট ঝলক ৷ বাকিটা জানা যাবে সিনেমা, স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসার পরেই ৷

ভালোবাসায় কি ফের ঝরবে 'রক্ত গোলাপ'? উত্তর দেবে বিক্রান্ত-তাপসীর 'ফির আয়ি হাসিন দিলরুবা'

ছবিটি প্রযোজনা করেছে পরিচালক আনন্দ এল রাইয়ের সংস্থা ইয়ালো প্রোডাকশন ও ভূষণ কুমারের টি-সিরিজ ৷ দীনেশ পণ্ডিতের লেখনীতে আরও একবার দর্শক পেতে চলেছে রোম্যান্স, সাসপেন্স ও দুর্দন্ত টুইস্ট ৷ ছবিটি পরিচালনা করেছেন জয়প্রদ দেশাই ও চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন কণিকা ধিলন ৷

প্রসঙ্গত, তাপসী পান্নু, বিক্রান্ত মেসি ও সানি কৌশল 2023 সালের ডিসেম্বরে ছবির শুটিং শেষ করেন ৷ 'হাসিন দিলরুবা' পরিচালনা করেছিলেন ভিনিল ম্যাথিউ ৷ চিত্রনাট্য লেখেন কণিকা ধিলন ৷ 2021 সালে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা ছবি ছিল 'হাসিন দিলরুবা' ৷ হর্ষবর্ধন রানেকে দেখা গিয়েছিল গুরুত্বপূর্ণ ভূমিকায় ৷ এবার বিক্রান্ত-তাপসীর সঙ্গে খেলা জমবে সানি কৌশল ও জিম্মি শেরগিলের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.