ETV Bharat / entertainment

অস্কারের মঞ্চে ভারতীয় আর্ট ডিজাইনার নীতীন চন্দ্রকান্ত দেশাইকে শ্রদ্ধাজ্ঞাপন - Oscars 2024

Oscars 2024: 96তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে শ্রদ্ধা জানানো হল নীতীন চন্দ্রকান্ত দেশাইকে,তিনি ছিলেন ভারতীয় আর্ট ডিরেক্টর এবং প্রযোকশন ডিজাইনার । গত বছরের অগস্টে নিজের স্টুডিতে দেহ মিলেছিল তাঁর ৷ মৃত্যুর কারণ নিয়ে এখন ধোঁয়াশা রয়েছে ৷

Nitin Chandrakant Desai
নীতীন চন্দ্রকান্ত দেশাই
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 12:30 PM IST

নয়াদিল্লি, 11 মার্চ: প্রখ্যাত প্রোডাকশন ডিজাইনার নীতীন চন্দ্রকান্ত দেশাই ৷ অস্কার-মনোনীত 'লগান' এবং 'হাম দিল দে চুকে সানাম'-এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলির সেট তৈরি করেছিলেন তিনি ৷ বিভিন্ন চলচ্চিত্র ব্যক্তিত্বদের পাশাপাশি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে 'ইন মেমোরিয়াম' বিভাগে সম্মানিত করা হল ভারতীয় এই আর্ট ডিজাইনারকে । রবিবার আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসে 96তম অ্যাকাডেমি পুরস্কারের আসর । সেই অস্কারের মঞ্চেই স্মরণ করা হল নীতীন চন্দ্রকান্ত দেশাইকে ৷

গত বছরের অগস্টে মৃত্যু হয় ভারতীয় আর্ট ডিজাইনার নীতীন দেশাইয়ের ৷ মুম্বইয়ের কাছে কারজাতের স্টুডিওতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল তাঁকে । নীতীন 'যোধা আকবর' এবং 'প্রেম রতন ধন পায়ো'র মতো সিনেমায় তাঁর শিল্পকর্মের জন্য পরিচিত ছিলেন । পাশাপাশি তিনি জনপ্রিয় টিভি কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র সেট জিজাইন করেছেন ৷

নীতীন দেশাই দুই দশক ধরে আশুতোষ গোয়ারিকর, বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি এবং সঞ্জয় লীলা বনসালির মতো সম্মানিত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন । সিনে জগতে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন ৷ শ্রেষ্ঠ শিল্প নির্দেশনার (আর্ট ডিরেকশন) বিভাগে এই পুরস্কার আসে তাঁর ঝুলিতে ৷ একইসঙ্গে তিনবার শ্রেষ্ঠ শিল্প নির্দেশনার জন্য ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছেন নীতীন দেশাই ।

2005 সালে নীতীন দেশাই এনডি স্টুডিও তৈরি করেন ৷ মুম্বইয়ের কাছে কারজতে একটি বিস্তৃত 52-একর সম্পত্তিতে গড়ে ওঠে এই স্টুডিও । স্টুডিওটিতে 'যোধা আকবর' এবং 'ট্র্যাফিক সিগন্যালে'র মতো উল্লেখযোগ্য সিনেমার শুটিং হয়েছে ৷ পাশাপাশি কালার্সের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বসে'র সেট হয়েছে এখানে । তবে নীতীনের মর্মান্তিক মৃত্যুতে চলচ্চিত্র জগৎ একজন গুণী শিল্পীকে হারিয়েছে ।

আরও পড়ুন:

  1. অস্কার এল নোলানের ঝুলিতে, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ওপেনহাইমারের জয়জয়কার
  2. আজই বসছে অস্কারের আসর, গাজা-প্রতিবাদ ঠেকাতে তৎপর আয়োজকরা
  3. আত্মঘাতী 'লগান' ছবির শিল্প নির্দেশক নীতিন, কারণ নিয়ে সংশয়

নয়াদিল্লি, 11 মার্চ: প্রখ্যাত প্রোডাকশন ডিজাইনার নীতীন চন্দ্রকান্ত দেশাই ৷ অস্কার-মনোনীত 'লগান' এবং 'হাম দিল দে চুকে সানাম'-এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলির সেট তৈরি করেছিলেন তিনি ৷ বিভিন্ন চলচ্চিত্র ব্যক্তিত্বদের পাশাপাশি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে 'ইন মেমোরিয়াম' বিভাগে সম্মানিত করা হল ভারতীয় এই আর্ট ডিজাইনারকে । রবিবার আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসে 96তম অ্যাকাডেমি পুরস্কারের আসর । সেই অস্কারের মঞ্চেই স্মরণ করা হল নীতীন চন্দ্রকান্ত দেশাইকে ৷

গত বছরের অগস্টে মৃত্যু হয় ভারতীয় আর্ট ডিজাইনার নীতীন দেশাইয়ের ৷ মুম্বইয়ের কাছে কারজাতের স্টুডিওতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল তাঁকে । নীতীন 'যোধা আকবর' এবং 'প্রেম রতন ধন পায়ো'র মতো সিনেমায় তাঁর শিল্পকর্মের জন্য পরিচিত ছিলেন । পাশাপাশি তিনি জনপ্রিয় টিভি কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র সেট জিজাইন করেছেন ৷

নীতীন দেশাই দুই দশক ধরে আশুতোষ গোয়ারিকর, বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি এবং সঞ্জয় লীলা বনসালির মতো সম্মানিত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন । সিনে জগতে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন ৷ শ্রেষ্ঠ শিল্প নির্দেশনার (আর্ট ডিরেকশন) বিভাগে এই পুরস্কার আসে তাঁর ঝুলিতে ৷ একইসঙ্গে তিনবার শ্রেষ্ঠ শিল্প নির্দেশনার জন্য ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছেন নীতীন দেশাই ।

2005 সালে নীতীন দেশাই এনডি স্টুডিও তৈরি করেন ৷ মুম্বইয়ের কাছে কারজতে একটি বিস্তৃত 52-একর সম্পত্তিতে গড়ে ওঠে এই স্টুডিও । স্টুডিওটিতে 'যোধা আকবর' এবং 'ট্র্যাফিক সিগন্যালে'র মতো উল্লেখযোগ্য সিনেমার শুটিং হয়েছে ৷ পাশাপাশি কালার্সের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বসে'র সেট হয়েছে এখানে । তবে নীতীনের মর্মান্তিক মৃত্যুতে চলচ্চিত্র জগৎ একজন গুণী শিল্পীকে হারিয়েছে ।

আরও পড়ুন:

  1. অস্কার এল নোলানের ঝুলিতে, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ওপেনহাইমারের জয়জয়কার
  2. আজই বসছে অস্কারের আসর, গাজা-প্রতিবাদ ঠেকাতে তৎপর আয়োজকরা
  3. আত্মঘাতী 'লগান' ছবির শিল্প নির্দেশক নীতিন, কারণ নিয়ে সংশয়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.