ETV Bharat / entertainment

বইয়ের আড়ালে অভিনব প্রচার! মোদিকে ভোট দেওয়ার 101 কারণ দেখালেন লেখক - Lok Sabha Elections

Book About Modi: মোদিকে ভোট কেন দেবেন, তার সহজ উপায় দেখিয়েছেন লেখক শান্তনু গুপ্ত ৷ প্রকাশ্যে এনেছেন নতুন একটি কমিক বই, নাম '101 রিজনস, হোয়াই আই উইল ভোট ফর মোদি' ৷

Etv Bharat
বইয়ের আড়ালে অভিনব প্রচার !
author img

By PTI

Published : Mar 19, 2024, 12:15 PM IST

নয়াদিল্লি, 19 মার্চ: ভোটের বাদ্যি বেজে গিয়েছে ৷ ইসবার মোদি সরকার নাকি, অন্য কোনও দল দিল্লির মসনদে বসবে তা জানা যাবে 4 জুন ৷ তবে তার আগে গণতন্ত্রের অন্যতম উৎসবে ভোটগ্রহণ শুরু হবে 19 এপ্রিল ৷ আর এই উৎসবে আপনি মোদিকে ভোট দেবেন কেন, তার সহজ উপায় দেখিয়েছেন লেখক শান্তনু গুপ্ত ৷ প্রকাশ্যে এনেছেন নতুন একটি কমিক বই, নাম '101 রিজনস, হোয়াই আই উইল ভোট ফর মোদি' ৷ আসন্ন নির্বাচনে এই বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দেওয়ার 101 কারণ দেখিয়েছেন লেখক ৷

Book About Modi
Book About Modi

লেখক শান্তনু বলেন, "আমি বেশিরভাগ গল্প সংগ্রহ করেছি সরাসরি বিভিন্ন প্রকল্প নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ৷ যারা সরকারের নানান প্রকল্পের সুযোগসুবিধা ভোগ করেন তাঁদের সঙ্গে কথা বলে ৷ 2014 সালের আগের বিভিন্ন প্রকল্পের কী কী সুযোগ ছিল বা ছিল না, সব কিছুর মূল্যায়ণকেই এই বইতে তুলে ধরা হয়েছে ৷ পাশাপাশি মানব জীবনের গল্প ও কিছু কবিতার মাধ্যমে মোদি সরকারের প্রকল্প তুলে ধরা হয়েছে ৷" এর আগে লেখক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়েও একটি বই প্রকাশিত করেছেন ৷ যার নাম 'অজয় টু যোগী আদিত্যনাথ ৷'

আর মোদিকে নিয়ে লেখা বই লেখক মূলত তুলে ধরতে চেয়েছেন, মোদি সরকারের আনা নান প্রকল্প কীভাবে সাধারণ-গরীব মানুষদের উপকৃত করেছে, তারই পরিসংখ্যান ও গল্প তুলে ধরা হয়েছে ৷ তিনি বলেন, "এই বইয়ে তুলে ধরা হয়েছে এই সরকারের স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, কৃষি, অস্ত্র নীতি, বিদেশ নীতি, অর্থনৈতিক গ্রাফ, চাকরি ও প্রশাসনিক পরিকাঠামো সবকিছু দিকেই আলোকপাত করা হয়েছে ৷ শুধু তাই বইয়ের শেষে আলোচনা করা হয়েছে নরেন্দ্র মোদি ফ্যাক্টর কীভাবে কাজ করে উন্নয়নশীল নতুন ভারত গঠনে ৷"

Book About Modi
Book About Modi

'101 রিজনস, হোয়াই আই উইল ভোট ফর মোদি' বইয়ে কমিক আর্ট স্টাইল দেশ-বিদেশের 10 জন পরিচিত শিল্পীরা তৈরি করেছেন ৷ ফলে বইয়ের মধ্যে প্রতিফলিত হয়েছে ডিজনি স্টাইল, ট্রাডিশনাল ইন্ডিয়ান কমিক বুক স্টাইল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টাইল, সেমি-রিয়ালেস্টিক স্টাইল ৷ এই বইয়ের দাম নির্ধারণ করা হয়েছে 350 টাকা ৷ অফলাইন ও অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে এই বই ৷ লেখক শান্তনু গুপ্তর এর আগে মুক্তি পেয়েছে 'দ্য মঙ্ক হু বিকেম চিফ মিনিস্টার' ও 'বিজেপি:পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার'৷

আরও পড়ুন

1. 'লাভার' গানে 'পারফেক্ট' যুগলবন্দি এড শেরেন-দিলজিৎ দোসাঞ্জের

2. রয়্যাল হোটেলে খুনি খুঁজতে গিয়ে ধন্দে পঙ্কজ ত্রিপাঠি, রোমাঞ্চ-রহস্যে মোড়া 'মার্ডার মুবারক'

3. এবার গজনীর পরিচালকের ছবিতে, 2025 ঈদ-রিলিজের আপডেট দিলেন সলমন

নয়াদিল্লি, 19 মার্চ: ভোটের বাদ্যি বেজে গিয়েছে ৷ ইসবার মোদি সরকার নাকি, অন্য কোনও দল দিল্লির মসনদে বসবে তা জানা যাবে 4 জুন ৷ তবে তার আগে গণতন্ত্রের অন্যতম উৎসবে ভোটগ্রহণ শুরু হবে 19 এপ্রিল ৷ আর এই উৎসবে আপনি মোদিকে ভোট দেবেন কেন, তার সহজ উপায় দেখিয়েছেন লেখক শান্তনু গুপ্ত ৷ প্রকাশ্যে এনেছেন নতুন একটি কমিক বই, নাম '101 রিজনস, হোয়াই আই উইল ভোট ফর মোদি' ৷ আসন্ন নির্বাচনে এই বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দেওয়ার 101 কারণ দেখিয়েছেন লেখক ৷

Book About Modi
Book About Modi

লেখক শান্তনু বলেন, "আমি বেশিরভাগ গল্প সংগ্রহ করেছি সরাসরি বিভিন্ন প্রকল্প নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ৷ যারা সরকারের নানান প্রকল্পের সুযোগসুবিধা ভোগ করেন তাঁদের সঙ্গে কথা বলে ৷ 2014 সালের আগের বিভিন্ন প্রকল্পের কী কী সুযোগ ছিল বা ছিল না, সব কিছুর মূল্যায়ণকেই এই বইতে তুলে ধরা হয়েছে ৷ পাশাপাশি মানব জীবনের গল্প ও কিছু কবিতার মাধ্যমে মোদি সরকারের প্রকল্প তুলে ধরা হয়েছে ৷" এর আগে লেখক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়েও একটি বই প্রকাশিত করেছেন ৷ যার নাম 'অজয় টু যোগী আদিত্যনাথ ৷'

আর মোদিকে নিয়ে লেখা বই লেখক মূলত তুলে ধরতে চেয়েছেন, মোদি সরকারের আনা নান প্রকল্প কীভাবে সাধারণ-গরীব মানুষদের উপকৃত করেছে, তারই পরিসংখ্যান ও গল্প তুলে ধরা হয়েছে ৷ তিনি বলেন, "এই বইয়ে তুলে ধরা হয়েছে এই সরকারের স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, কৃষি, অস্ত্র নীতি, বিদেশ নীতি, অর্থনৈতিক গ্রাফ, চাকরি ও প্রশাসনিক পরিকাঠামো সবকিছু দিকেই আলোকপাত করা হয়েছে ৷ শুধু তাই বইয়ের শেষে আলোচনা করা হয়েছে নরেন্দ্র মোদি ফ্যাক্টর কীভাবে কাজ করে উন্নয়নশীল নতুন ভারত গঠনে ৷"

Book About Modi
Book About Modi

'101 রিজনস, হোয়াই আই উইল ভোট ফর মোদি' বইয়ে কমিক আর্ট স্টাইল দেশ-বিদেশের 10 জন পরিচিত শিল্পীরা তৈরি করেছেন ৷ ফলে বইয়ের মধ্যে প্রতিফলিত হয়েছে ডিজনি স্টাইল, ট্রাডিশনাল ইন্ডিয়ান কমিক বুক স্টাইল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টাইল, সেমি-রিয়ালেস্টিক স্টাইল ৷ এই বইয়ের দাম নির্ধারণ করা হয়েছে 350 টাকা ৷ অফলাইন ও অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে এই বই ৷ লেখক শান্তনু গুপ্তর এর আগে মুক্তি পেয়েছে 'দ্য মঙ্ক হু বিকেম চিফ মিনিস্টার' ও 'বিজেপি:পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার'৷

আরও পড়ুন

1. 'লাভার' গানে 'পারফেক্ট' যুগলবন্দি এড শেরেন-দিলজিৎ দোসাঞ্জের

2. রয়্যাল হোটেলে খুনি খুঁজতে গিয়ে ধন্দে পঙ্কজ ত্রিপাঠি, রোমাঞ্চ-রহস্যে মোড়া 'মার্ডার মুবারক'

3. এবার গজনীর পরিচালকের ছবিতে, 2025 ঈদ-রিলিজের আপডেট দিলেন সলমন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.