ETV Bharat / entertainment

'তোমরা ছাড়া আমি বিগ জিরো', কল্কির 1000 কোটির সাফল্যেও মাথা নত প্রভাসের - Prabhas on KALKI success - PRABHAS ON KALKI SUCCESS

Prabhas Thanksgiving Video: 600 কোটির বাজেটে তৈরি 'কল্কি 2898 এডি' কি প্রেক্ষাগৃহে চলবে ? ছবি তৈরির সময় এমন ভয়ই কাজ করছিল প্রভাসের মনে ৷ যদিও গ্লোবাল বক্সঅফিসে ইতিমধ্যেই এই ছবি আয় করেছে 1000 কোটি টাকা ৷ দর্শকদের এই ভালোবাসায় আপ্লুত প্রভাস দিলেন বিশেষ বার্তা ৷ শেয়ার করলেন দারুণ একটি ভিডিয়ো ৷

Prabhas Thanksgiving Video
প্রভাস ও নাগ অশ্বিন (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 1:32 PM IST

হায়দরাবাদ, 15 জুলাই: বিশ্বজুড়ে প্রভাস অভিনীত 'কল্কি 2898 এডি' ঝড় তুলেছে ৷ ইতিমধ্যেই বক্সঅফিসে 1000 কোটি টাকারও বেশি আয় করে ফেলেছে নাগ অশ্বিন পরিচালিত সায়েন্স-ফিকশন মাইথোলজিক্যাল ছবি ৷ দর্শকদের এই ভালোবাসা ও ভরসা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রভাস ৷ বৈজয়ন্তী মুভিস প্রযোজনা সংস্থার তরফে সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে একটি ভিডিয়ো ৷ যেখানে রেবেল স্টার ধন্যবাদ জানালেন তাঁর পরিচালক, প্রযোজক ও সর্বোপরি দর্শক-অনুরাগীদের ৷

প্রথম থেকেই আলোচনায় ছিল এই ছবির বাজেট ৷ এখনও পর্যন্ত 600 কোটি বাজেটে ক'টা ছবি তৈরি হয়েছে তা নিয়ে রয়েছে সন্দেহ ৷ এর আগে আদিপুরুষ ও রাধেশ্যাম বিগ বাজেটের হলেও তা বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে ৷ ফলে এই ছবির বাজেট নিয়ে একটু চিন্তিত ছিলেন অভিনেতা প্রভাস ৷

ভিডিয়ো বার্তায় প্রভাস বলেন, "আমার মনে হয় প্রযোজকদের প্রথম ধন্যবাদ জানানো উচিত ৷ ছবিটি তৈরি করতে গিয়ে খরচের কোনও রকম চিন্তাভাবনা করেননি প্রযোজকদ্বয় ৷ মাঝেমধ্যে আমি কৌতুহলবশত প্রশ্নই করে ফেলতাম, বেশি খরচ হয়ে যাচ্ছে না তো ! তাঁরা বলতেন, আরে চিন্তা করো না ৷ এই ছবি হিট হবে ৷ আমরা হাইয়েস্ট কোয়ালিটির ছবি উপহার দেব দর্শকদের ৷"

অভিনেতা আরও বলেন, "আমি পরিচালক নাগ অশ্বিনকে ধন্যবাদ জানাতে চাই যিনি ভারতের দুই লেজেন্ডের সঙ্গে আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন ৷ অমিতাভ বচ্চন স্যার ও কমল হাসান স্যারের ছবি দেখে আমরা বড় হয়েছি ৷ কতকিছু শিখেছি তাঁদের কাছ থেকে ৷ পাশাপাশি দীপিকা পাড়ুকোনও অনবদ্য অভিনেত্রী ৷ তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ ৷"

এরপর তিনি ধন্যবাদ জানান অনুরাগী ও দর্শকদের ৷ তিনি বলেন, "হ্যালো বন্ধুরা ৷ তোমাদের সকলকে ধন্যবাদ হিউজ হিট দেওয়ার জন্য ৷ তোমরা ছাড়া আমি শূন্য ৷ নাগ অশ্বিন তোমাকেও ধন্যবাদ ৷ পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রমের ফল অবশেষে পেলে ৷"

ছবিটি প্রযোজনা করেছে বৈজয়ন্তী মুভিস ৷ এই সংস্থার প্রতিষ্ঠাতা অশ্বিনী দত্ত ৷ বর্তমানে এই সংস্থা পরিচালনা করেন তাঁর দুই মেয়ে স্বপ্না দত্ত ও প্রিয়াঙ্কা দত্ত ৷ মূলত, পৌরাণিক মহাকাব্য মহাভারত থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে 'কল্কি 2898 এডি'র চিত্রনাট্য ৷ 27 জুন মুক্তি পাওয়া এই ছবি ভারতে আয় করেছে 550 কোটি টাকা ৷ বিশ্বব্যাপী আয় হয়েছে 1000 কোটি টাকা ৷ এবার অপেক্ষা এই ছবির পরবর্তী পার্টের জন্য ৷

হায়দরাবাদ, 15 জুলাই: বিশ্বজুড়ে প্রভাস অভিনীত 'কল্কি 2898 এডি' ঝড় তুলেছে ৷ ইতিমধ্যেই বক্সঅফিসে 1000 কোটি টাকারও বেশি আয় করে ফেলেছে নাগ অশ্বিন পরিচালিত সায়েন্স-ফিকশন মাইথোলজিক্যাল ছবি ৷ দর্শকদের এই ভালোবাসা ও ভরসা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রভাস ৷ বৈজয়ন্তী মুভিস প্রযোজনা সংস্থার তরফে সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে একটি ভিডিয়ো ৷ যেখানে রেবেল স্টার ধন্যবাদ জানালেন তাঁর পরিচালক, প্রযোজক ও সর্বোপরি দর্শক-অনুরাগীদের ৷

প্রথম থেকেই আলোচনায় ছিল এই ছবির বাজেট ৷ এখনও পর্যন্ত 600 কোটি বাজেটে ক'টা ছবি তৈরি হয়েছে তা নিয়ে রয়েছে সন্দেহ ৷ এর আগে আদিপুরুষ ও রাধেশ্যাম বিগ বাজেটের হলেও তা বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে ৷ ফলে এই ছবির বাজেট নিয়ে একটু চিন্তিত ছিলেন অভিনেতা প্রভাস ৷

ভিডিয়ো বার্তায় প্রভাস বলেন, "আমার মনে হয় প্রযোজকদের প্রথম ধন্যবাদ জানানো উচিত ৷ ছবিটি তৈরি করতে গিয়ে খরচের কোনও রকম চিন্তাভাবনা করেননি প্রযোজকদ্বয় ৷ মাঝেমধ্যে আমি কৌতুহলবশত প্রশ্নই করে ফেলতাম, বেশি খরচ হয়ে যাচ্ছে না তো ! তাঁরা বলতেন, আরে চিন্তা করো না ৷ এই ছবি হিট হবে ৷ আমরা হাইয়েস্ট কোয়ালিটির ছবি উপহার দেব দর্শকদের ৷"

অভিনেতা আরও বলেন, "আমি পরিচালক নাগ অশ্বিনকে ধন্যবাদ জানাতে চাই যিনি ভারতের দুই লেজেন্ডের সঙ্গে আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন ৷ অমিতাভ বচ্চন স্যার ও কমল হাসান স্যারের ছবি দেখে আমরা বড় হয়েছি ৷ কতকিছু শিখেছি তাঁদের কাছ থেকে ৷ পাশাপাশি দীপিকা পাড়ুকোনও অনবদ্য অভিনেত্রী ৷ তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ ৷"

এরপর তিনি ধন্যবাদ জানান অনুরাগী ও দর্শকদের ৷ তিনি বলেন, "হ্যালো বন্ধুরা ৷ তোমাদের সকলকে ধন্যবাদ হিউজ হিট দেওয়ার জন্য ৷ তোমরা ছাড়া আমি শূন্য ৷ নাগ অশ্বিন তোমাকেও ধন্যবাদ ৷ পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রমের ফল অবশেষে পেলে ৷"

ছবিটি প্রযোজনা করেছে বৈজয়ন্তী মুভিস ৷ এই সংস্থার প্রতিষ্ঠাতা অশ্বিনী দত্ত ৷ বর্তমানে এই সংস্থা পরিচালনা করেন তাঁর দুই মেয়ে স্বপ্না দত্ত ও প্রিয়াঙ্কা দত্ত ৷ মূলত, পৌরাণিক মহাকাব্য মহাভারত থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে 'কল্কি 2898 এডি'র চিত্রনাট্য ৷ 27 জুন মুক্তি পাওয়া এই ছবি ভারতে আয় করেছে 550 কোটি টাকা ৷ বিশ্বব্যাপী আয় হয়েছে 1000 কোটি টাকা ৷ এবার অপেক্ষা এই ছবির পরবর্তী পার্টের জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.