কলকাতা, 4 জুলাই: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেলের বিয়ের আমন্ত্রণ পত্র পাঠালেন শিল্পপতি মুকেশ আম্বানি ৷ সূত্র মারফত জানা গিয়েছে, এই আমন্ত্রণ গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, 12 জুলাই অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত থাকতে পারেন বাংলার মুখ্যমন্ত্রীও।
আগামী 12 জুলাই মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে বসছে বিয়ের আসর ৷ মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রথম সারির সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের ৷ আমন্ত্রিত হয়েছেন বলিউড অভিনেতা -অভিনেত্রীদের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের সদস্যরাও। আর সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর নাম।
জানা গিয়েছে, এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মমতা। যদিও তৃণমূল নেত্রী আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বাই যাত্রায় অন্য কর্মসূচিও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র মারফত এমনটাও জানা যাচ্ছে যে, এবার এই বিবাহ অনুষ্ঠানে গিয়ে তিনি সাক্ষাৎ করতে পারেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে ৷ দেখা করতে পারেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও। মাস খানেক আগে ইন্ডিয়া শিবিরের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও দিল্লির কাজ সেরে কলকাতায় ফেরার আগে মুম্বই যান। সেখানে উদ্ধবের বাসভবন মাতশ্রীতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । এবার মমতার সঙ্গেও দেখা হতে পারে বালাসাহেব-তনয়ের ।
অতীতে ইশা আম্বানির বিয়েতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ দিতে দেখা গিয়েছিল। 2018 সালের এই তারকাখচিত বিবাহ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ও ছাড়া উপস্থিত ছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, বিজেপি নেতা রাজনাথ সিং, হিলারি ক্লিনটন, পি চিদাম্বারাম, প্রফুল প্যাটেল প্রমুখ। তাঁদের সঙ্গেই সেখানে উপস্থিত ছিলেন মমতাও। এবারও অনন্ত আম্বানির বিয়েতে চাঁদের হাট বসতে চলেছে মুম্বইয়ে। এখন সেই বিয়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন কি না, সেটাই দেখার।