হায়দরাবাদ, 12 ডিসেম্বর: বিশ্বসুন্দরীর মঞ্চে তিনি আগেই নজর কেড়েছেন ৷ সৌন্দর্য প্রতিযোগিতায় তাঁর মাথায় উঠেছে মিস ইউনিভার্স 2021-এর মুকুট ৷ এবার তিনি পা রাখতে চলেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে ৷
হারনাজ কৌর সান্ধুকে দেখা যাবে অ্যাকশন প্যাকড সিনেমা বাঘি 4 ছবিতে ৷ টাইগার শ্রফের সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে ৷ বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছেন বাঘি-4- এর নির্মাতারা ৷ বৃহস্পতিবার, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনের অফিসিয়াল ইনস্টাগ্রামে হারনাজ কৌর সান্ধুর একটি ছবি পোস্ট করা হয় ৷ জানানো হয় 'বাঘি 4' ছবিতে যোগ দিচ্ছেন হারনাজ ৷ ক্যাপশনে লেখা হয়, "মিস ইউনিভার্স থেকে বিদ্রোহী ইউনিভার্স। বাঘি 4-এ আমাদের নতুন এনজি ট্যালেন্ট, বিদ্রোহী লেডি হারনাজ সান্ধুর সঙ্গে দেখা হবে সকলের ৷"
হারনাজ সান্ধু এর আগেও অভিনয় করেছেন। মিস ইউনিভার্স 2021, এর আগে পাঞ্জাবি সিনেমা 'বাই জি কুত্তাঙ্গে' (2022) এবং 'ইয়ারান দিয়ান পাউন বারান' (2023)-এ অভিনয় করেছেন। এবার 'বাঘি 4' ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন তিনি। হারনাজের আগে, নির্মাতারা সঞ্জয় দত্তের লুক প্রকাশ করেন ৷ 9 ডিসেম্বর, নির্মাতারা সোশাল মিডিয়ায় সঞ্জয় দত্তের পোস্টার প্রকাশ করেন ৷ ক্যাপশনে লেখা হয়, "প্রত্যেক প্রেমিকই ভিলেন"। পোস্টারে দেখা গিয়েছে সঞ্জয় দত্ত সিংহাসনে বসে আছেন একজন প্রাণহীন মহিলাকে কোলে নিয়ে। বেদনার পাশাপাশি প্রতিশোধের অনুভূতি তার চোখে-মুখে স্পষ্ট ফুটে উঠেছে ৷
এখন পর্যন্ত 'বাঘি 4'-এর চারটি প্রধান চরিত্রের লুক সামনে এসেছে ৷ টাইগার শ্রফ এবং সোনম বাজওয়ার পাশাপাশি দেখা যাবে সঞ্জয় দত্ত এবং হারনাজ কৌর সান্ধুকে ৷ সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত বাঘি 4 মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ 2025 সালের 5 সেপ্টেম্বর ৷