ETV Bharat / entertainment

মমতা-স্মৃতি থেকে বরিস জনসন, অম্বানি-পুত্রের বিয়েতে হাজির রাজনীতির আরও অনেকে - Anant Radhika Wedding

Anant Ambani Radhika Merchant Wedding Guests: অম্বানিদের বিয়েতে জিও কনভেনশন সেন্টারে চাঁদের হাট ৷ খেলা-বিনোজগত তো বটেই, বিগ ফ্যাট ওয়েডিংয়ে হাজির হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা ৷ সূদূর বিদেশ থেকে এসেছিলেন বরিস জনসনও ৷ একনজরে দেখে নেওয়া যাক ৷

Anant Radhika Wedding
অনন্ত রাধিকার বিয়েতে হাজির দেশ বিদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 3:50 PM IST

মুম্বই, 13 জুলাই: রাজনৈতিক ময়দানে প্রতিপক্ষ ৷ নানা ইস্যুতে বাক্যবাণে বিঁধতে ছাড়েন না একে অপরকে ৷ কিন্তু অম্বানিদের বিয়ে এক ছাদের তলায় নিয়ে এল দেশের এমনই কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকে ৷ সেই তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ৷

অম্বানি পুত্রের বিয়েতে হাজির রাজনীতির আরও অনেকে (ইটিভি ভারত)

শুক্রবার মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে বসেছিল অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের রাজকীয় বিয়ের আসর ৷ অনুষ্ঠানে দেখা মিলেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ বৃহস্পতিবারই মমতা মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন ৷ গতকাল বিকেলে প্রথমে তিনি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও এনসপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন ৷ এরপরে যান অম্বানিদের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে ৷ সাদা শাড়়ি, গলায় উত্তরীয় ও পায়ে হাওয়াই চটি পরে স্বভাবভঙ্গিতেই মমতাকে জিও কনভেনশন সেন্টারে ঢুকতে দেখা যায় ৷

অনন্তের বিয়েতে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে স্বামীর সঙ্গে হাজির হয়েছিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ৷ বিয়ের আসরে পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও দেবেন্দ্র ফড়নবিস ৷ এসেছিলেন শিবসেনা(ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে, শিবসেনা নেতা আদিত্য ঠাকরে এবং এনসিপি-এসসিপি নেত্রী সুপ্রিয়া সুলে ৷ এছাড়াও এদিনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি, আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব ও তাঁর ছেলে তেজ প্রতাপ যাদব-সহ আরও অনেকে ৷

বিদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদেরও দেখা মিলল অনন্ত-রাধিকার বিয়েতে ৷ সপরিবারে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হাজির হলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ও টনি ব্লেয়ার ৷ শুধু তাই নয়, অতিথিদের তালিকায় ছিলেন জন সিনা থেকে কিম কারদাশিয়ান ৷ লাল লেহেঙ্গায় কিম, আকাশি রঙের শেরওয়ানিতে জন সিনা, বিয়ের অনুষ্ঠানকে আরও রঙিন করে তুলেছিলেন বিদেশি অতিথিরা ৷

মুম্বই, 13 জুলাই: রাজনৈতিক ময়দানে প্রতিপক্ষ ৷ নানা ইস্যুতে বাক্যবাণে বিঁধতে ছাড়েন না একে অপরকে ৷ কিন্তু অম্বানিদের বিয়ে এক ছাদের তলায় নিয়ে এল দেশের এমনই কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকে ৷ সেই তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ৷

অম্বানি পুত্রের বিয়েতে হাজির রাজনীতির আরও অনেকে (ইটিভি ভারত)

শুক্রবার মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে বসেছিল অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের রাজকীয় বিয়ের আসর ৷ অনুষ্ঠানে দেখা মিলেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ বৃহস্পতিবারই মমতা মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন ৷ গতকাল বিকেলে প্রথমে তিনি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও এনসপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন ৷ এরপরে যান অম্বানিদের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে ৷ সাদা শাড়়ি, গলায় উত্তরীয় ও পায়ে হাওয়াই চটি পরে স্বভাবভঙ্গিতেই মমতাকে জিও কনভেনশন সেন্টারে ঢুকতে দেখা যায় ৷

অনন্তের বিয়েতে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে স্বামীর সঙ্গে হাজির হয়েছিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ৷ বিয়ের আসরে পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও দেবেন্দ্র ফড়নবিস ৷ এসেছিলেন শিবসেনা(ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে, শিবসেনা নেতা আদিত্য ঠাকরে এবং এনসিপি-এসসিপি নেত্রী সুপ্রিয়া সুলে ৷ এছাড়াও এদিনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি, আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব ও তাঁর ছেলে তেজ প্রতাপ যাদব-সহ আরও অনেকে ৷

বিদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদেরও দেখা মিলল অনন্ত-রাধিকার বিয়েতে ৷ সপরিবারে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হাজির হলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ও টনি ব্লেয়ার ৷ শুধু তাই নয়, অতিথিদের তালিকায় ছিলেন জন সিনা থেকে কিম কারদাশিয়ান ৷ লাল লেহেঙ্গায় কিম, আকাশি রঙের শেরওয়ানিতে জন সিনা, বিয়ের অনুষ্ঠানকে আরও রঙিন করে তুলেছিলেন বিদেশি অতিথিরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.